![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।
আমরা যখন ছোট তখন আমাদের বড়রা মানে ভাইয়া, আব্বু, আম্মু আপুরা কোলে নিতো।কাঁধে নিয়ে পারলে সারাদিন ঘুরাতো কখনো চোখ বড় করে তাকাতো না।
কিন্তু আমরা যখন একটু বড় হই তখনও তারা আমাদের বড়রাই থাকে।সব ঠিক থাকলেও বদলে যায় তাদের ভালবাসার বহি প্রকাশ।
এখন তারা সামনে পেলে খালি বকা বকি করে আর আমাদের পিছনে গিয়ে অন্য কাউকে দিয়ে খবর নেয় আমরা কেমন আছি।
বড়দের এই ভালবাসায় আবেগ প্রবন ছেলে-মেয়ের মনে খুব কষ্ট দিয়ে যায় বড়রা।ছোটরা এখন বুঝতে না পারলেও বড়দের যায়গায় যেদিন যাবে সেদিন বুঝবে।কিন্তু এত দিন ছোটরা অপেক্ষা করে, বড়দের একটু সহানুভূতির।উহু বড়রা ইহা বুঝেও করে না।
কেন করে না, বলতে পারেন?
লিখাঃ নিশীথের নিশাকর
©somewhere in net ltd.