নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাবে কবি\nবিলীন হবে কাব্য\nবলছে বাস্তবতা\nএটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন

হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন › বিস্তারিত পোস্টঃ

আমারো এমন একজন আছে

২৩ শে মে, ২০১৫ রাত ১১:৫৯

আমারো এমন একজন আছে যার ভাবনা আমাকে ঘুমুতে দেয় না,
আমারো এমন একজন আছে যে সহ্য করে অসহ্য এ আমাকে,
আমারো এমন একজন আছে যাকে না দেখলে আমার মন খারাপ হয়,চোখ জ্বালা করে,
আমি ওদের ভালোবাসি,ওরা আমাকে ভালোবাসুক অথবা না বাসুক!


আমারো এমন একজন আছে যাকে আমি বেয়াড়া জোছনার মতই পছন্দ করি,
আমারো এমন একজন আছে যাকে কবিতার মতই পবিত্র মনে হয় আমার,
আমারো এমন একজন আছে যার দেয়া গালি আমার কাছে শহরের অসহ্য উষ্ণতার মাঝে আকস্মিক শীতলতার ভ্রম মনে হয়,
আমি ওদের ভালোবাসি,ওরা আমাকে ভালোবাসুক অথবা না বাসুক!


আমারো এমন একজন আছে শুধুমাত্র যার চোখের গতিবিধির মাঝেই আমার দৃষ্টি বন্দি থাকে,
আমারো এমন একজন আছে যার হাসি সেকেন্ডে সহস্র বার শিহরন জাগায় আমার এই অলস হৃদয়ে,
আমারো এমন একজন আছে যার কাছে কথায় কথায় জবাবদিহি করতে হয় আমায়,
আমি ওদের ভালোবাসি,ওরা আমাকে ভালোবাসুক অথবা না বাসুক!

আমার এই এমন একজন "তুই" "তুমি" "আপনি" ,
আমি তোকে ভালোবাসি,তোমাকে ভালোবাসি,আপনাকে ভালোবাসি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.