নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

“সে এবং আমি”

২৩ শে মে, ২০১৪ রাত ১২:১১

“সে এবং আমি”



অনেক দিন আগের কথা, তখন আমি ছিলাম ভ্রাম্যমাণ এবং নিঃসঙ্গ।

কোথাও দারাবার বা কাউকে সঙ্গী করার ইচ্ছা আর সুযোগ, কোনটাই ছিল না।



এভাবে কি বেঁচে থাকা যায়!!!যায় না।

সে জন্যই অচেনা অপরিচিতা এক তরুণী এলো, জীবন নামের মিথ্যে মঞ্চটায়।

তার অভিনীত জীবনটা আমার পরাজিত জীবনের পাল ছেড়া নৌকার সাথে জোড়াতে।



তারপর............

সে এবং আমি।

আবেগের মায়ায় পরে অভিনয়ের কথা ভুলে, দুজন দুজনাতে মিশে যাই।

পরে............

সে এবং আমি= আমরা হয়ে যাই।

দুজনের দুটি দেহ একটি মন।কি অসম্ভব সুখ আর ভালো লাগা ছিল সে সময়টা।



অসময়ের একটা ছোট ঝড় এসে ভেঙ্গে দেয় আমরা কে।

অবশেষে পুনরায় সে এবং আমি হতে হয়।

কিন্তু............

দেহটা আমায় দিয়ে মনটা সে নিয়ে যায়।

তাকে তো বলতে পারিনি, ঠিক বলা হয়নি।

—ওরে পাগলি, মন তো তুই নিয়েই নিলি।একবার কি ভাবলি না, দেহে পচন ধরে।

তুই তো সুখেই আছিস।ভালোই আছিস।একবার তো আমার কথা ভাবতে পারিস।



মন হীন এই দেহটায় আজ বড় রোগ ধরেছে।

ভুল জিনিসে শূন্যস্থান পূরণ করা যায় ঠিকি কিন্তু তা সম্পূর্ণ হয় না।

আমার এই অসম্পূর্ণ জীবনে তাকে অনেকটা প্রয়োজন।

কেনও রে বুঝিস না, তোকে ছাড়া আমার যে ভালো লাগে না।

প্লীজ ফিরে আয়।চল আবার আমরা হয়ে যাই।





লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.