নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাবে কবি\nবিলীন হবে কাব্য\nবলছে বাস্তবতা\nএটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন

হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন › বিস্তারিত পোস্টঃ

গল্পের চরিত্র নই

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫

সেই কবে একজন কিছু না বলে কয়ে একটা ঝাড়ু নিয়ে আমার মনের ভিতর ঢুকেছিলো!তার উদ্দেশ্য ছিলো দুইটি,
এক, মনের যাবতীয় দু:খ কষ্টকে ঝেটে বিদায় করা এবং দুই, মনের সীমান্ত পাহারা দেয়া;যেন অন্য কেউ ঢুকতে না পারে ভিতরে।


প্রথম যখন আমি ব্যাপারটা টের পাই তখন খুব একটা খারাপ লাগেনি।বরং সীমান্ত পাহারা দেয়ার কাজে সুবিধার জন্য আমি নিজেই তার হাতে তুলে দেই এ কে ৪৭
সে রোদ বৃষ্টি ঝড়ে পাহারা দিতে থাকে,দায়িত্ববোধে এতটুকু কমতি ছিলো না তার।সীমান্তের চারিদিকে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলো,সাইনবোর্ডে লেখা "বিনা অনুমতিতে প্রবেশ নিষধ"
লেখার ঠিক উপরেই একটা কঙ্কালের মাথার ছবি,তার নিচে দু'টি হার দিয়ে একটি ক্রস!


অনুমতি কোথায় থেকে কার কাছ থেকে নিতে হবে জিজ্ঞেস করলে হাতে একটা নকশা ধরিয়ে দিত!গুপ্তধনের নকশার মত,তবে এই নকশায় গুপ্তধনের বদলে পাওয়া যাবে অনুমতি পত্র।সেই নকশার দূর্বোধ্য চিহ্নগুলোর অর্থ বুঝতে অনুসন্ধান করেছিলাম গুগলে ;সেখানেও সুবিধা করতে পারিনি।কেউ পারে না!
অদূর ভবিষ্যতে আমার বিয়ে করা বউও নিশ্চই এই নকশা হাতে পাবে,সে যদি তার মস্তিষ্কে "ন্যাশনাল ট্রেজার" মুভির বেঞ্জামিনের মত বুদ্ধি ধারন করে থাকে তবেই এই জন্মে হয়ত সীমান্ত পাহারার দায়িত্ব হস্তান্তর সম্ভব হবে।
দায়িত্ব হস্তান্তরের প্রশ্নই হয়ত উঠত না যদি না সে "বুলেট শেষ,এখানে একা একা ভয় করে,কষ্টের সঙ্গ ভালো লাগে না" এরকম অবান্তর অযুহাত দিয়ে তার আরেক সো কলড সত্ত্বার হাতে সেই এ কে ৪৭ ধরিয়ে দিয়ে বিদায় নিত!

আমি খুশি মনে তার এই সত্ত্বাকে বুলেট প্রোভাইড করি।কিন্তু এই সত্ত্বার নিশানায় বেজায় সমস্যা,বেচারী নিশানা লাগায় কষ্টের বুকে আর লাশ পরে সুখের!
কষ্টের প্রজনন ক্ষমতা অকল্পনীয় ,ওদের বংশ বেড়েই চলেছে।লাশ পরছে সুখের!
কষ্টের লাশ ফেলতে না পারলেও সীমান্ত পাহারার কাজে বেচারী অটল!কাক পক্ষীকেও এই সংরক্ষীত এলাকায় ঢুকতে দেয় না!

কিছু বিদ্রোহী কষ্টেরা আমার হাসির উপর উচ্চ কর বসিয়েছে।তবুও আমি হাসি,একবার হাসলেই দিতে হয় তার চরম মূল্য।এভাবে মূল্য পরিশোধ করতে করতে আমার নাম উঠে গেছে বাকির খাতায়;অভাবের সাথে বেশ ভাব জমেছে আমার।অভাব আমাকে ভালোবেসে ফেলেছে।সুযোগ বুঝে আমিও অভাবের হাতে ধরিয়ে দিয়েছি সেই কুখ্যাত নকশা!নকশা হাতে বিভ্রান্ত অভাব মাথা চুলকায় দিন রাত!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.