![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য
-রোকন,সাউন্ড কমাও।
-কেন ভাই?
-বুঝো না,এইটা ফ্যামিলি বাসা।খালি আমরাই ব্যাচেলর।
-তো?
-বুঝো না তুমি?মানুষ জন বিরক্ত হইলে ঝামেলা আছে।বাসা ছেড়ে দেয়া লাগবে!
.........
-এই রোকন,এত রাত করে বাসায় আসছো কেন?
-আরে ভাই সমস্যা নাই,আইডি কার্ড আছে পকেটে।
-আরে ধুর,ঐটা না।
-তাহলে কোনটা?
-বুঝো না?এই বাড়িতে শুধু আমরাই ব্যাচেলর।মানুষজন খারাপ চোখে দেখলে ঝামেলা আছে।বাসা ছেড়ে দেয়া লাগবে।
..........
-রোকন,কি কি রান্না হইছে দেখো একবার!
-আরে ভাই,করছেন কি এইটা!আয়হায়!
-কি হইছে?
-অনেক ভালো ঘ্রাণ আসতেছে তো,খাইছে!
-হ্যা তো কি হইছে?
-আরে ভাই বুঝেন না,আমরা ছাড়া সব তো ফ্যামিলি বাসা।ফ্যামিলির মানুষ জন যদি টের পায় আমরা ব্যাচেলর হওয়া সত্ত্বেও আমাদের বাসায় এত ভালো রান্না হয়, তাহলে ঝামেলা হবেনা?বাসা ছেড়ে দেয়া লাগবে।আমাদের থাকতে হবে বিড়ালের মত!
-এই চুপ চুপ চুপ,কি যে করো না তুমি!
-কেন কি হইছে?
-বুঝো না এইটা ফ্যামিলি বাসা।মানুষজন যদি টের পায় যে আমরা নিজেদের বিড়ালের সাথে তুলনা করছি তাহলে ঝামেলা হবে।বাসা ছেড়ে দেয়া লাগবে।
- -_-
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৩০
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন:
২| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৪০
শামছুল ইসলাম বলেছেন: খুব মজা পাইলাম, নিজেই মনে মনে কিছুক্ষণ হাসলাম।
+ + ভাল লাগা।
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৪৯
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস আপনি বিবাহিত অথবা ফ্যামিলির সাথেই থাকেন বাসায়,নাহলে এক ব্যাচেলরের এহেন দুঃখে কিছুতেই এত মজা পাইতেন না ভাই
৩| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫১
কিউপিড রিটার্নস বলেছেন:
ব্যাচেলের বলে কি আমরা গরুছাগল? আমাদের কি জীবন নাহ?
৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫৮
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: ওরা বোধায় আমাদের গরু ছাগলই ভাবে গরু ছাগল যেমন ছাদে উঠে না,তেমনি ঢাকা শহরে ব্যাচেলরাও ছাদে উঠতে পারে না (উঠতে দেয়া হয় না)।ওরা বোঝে না কেন,আমাদেরো যে ফ্যামিলি আছে :/
৪| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে!!
৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৪
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন:
৫| ৩০ শে মে, ২০১৫ রাত ১১:৩৮
শঙ্খচিল_শঙ্খচিল বলেছেন: তারা ভাবে তারা কখনোই ব্যাচেলর ছিলেন না! ব্যাচেলর দেখলেই নাক সিটকায়, হায়!
৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৩
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: কিছু দিন আগে কয়েকজন গেস্ট নিয়ে ছাদে গেছিলাম,সেভেন্থ ফ্লোরের একজন কি বাজে ব্যবহারটাই না করছিলো রে ভাই
৬| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৩৪
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: আসেন ভাই, হাত মিলাই
৩১ শে মে, ২০১৫ রাত ১১:১৫
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন: ব্যাচেলর ব্যাচেলর ভাই ভাই ,আসেন ভাই হাত মিলাই
৭| ৩১ শে মে, ২০১৫ রাত ৯:৩০
সকাল রয় বলেছেন:
৩১ শে মে, ২০১৫ রাত ১১:১৭
মোঃরোকনুজ্জামান রোকন বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৫ রাত ৯:২৫
বাকপ্রবাস বলেছেন: