![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষে মানুষে কেমন যেন বিভেদ তৈরি হয়ে যাচ্ছে।
সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্যারিয়ারের ধারণা পাল্টাচ্ছে। অতীতে যে ক্যারিয়ারের কোনো অস্তিত্বই ছিল না, এখন তার জয়জয়কার। আবার অনেক পুরনো ক্যারিয়ার নতুন করে সাজছে। এ লেখায় থাকছে আধুনিক পাঁচটি ক্যারিয়ারের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. ট্রান্সলেটর
এখন গ্লোবালাইজেশনের যুগ। তাই এক ভাষার লেখা কিংবা কথা অন্য ভাষায় ভাষান্তর করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নির্ভুলভাবে ভাষান্তর যারা করতে পারেন, তাদের অত্যন্ত ভালো চাহিদা রয়েছে। সহজে এ কাজটি শেখা যায় না। এজন্য প্রয়োজন হয় যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার।
বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান ইত্যাদিতে চাহিদা রয়েছে ট্রান্সলেটরের।
২. বিজ্ঞাপন প্রফেশনাল
বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির কদর দিন দিন বাড়ছে। এ অবস্থায় বিজ্ঞাপনের নানা কাজে জড়িত মানুষের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। শুধু টিভি ও প্রিন্ট মিডিয়া নয়, অনলাইনসহ আরো নানা ক্ষেত্রে বাড়ছে বিজ্ঞাপন প্রফেশনালদের কদর। বিজ্ঞাপনের এ বাণিজ্যিক ক্ষেত্রে যারা প্রবেশ করবে, কিছুটা অভিজ্ঞ হলেই তাদের ভালো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞাপন প্রফেশনালদের কাজের জন্য মিডিয়া প্ল্যানিং অ্যান্ড বায়িং, প্রোডাকশন, ডিজিটাল মার্কেটিং, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশন, চ্যানেল মার্কেটিং, রেডিও, পিআর ইত্যাদি ছাড়াও বহু ক্ষেত্র রয়েছে।
৩. অ্যাকচুয়ারি
বীমার ঝুঁকি বিষয়ে হিসাব করার কাজ করে এ পেশাজীবীরা। এ ধরনের ব্যক্তিরা মূলত তাদের অংক কষার দক্ষতা ব্যবহার করে সম্ভাব্যতা, ঝুঁকি ইত্যাদি নির্ণয় করে। তাদের নির্ণীত এ ঝুঁকির মাত্রা প্রতিষ্ঠান ব্যবহার করে বীমার প্রিমিয়াম ও অন্য আর্থিক বিষয়গুলো নির্ণয় করে। এটি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় সিদ্ধান্ত গ্রহণেও কাজে লাগে।
৪. আইটি প্রোগ্রামার
অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কম্পিউটারের অ্যাপ্লিকেশন নির্মাণ ও সংশোধন করেন। তারা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কোডগুলো লেখেন। এ কাজের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও অন্য সফটওয়্যারগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। পাশাপাশি বিশ্লেষণী ও যুক্তি ক্ষমতা থাকা আবশ্যক। কাজ ঠিকঠাক শিখতে পারলে এ খাতে কাজ করে বিপুল অর্থ আয় করা সম্ভব।
৫. ভেটেরিনেরিয়ান
প্রাণীদের নানা রোগের চিকিৎসায় ভেটেরিনেরিয়ানরা কাজ করেন। এক্ষেত্রে চিকিৎসায় আপনাকে প্রাচীন ধ্যান-ধারণা নয়, আধুনিক নানা পদ্ধতির সমন্বয় করতে হবে। আর এ কাজে সাফল্য পেতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সঠিকভাবে কাজটি আয়ত্ব করতে সক্ষম হলে আপনি যথেষ্ট অর্থ আয় করতে পারবেন। পাশাপাশি প্রাণীসেবা করার সাধ থাকলে তাও মিটিয়ে নিতে পারবেন।
অনেকের কাজে লাগতে পারে তাই
কালের কন্ঠ পত্রিকা হইতে শেয়ার
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
রাবার বলেছেন: নিজে লেখতে পারিনা তাই শেয়ারই ভরসা
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
টরপিড বলেছেন: এখানে মাত্র কয়েকটা উদাহরণ, এর বাইরেও অসংখ্য নতুন নতুন ক্ষেত্র আছে, যেগুলো খুবই সম্ভাবনাময়। তথাকথিত ডাক্তার-ইঞ্জিনিয়ার ধ্যনধারণার বাইরে এসে ভিন্ন কিছু ভাবা যদিও আমাদের জন্যে এখনো কঠিন।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
রাবার বলেছেন: তথাকথিত ডাক্তার-ইঞ্জিনিয়ার ধ্যনধারণার বাইরে এসে ভিন্ন কিছু ভাবা যদিও আমাদের জন্যে এখনো কঠিন।
একমত ভাই
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: এ পাঁচটির একটিও আমার সম্ভব নয়। এক এই ট্রান্সলেটর পদটি চেষ্টা করে দেখা যেতে পারে।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
রাবার বলেছেন: আমার লিগা কুনোটাই সম্ভব না আফা
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শেয়ার ।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮
রাবার বলেছেন: থেংকু ভাইজান
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২০
প্রামানিক বলেছেন: পোষ্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: শেয়ারে ধন্যবাদ ।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
উর্বি বলেছেন: ভালো লাগল
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
খায়রুল আহসান বলেছেন: কিছু উপকারী তথ্য শেয়ার করলেন। হয়তো কার না কারো কাজে লাগবে।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ , ভালো থাকবেন।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
ডরোথি গোমেজ বলেছেন: শেয়ার ভালই, কিন্তু কোনটাই কাজে লাগানোর উপায় নাই।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০০
চাঁদগাজী বলেছেন:
গার্মেন্টস এর দর্জিদের কি অবস্হা ভাইজান?
১২| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: ভাল লেখা।
এবার নতুন লেখা দিন।
১৩| ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
ঐন্দ্রিলা নিশাত বলেছেন: ভালো
১৪| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
কল্লোল পথিক বলেছেন:
পোষ্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: কালের কন্ঠ পত্রিকা হইতে শেয়ার।
চমৎকার শেয়ার।