![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
তুমি জানতে চাও .
By …. নিশিথের নিশাকর
তুমি চেয়েছিলে জানতে কেন আমি চাঁদ,
সেও আবার মেঘের আড়ালে লুকানো।
শুনে কষ্ট পাবে জেনেও বলছি......
আমার জীবনটা এক কষ্টের কারাগার,
নিঃসঙ্গ আর একাকিত্তের যন্ত্রণায় ভরে গেছে আমার অতীত ও বর্তমান জীবন।
আকাশের দিকে দেখো.........
চাঁদটা মেঘের আড়ালে থেকেও কি অদ্ভুত আলো দিয়ে যায় ধরণীর বুকে।
যে আলোকে সাক্ষী রেখে কত প্রিয় তার প্রিয়ার হাত ধরে পথ চলে।
আমি সেই মেঘের আড়াল থেকে তোমাকে ভালবেসে যাই।
সে কথা তুমি না জানলেও মেঘ জানে।
কষ্টের সাথে সন্ধি আমার,
কখনো তোমার সাথে মিল, খোঁজো না আমার।
নিশিতের নিশাকর হয়ে ভালবেসে যেয়ো আমায়।
পারবেনা লুকাতে তোমায়।
“নদী যেমন করে খুঁজে মোহনা,
আমি তেমন করে খুঁজে বেড়াই তোমাকে।
আজব হল দুজনের একই আকাঙ্ক্ষা,
তোমাতে মিলিত হওয়ার অভিপ্রায়”।
কতটুকু বুঝলে আমায় জানলেই বা কি?পরিশেষে...
অতীত রইল অতীতের কাছে এখন তুমি থাকো আমার পাশে।
অনেক তো হল এবার বল ভালোবাসো মোরে?
যে ভালোবাসা মুক্তি দেয় এই আমায়...............
সমাপ্ত.....................।
©somewhere in net ltd.