নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

বালিকা

২৭ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩

স্বপ্ন বালিকা,



আজ আমার কি হল বুঝতে পাচ্ছি না।

প্রতিটা মুহূর্তে জেগে জেগে স্বপ্ন দেখে যাচ্ছি।

বার বার নিজেকে অন্য কারো মাঝে হাড়িয়ে ফেলছি।

কিন্তু কল্পনার বাহিরে নেই তো কোন সুন্দরী, যাকে আমি ভালবাসি।

যাকে ভাবি সে তো কল্পনায় দেখা অপরূপ মায়াবি এক কুমারী।

মন চায় ভাবনাকে বলি, আমি যে তার প্রেমে পড়েছি.......!!!!!!!



তাকে ভেবে আমার যত নির্ঘুম রাত্রি যাপন।

কি করে বোঝাই, সে ছাড়া আর কেউ নেই আমার।

পারিনা ভুলে এক সেকেন্ড থাকতে, একি হল আমার।

সময় কাটে হতাসায়, আর কেউ নয় তার শূন্যতায়।

তুমি তো জানো রে প্রিয়,

তোমায় ভেবে নিশি কেটে, প্রভাত হয় মোর।

তুই চাইলে, আমি হব তোর।





লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.