নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাবে কবি\nবিলীন হবে কাব্য\nবলছে বাস্তবতা\nএটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন

হারিয়ে যাবে কবি বিলীন হবে কাব্য বলছে বাস্তবতা এটাই ভবিতব্য

মোঃরোকনুজ্জামান রোকন › বিস্তারিত পোস্টঃ

পরজীবী আত্মা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

কোন এক সুহাসিনীর বুকে,
পাথর চাপা পড়ে আমার মৃত্যু হয়েছিল আজ থেকে বহুকাল আগে!
তার বুকের সুপ্ত আগ্নেয়গিরির শীতলতা আজও গলতে দেয়নি আমার লাশ।
আমি যেন মরে গিয়েও শ্বাসক্রিয়া অব্যাহত রেখে লাশ হয়ে স্বাচ্ছন্দে বেঁচে আছি!

আমার মৃত্যু সংবাদ পায়নি কেউই;
না কোন শকুন,না কোন শেয়াল।
আমার মৃত্যুর আর্তনাদ শোনেনি কেউই;
না সেই হিম বাতাস,না কোন দেয়াল।

সে এক বড্ড নীরব নীরস মৃত্যু ছিল!
আমি তো এমন মৃত্যু চাইনি!
আমি তো চেয়েছিলাম,
আদিম আমাজান হতে তার জন্য বুনো ফুল আনতে গিয়ে আমার মৃত্যু হোক!
অথবা
ভারত মহাসাগরের অতলে ডুব দিয়ে তার জন্য আড়াই কিংবা তিন লক্ষ বছর পুরোনো কোন মুক্তো খুঁজে আনতে গিয়ে আমার জলজ মৃত্যু হবে,এই ছিল আমার নূন্যতম প্রত্যাশা।

এমন অপ্রত্যাশিত মৃত্যুতে আমার বিদ্রোহী আত্মা শরীর ছাড়তে রাজি নয়।
আমিও কলিযুগে এসে এমন অহেতুক মৃত্যুকে আশকারা দিতে পারি না!
এমন গতানুগতিক মৃত্যু আমি কখনোই চাইনি।

তার হিম বুকের কসম,
আমি বেঁচে থাকবো তার ক্ষীন দীর্ঘশ্বাস হয়ে।
তার বুকের উষ্ণতার কসম,
আমার লাশে ভর করা আমার অতৃপ্ত আত্মাই হবে তার ফুসফুসে আটকে যাওয়া সেই মৃত্যুশ্বাস!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.