নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৭

মানব জাতির ধর্ম হল বিপদে পরলে সহানুভূতির অপেক্ষা করা।যখনি জীবনের গতি অস্বাভাবিক হয় তখনই প্রথম আল্লাহ্‌ কথা মনে পরে।তারপরে কিন্তু খুঁজে তার আপনজনদের।খুব সমস্যার মুখে দাড়িয়ে ভাবে যদি কেউ একটু সান্ত্বনা দিতো।ভুলেও যদি কেউ জানতে চাইতো, কিসের এত কষ্ট তোমার।ব্যথা গুলো কেন লুকিয়ে হাসও।



কেউ কেউ এমন কিছু প্রত্যাশা করে যা টাকার বিনিময় হয় না।তাই টাকা মানুষের চাহিদা মেটাতে পারলেও শান্তি দিতে পুরোপুরি সক্ষম হয় না।বরং অধিক টাকা মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয়।আর ভালোবাসা বাচিয়ে রাখে সব সময়।



মানুষ যখন অসুস্থ হয় তখন নিজেকে খুব অসহায় আর বঞ্চিত মনে করে।খুব বেশি যন্ত্রণায় পরে অবশেষে মৃত্যুর কথা ভাবে।কেন জানেন, কারন তখন তাকে সঙ্গ দেওয়ার কেউ থাকে না।এ অবস্থায় পরলে বেশি সময় অভিমানটা বেশি হয়।মনের চাওয়ার শেষ থাকে না।আর যদি তাকে সেবা করার কেউ থাকে তাহলে হয়তো এতকিছু মনে আসে না।যারা প্রেমে পরে নাই তাদের মায়ের কথা মনে পরে আর যাদের প্রেমিকা আছে তাদেরও মায়ের কথা মনে পরে কিন্তু প্রেমিকার কথাই বেশি ভাবে।আসলে মানুষের অসুস্থ হওয়াই ঠিক না শুধু শুধু কষ্ট পেতে হয়।





লিখাঃ নিশীথের নিশাকর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.