| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটি অনেকদিন আগের হলেও এখনো তা সবার কাছে সত্য। এই সমাজে যারা দাগী অপরাধী তাদের কথার জোরে অপরকে রীতিমত অবাক হতে হয়। কথায় আছে গোয়েবলস এর মতো করে মিথ্যাকে হাজারবার সত্য বলে প্রচার করে তাকে সত্যে রূপান্তরিত করা যায়। কিন্তু আসলে কি যায়?
নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে বুধ নাকি গ্রহ নয়। তাতে কি বুধের কিছু এলো গেলো?
পোস্টারে লেখা হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু লিখলেই তো আর পবিত্র হওয়া যায় না! শামীম ওসমান বা আফজাল সাহেবদের পবিত্রতা মানুষ গ্রহণ করে নাই। কিন্তু তারপরও কি গলার আওয়াজ কমে? না কমে না।
তবে অপরাধী যারা তারা সুযোগ পেলে চিতকার করে আর যারা সত তারা সব সময়ই নৈতিকভাবে শক্তিশালী, তারা সব সময়ই একরকম।
এই যে দেখুন না কেউ কেউ মাঝে মাঝে থামে (যেমন সাবেক বাণিজ্যমন্ত্রী, সাবেক যোগাযোগ মন্তদ্রী) আবার কেউ কেউ সবসময়ই একইভাবে বলে। এখান থেকেই নৈতিক মানটা বোঝা যায়।
তবে চোরের বড় গলার মাজেজা হলো - আত্মরক্ষা। এখন সাধারণ মানুষ আত্মরক্ষার কৌশলটা বুঝতে শুরু করেছেন।
এটা ভাল কথা।
চোরেরা জোরে বলুক তাকে অসুবিধা নেই, কিন্তু আসুন আমরা কৌশলটা বোঝার চেষ্টা করি।
১০ ই মে, ২০১২ বিকাল ৫:৫০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। দেশটাই যখন বিপদে তখন আমার আর ভয় কি?
২|
০৯ ই মে, ২০১২ সকাল ১০:১৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: রেজা ভাই, আপানার নিম্নোক্ত বাক্যটি আমার মনে ধরেছে।
"তবে অপরাধী যারা তারা সুযোগ পেলে চিতকার করে আর যারা সত তারা সব সময়ই নৈতিকভাবে শক্তিশালী, তারা সব সময়ই একরকম।"
১০ ই মে, ২০১২ বিকাল ৫:৫০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ।
৩|
০৯ ই মে, ২০১২ সকাল ১১:০১
জানা বলেছেন:
যথার্থ....।
ডঃ ইউনূসরা একদিন হারিয়ে যাবেন....অসাধারণ বক্তব্য আমাদের দায়িত্বশীল (!) রাজনীতিবিদ আর গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অমৃতবানী আর জ্ঞান-'গম্মী'র তোড়ে এখন থেকে আর কোন ডঃ/গুনীজন এদেশের জন্য নোবেল প্রাইজ ছুঁয়ে দেখার যোগ্যতা অর্জন করবেন না। নিশ্চয়ই এদেশের প্রায় ষোল কোটি মানুষ এবার সমস্বরে বলতে শিখবে, ইউনূস পাপী। ডঃ অমৃত সেন পাপী। তাঁরা হারিয়ে যাবেন। আর আমাদের জীবনে জ্বলজ্বলে উদাহরণ হয়ে চির অম্লান হয়ে রইবেন সাজেদা, খালেদা, সাহারা, আবুল, বাবুল, লালু, বুলু, ফালু, কালু আরও হাজারও স্বনামধন্য ব্যক্তিত্ব যাঁরা এদেশকে মাথায় তুলে রেখে চলেছেন। আমরা তাঁদের কাছে চির কৃতজ্ঞ, আমরা প্রতি পাঁচ বছর পরপর একবার করে এঁদের বরমাল্য পরাবার সুযোগ পাবার জন্যই এদেশে জন্মছি। আমরা ধন্য, আমরা ঐশ্বর্য্যমন্ডিত।
আমরা জানি, আমাদের সবার চরিত্র ফুলের মত পবিত্র। 'নিজেকে জানো' ব্যাটা সক্রেটিস একটা আধাখেচড়া কথা বলে গেছেন। এর বিষদ, গূঢ় এবং প্রকৃত অর্থ আমাদের মত করে আর কেউ বুঝতে পারেনি, পারবেও না। আরে ভাই, শুধুশুধু নিজেকে জানলেই হবে? নিজেকে যে জানি, যেভাবে জানি, যে জন্যে জানা দরকার সেসবের সুরাহা কিভাবে হবে? আমাদের সেই জানাজানির প্রকাশ-বিকাশ যদি 'ফুল' এর মত জিনিসের সাথে না মিশিয়েই দেয়ালে-খাম্বায় সেঁটে দেই তবে লোকে আমায় খঁুজে (?) পাবে কিভাবে! তার সাথে সাথে অবশ্যই জোরেসোরে যুক্ত হতে হবে গলার জোর। পথে-ঘাটে, হাটে নর্দমায় সর্বত্রই যেন আমাদের 'গলাবাজি'
বেজে চলে অবিরাম।
আপনার মুক্ত চিন্তাযুক্ত লেখা পড়তে ভাল লাগে। ভাল থাকবেন সবসময়।
পোস্টের জন্য ধন্যবাদ।
১০ ই মে, ২০১২ বিকাল ৫:৫২
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ জানা। আপনার জন্য শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১২ সকাল ৭:০৬
মনে নাই বলেছেন: তস্কর মাতার উচ্চ কণ্ঠ - লাইনটা খুব পছন্দ হয়েছে।
দেখেন ভাই সাবধানে থাইকেন, কখন যে কে গুম হয়ে যায় তার কোন ঠিক-ঠিকানা নাই।