নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

মজার গল্প ১

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০



হেমায়েদপুর থেকে নবীনগর আসার জন্য “নিরাপদ” গাড়িতে উঠলাম, দুই মিনিট পর ভাড়া নিয়ে নিলো।তারপর সাভার এসে বাস প্রায় ফাঁকা হয়ে গেলো।পাঁচ ছয় জন যাত্রী তার মধ্যে আমি একজন।কন্ডাক্টর আর একটা বাসে উঠায় দিলো সাথে দেখায় দিলো যে একজন যাত্রী দিলাম।আমাকে বলল মামা টাকা দেওয়া লাগবে না, আমি দিয়েছি।





কিছুদূর গিয়ে পরের বাসের কন্ডাক্টর এলো......

- মামা ভাড়াটা?

- কেন ঐ বাসের লোকটা দেয় নাই?

- না, আপনার ভাড়া আপনি দেন।

বুঝলাম মিথ্যার সাথে পারা যাবে না, তাছাড়া পাশে মেয়ে আছে লজ্জার বিষয়।তাই বিশ টাকা দিলাম।হেয় আমাকে বারও টাকা ফিরত দিলো।মেজাজটা হয়ে গেলো হট।

- ঐ কন্ডাক্টর ...।

- কি মামা?

- ভাড়া কত রাখলে?

- কেন, আট টাকা।সাভার থেকে নবীনগর আট টাকাই তো।

- ঐ ব্যাটা আমি নবীনগর যাবো তোরে বলছে কে?

- .........।

- ব্যাটা কথা কস না কেন?বল ঐ বাসের ব্যাটায় কইছে।তোদের মারলে তো দোষ হয়, এই আট টাকার জন্য মিথ্যা বলতে লজ্জা করে না, চোর ব্যাটা।

* পাশের সিটের এক ভাই বলল- মারেন দুইটা।



মানুষ বেক্কল হলে কেমন লাগে দেখলাম।







লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.