নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

বাবা ১

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

আজ আমার মন ভালো নেই।

অতীতের সাথে ছাড়া ছারি হয়েছে কবে............।

তবুও মাঝে মাঝে মনের ভিতরে উকি মারে হারানো কিছু .....................

আর তখন আমার পাশে আমার প্রিয় বন্ধু গান থাকে.........



“বাবা তোমার কথা মনে পরে।

তুমি আছো ঐ সুদূরে ...

তোমারও কি আমার মত করে, ব্যথাগুল শব্দ করে কাঁদে।

বাবা যে সময়ে ছিল প্রয়োজন, সেই সময়ে তুমি হয়ে গেলে অন্যজন।

বাবা তুমিও কি মায়ের মত, স্নেহ মায়া মমতায় জড়াতে পারনি আমাকে।

ও বাবা তুমিও কি মায়ের মত, সারা বিশ্বে আলোড়ন তুলতে পারো না”



মনে আছে দা বাবাটার কথা?

তার কাঁধে উঠে ঘুরেছি কত, তার বুকে মাথা রেখে ঘুমিয়েছি কত রাত।

আজ আর পারিনা দা, আজ হয়তো তার সান্নিধ্য লাভ সম্ভব না।

আচ্ছা.....................

যদি তাকে পাওয়া সম্ভব নাই হয়, তাহলে ইচ্ছা জাগে কেন দা?



ঐ মানুষটা কি একটা পার্ট পেয়েছে শুধু দিয়েই গেলো, নিজে কিছুই পেলো না।কিন্তু আমার যে তাকে কিছু দিতে ইচ্ছে করছে।মন চাচ্ছে তাকে বলি, তুমি থাকো আমার কাছে আমার ছেলে হয়ে।আমি তোমায় অনেক মজা এনে দেবো।কি থাকবে তো।



কে বলে দেওয়ালের কান আছে?

যদি তাই হয় তাহলে আত্মা ফেটে যাকে বলছি সে শোনে না কেন?কেন সে জীবনে অতীত .........?



বাবা তুমি ফিরে এসো, দেখো আমি আর কোন দুষ্টামি করি না।

তোমার জন্য মুছে ফেলেছি ভ্রান্ত গুলো।





লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.