নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালোলাগা

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

অসমাপ্ত ভালোলাগা

BY…নিশিথের নিশাকর



আজ আঁখিকে খুব মনে পরছে।কেন যে ঐদিন কোঁথা থেকে কি হল বুঝতে পাচ্ছি না।আমার ছোট্ট একটা ভুলের মাশুল কঠিন অংকে মিলছে।

আঁখি অসুস্থ তাই তার যেন একা একা না মনে হয় সেজন্য নিজেও সেরাতে ঘুমাইনি।ভেবেছি কি করলে সে খুশী হবে কেননা আমার কাছে তার খুশী থাকাটা খুব জরুরী ছিল।কথা শুরু করেছি রাত ১০ টায় শুরুটা অনেক ভালো ছিল কেননা আঁখিও আমাকেই কল দিচ্ছিল।আমার কল পেয়ে অনেক খুশী হয়েছে।অনেক বিষয়ে কথা হল আর কথা শেষ হল রাত ৪ টায়।

আঁখিকে আমার খুব ভালো লাগে তাকে আমি দেখিনি।আমাদের ফোনেই পরিচয় ফোনেই বন্ধুত্ব।আঁখিকে আমি ভীষণ ভালবেসে ফেলেছি কিন্তু বলার রাস্তা নেই।কেননা সে আমার বন্ধু।আঁখিও মনে মনে ভালবাসে কিন্তু প্রকাশ করে না।কেন করে না, তা আমি আজো বুঝতে পারলাম না।হয়তো মেয়ে বলে।আমাদের পরিচয় দুবছর হল।কিন্তু আজো তাকে বোঝাতে পারলাম না আমার ভালো লাগাটা।একদিন কথা না হলে আঁখির ভালো লাগে না।একদিন আঁখি বলল আর কোন দিন রাতে কথা বলবো না।আমি বললাম কেন।উত্তরে বলল সারা রাত কথা বললে পরের দিন খুব কষ্ট হয়।আমার খারাপ লাগলেও বললাম ঠিক আছে বল না।রাতে আমি আর কল দিলাম না, হঠাৎ রাত ১১ টায় আঁখি কল দিলো।আমি বললাম কি কোন সমস্যা এতো রাত জেগে আছো,পরে সমস্যা হবে না?আঁখি বলল না হবে না, তাছাড়া আমি ৯ টায় ঘুমিয়েছি এখন ঘুম ভাঙ্গল তাই দেখলাম ঘুমিয়েছো না কি?ঘুম না ভাঙ্গলে কল দিতাম না।আমি একটু হেসে বললাম তাই না কি?আঁখি বলল তোমার কি মনে হয় তোমার সাথে কথা বলার জন্য জেগে আছি।আর বাকী সব মিথ্যা বলছি?আমি আবার হাসলে আঁখি খুব রেগে গেলো অনেকটা ধরা পরা মানুষের মতো।আমি কখনো একটু অসুস্হ হলে আঁখি আর কোন কাজ করতো না বার বার কল করে এক প্রশ্ন হাজার ভাবে উপস্থাপন করতো ””এখন কেমন লাগছে”” খুব মাথা ব্যথা করছে?হাজার প্রশ্ন করতো।সারা রাত একটু পর পর বলতো কখনো ভেবনা তুমি একা কারণ আমি তোমার সাথে সব সময় আছি।যখনি ডাকবে তখনি পাশে পাবে।আমি অনেকক্ষণ পর ছোট করে মিছ কল দিলাম।আঁখি এতো তাড়াতাড়ি ব্যাক করলো মনে হয় কল দেয়ার জন্য রেডি হয়ে ছিল।আখি বলছে কি ভাবছো-ঘুমিয়েছি না, ঘুমাইনি বেশি কথা বললে তোমার কষ্ট হবে তাই একটু পর পর অল্প সময় কথা বলি।মনে হয় মুখোমুখি থাকলে ভালো হত।একটু আড়াল হলেই দুজনের খোঁজা শুরু হয়...যাক সে সব কথা, যা বলতেছি।ঐ রাতের শেষের কথা গুলো আজো মনে পরছে।আখির পেট ব্যথা দুদিন থেকে তাই আজো তাকে সঙ্গ দিচ্ছি।হঠাৎ আখির ছোট বোন ঘুমের ঘোরে আখির পেটে লাথি মেরে ফেলে তাতে আখির পেটের ব্যথাটা প্রচণ্ড ভাবে বেড়ে যায়।আমি না বুঝে তা নিয়ে মজা করে বলেছি আমার যদি ছোট ভাই বা বোন সারা দিন লাথি মারত তাহলে একটুও কষ্ট পেতাম না, এমন অনেক ফান করেছি।আসলে তখন আমি ভুলেই গেছি পেটের ব্যথার জন্য আখি দুদিন ধরে বিছানায় পরে।আমার কথা চলা সময় ব্যথায় আখির দম বন্ধ ছিল তাই নিঃশ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলল তুমি আমার সাথে মজা করছ?আমি অসুস্থ জেনেও এমন মজা করতে পারলে?আমার কতো কষ্ট হচ্ছে জানো?আমার ব্যথা তুমি বূঝবে না।আমার মনে হল আখি কাঁদছে না আমার বুকে তীর মারছে।বুকটা চিড়ে দিতে মন চাচ্ছে কিন্তু উপায় নেই।আর এই কষ্ট এতটা লাগলো আমি কল কেটে দেই।সত্যি বলছি ফোণ কেটে অনেক কেঁদেছি।নিজেকে ক্ষমা করতে পাচ্ছিলাম না।তাই একটা এস এম এস দিলাম –

সত্যি আমি না, বুঝতে পারিনি আমায় ক্ষমা করে দিয়ো।

পরে আখি কল দিলো কিন্তু কল ধরার সাহস হল না।কেননা সারা রাত যাকে খুশি রাখার চেষ্টা করেছি শেষে আমার জন্য তার চোখে জল।মানতে খুব কষ্ট হচ্ছে।তাই আর ফোন ধরলাম না।পরের দিন সকালে কল দিলাম ফোন বন্ধ।আজ এক মাস হল আখির সাথে কথা হয় না।তাহলে আখি কি আজো আমাকে ক্ষমা করতে পারেনি?যতো সময় যাচ্ছে মনে হচ্ছে মোমের মতো নিঃশেষ হয়ে যাচ্ছি।বাসায় সবাই ভাবছে আমি পাগল হয়েছি।কেউ বলে ভূতে ধরেছে কবিরাজ দেখাতে হবে।

আর আমি বলি আখি তুমি এতটা নিঠুর হও না।আজ নিজেকে মনে হচ্ছে আমি জেনো মেঘে ঢাকা চাদের মতো।মেঘের আড়ালে আখিকে খুঁজে মরছি।ধুকে ধুকে।Please come back.



“মেয়েদের এই অভিমানে বলি হয় আমার মত অনেকের ভালবাসার মন।ভালোবাসায় এতো বেশি মনে নেয়ার কি আছে, যদি মেনে নেয়ার একটু অপশন থাকতো তাহলে হয়তো আমাকে ক্ষমা করতো”

ফোনে যদি কারো ভালোবাসা নাই হয় তাহলে শুরুটা কেন হয়? যার শেষটা একজনের চোখের জলে হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.