নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

হারানো সুখ

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৮

হারানো সুখ

By…নিশিথের নিশাকর





জীবনের পথ ধরে খুঁজে বেড়াই অচেনা অজানা সুখকে।

কিন্তু কোথাও কি দেখা মেলে তার?

সে যে দিয়েছে আমায় ফাঁকি,

যাকে ভেবেছি মনের সুখ পাখি।



“নিশ্চিত মৃত্যু জেনেও অনিশ্চিত পথ ধরে হেটে চলেছি পাগলের বেসে।

এভাবে সুখ খোঁজা আর আকাশে সাদা কাক খোঁজা প্রায় একই।

এক বিন্দু সুখের আশায় এক সিন্ধু কষ্ট পাওয়া হল কত।

কেউ তো জানে না এই হৃদয় আজ ক্ষত-বিক্ষত”।



জীবনের কাছ থেকে জীবনেরই পাওয়া যত স্মৃতি,

অবশেষে দুঃখ-যন্ত্রণা আর কান্না মনে পেয়েছে স্বীকৃতি।



আমি আজও খুঁজি সেই স্বাধীন পাখি,

যে একদিন আমাকে দিয়েছে ফাঁকি।

যা ছিল না আমার চাওয়া,

আজ কেন সেই কষ্ট হল আমার পাওয়া?



সমাপ্ত...............।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.