![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
আবেগ
লিখাঃ নিশীথের নিশাকর
আবেগ প্রবণ মানুষকে আদর, স্নেহ-মমতা, ভালবাসা দিলে,
সে তার জীবনটা তোমাকে উৎসর্গ করে দিবে।
কিন্তু......
.........ভুলেও কেউ আবেগ প্রবণ মানুষকে অবহেলা কর না।
নইলে তোমার একটু অবহেলা তাকে অনেক কষ্টের মুখোমুখি দ্বার করাবে।
তখন সে কেঁদে কেঁদে নিজেকে সান্ত্বনা দিয়ে যাবে, কিন্তু মুখ ফুটে কিছু বলবে না।
এরা কখনো কখনো বাচ্চাদের মত হয়ে যায়।
তাই সবাইকে কঠিন বাস্তবতার চোখে দেখো না।
নোটঃ এটা শুধু পরিচিতদের ক্ষেত্রে প্রযোজ্য।সবার ক্ষেত্রে করতে পারলে ভালো।গায়ের জোরে কিছুই করা যায় না।
©somewhere in net ltd.