নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

লাবণ্য,

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:২৪

লাবণ্য,

কত দিন হয় তোমায় দেখি না, শোনা হয় না সেই মিষ্টি কণ্ঠস্বর।

তুমি কি আমায় পুরোপুরি ভুলে গেছো, না কি অভিমানের অবসান ঘটাতে পারনি।

আমিও পারিনি আমার আবেগি হৃদয়ের, তোমার দেওয়া অপমানের ক্ষত গুলো মুছতে।



রাগ থাকা ভালো কিন্তু মেয়েদের এতো রাগ থাকা ভালো না।

তুমি জানো, যে মেয়ে খুব বেশি রাগ করে,

সেই মেয়ে রেগে গেলে তাকে মানুষ কি বলে?

আমি তোমায় তা বলতে পারবো না, খুব বাজে একটা শব্দ।



নিজেকে খুব বুদ্ধিমান আর একাকি ভাবতে খুব ভালো লাগে।

তুমি সত্যিই একটা বোকা, একা কখনো সুখি হওয়া যায় না।

অনেকটা তালি দেওয়ার মত।

যেমন, এক হাতে তালি বাজে না,

তেমন একাকী থাকা গেলেও সুখি হওয়া যায় না।



জীবনে অনেক বাঁধা আর যন্ত্রণার সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত।

তাই চেয়েছিলাম তোমার পাশে থেকে সে ক্লান্তি ভুলে সুখি হবো।

কিন্তু সে স্বপ্ন কখনো পূরণ হবার নয়, এর জন্য তুমিই দায়ি।

জানি,

জীবন তোমাকেও অনেক কিছুই দেখিয়েছে।

তাই চেয়েছিলাম সব কষ্টের অবসান ঘটাতে,

কিন্তু তোমাকে বোঝাতেই পারলাম না কতটা ভালবাসি।



তুমি কি কখনোই বুঝবে না আমার ভালোবাসা।

আসবে না ফিরে, আমি এখনো স্বপ্ন দেখি তোমায় ঘিরে।







লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.