নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাবে কবি\nবিলীন হবে কাব্য\nবলছে বাস্তবতা\nএটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন

হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস হয়ে যাওয়া শহরে খুঁজবো একাকীত্ব

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০৫

মৃত্যুর কয়েক সহস্র বছর পর আমি আবার এই শহরে ফিরে আসতে চাই,যেদিন এই শহর হয়ে যাবে ইতিহাস।ইতিহাস হয়ে যাবে এই শহরের বায়ুমন্ডল;যা আমার নি:শ্বাস ধারন করেছে,করছে।


ফিরে এসে খুব করে খুঁজবো প্রিয় পথগুলোকে,
যারা আমাকে অসংখ্য মেঘমালার গাম্ভীর্যকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় প্রতিদিন!

নিথর দাঁড়িয়ে থাকা ল্যাম্প-পোস্টটাকেও খুঁজতে ভুল করবো না,যার সাথে সখ্যতা রাতের পর রাত বেরেই চলেছে।যেহেতু এই সখ্যতা বৃদ্ধির পেছনে আমার ঘরের জানালা এবং বারান্দার প্রত্যক্ষ ভূমিকা আছে কাজেই ল্যাম্পপোস্ট খুঁজতে খুঁজতে এদের কথা আমার মনে পড়তেই পারে!এই জানালা এবং বারান্দার উপস্থিতি আমাকে শিখিয়েছে "দূরত্ব" জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝে 'পেয়ে যাওয়া'র চেয়ে "কোন একদিন পাবো" এই আশায় দিনাতিপাত করা অতি উত্তম।


ঘরের বাইরে গিয়ে যখন ল্যাম্পপোস্টটার কাছে দাঁড়াই,সেটার দিকে তাকাই তখন আর সেই অনুভূতি পাই না যেটা অদূরে থাকা জানালার ওপার থেকে তাকিয়ে পাই।


শৈশবে ভাবতাম "কবে বড় হবো!",বড় হয়ে ভাবি "ইশ!আবার যদি শৈশবে ফিরতে পারতাম!"
এখন যে শিশু শৈশব কাটাচ্ছে,সেও হয়ত তাড়াতাড়ি বড় হতে চাচ্ছে।তাকে যদি বোঝানো হয় "বড় হয়ে যাওয়া"র চেয়ে "একদিন বড় হবো " এই আশায় দিনাতিপাত করা শ্রেয়,সে কি বুঝবে?


সে বুঝুক না বুঝুক,আমার কিছু যায় আসে না।
আমার যায় আসে যদি ঝিঁঝিঁ পোকারা আমার আগে ঘুমিয়ে পড়ে,আমার যায় আসে যদি রাতে আমি চোখ বুজার আগেই জোনাকিদের জ্বালানি খতম হয়!বাড়ির আশে-পাশে গাছ-গাছালিতে যে কয়েক পরিবার কাকের বসবাস তারা সময়ে অসময়ে বেসুরো গলায় প্রলাপ না বকলেও অবশ্য আমার "যায় আসা" উচিৎ।দিনের কিছুটা সময় তো ওদের নিয়েও ভাবি!হোক না সে সময় খুবই অল্প, হোকনা সে ভাবনা কাকেদের জন্য হুমকিস্বরুপ,ভাবি তো!


মৃত্যুর কয়েক সহস্র বছর পর ফিরে এসে আমি এদেরই খুঁজতে চাই,কোন প্রিয়তমা প্রেয়সীকে নয়।খুঁজতে চাই আমার একাকীত্বের সঙ্গীদের।ইতিহাস হয়ে যাওয়া শহরে খুঁজবো একাকীত্ব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.