![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
লাবণ্য,
By….নিশীথের নিশাকর
আজ কয়েক দিন ধরে বেশ অসুস্থ থেকে দুটো জিনিস বুঝতে পারলাম।
প্রথমত তোমার অনুপস্থিতি,
দ্বিতীয়ত অসুস্ততা ও একাকিত্তের যন্ত্রণা।
কষ্টগুলো কেন এমন হয় বলতে পারো?
তুমি নেই বলে তেমন কিছুই কাছে থাকে না,
মাঝে মাঝে স্মৃতিগুলোও না।
এমন সময় খুব আপন জনও খানিকটা পর হয়ে যায়।
হয়তো এ আমার ভুল ধারনা।
তবুও প্রিয় তোমাকে মিস করছি।
নিশীথে চাতকের মত চেয়ে থাকি শুধু তোমার ফেরবার অপেক্ষায়।
কবে আসবে বল, বুঝবে আমার জ্বালা।
আর কত নিশি কাটিয়ে ভোর দেখিব, এবার তোমার পালা।
সন্ধ্যা হলেই চেয়ে থাকি আকাশের দিকে...
ঐ পাখি গুলোর ফেরার গান বড্ড ভালো লাগে।
অবশেষে পাখিরাও গান থামিয়ে ঘুমিয়ে পরে আর আমি তখন অপেক্ষায় থাকি...
ভাবি এই বুঝি এলে মোর দাঁরে.........
যাকে ভাবি দিবা-নিশি ।
সুস্থতার লোভ পেয়ে বসেছে আমাকে,
মন্দ থাকার ইচ্ছা আর করে না।
কিন্তু ভালো থাকার কোন উপায় আমার জানা নেই।
আমি আছি আমার মত, তুমি থেকো ভালো।
©somewhere in net ltd.