নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

নিশিথের নিশাকর

জীবনের এক চরম পর্যায় মানুষকে একটা উত্তরহীন প্রশ্নের সামনে দাঁড়াতে হয়।আমার কষ্ট গুলো ঐ প্রশ্নের মধ্যে জড়িয়ে আছে।মরণশীল পৃথিবীতে চলে যাওয়া মানুষগুলোকে বড় বেশি মনে পরে।যাকে ভোলা যায়না শত সুখে-দুঃখ।লিখালিখি করি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। জীবনের থেকে বেশি ভালবাসি বাবা-মাকে।

নিশিথের নিশাকর › বিস্তারিত পোস্টঃ

বর্তমান ভালোবাসা

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

মেয়ে দূর থেকে ভালোবাসো, তাহলে ভালো থাকবে।

ভালবাসার মানুষটির কাছে যেও না, ধর্ষিত হবে।



প্রেম পবিত্র এক বন্ধনের নাম যার কোন সম্মান এই তরুণ প্রজন্মের কাছে নেই।কোন এক কবি বলেছেন,

—যদি সুখি হতে চাও তাহলে সম্পর্কের সূতটা ছোট রেখো।

তিনি বলেছেন যে ভালবাসার মানুষটির কাছাকাছি থাকলে তার অনেক অনুভূতি জানা যায়, তাতে একটু সহানুভূতি হয়তো প্রেমিকের অনেক উপকারে আসতে পারে।তার জন্য প্রেমিকার প্রতি প্রেমিকের ফিলিংস আর সম্মান বেড়ে যাবে ফলে তাদের সম্পর্ক হবে মজমুত।

কিন্তু এটা ভুল, এখন আর সেই সময়ের প্রেমিক নেই।তাই সম্পর্কের সূতটা ছোট রাখার দরকারও নেই।



এখন যেই প্রেমে পরে, তাদের মনে একটা লালসা ঘুরে বেড়ায়।প্রেমিকার শরীরের গন্ধ নিয়ে প্রেমিক রাতে তাণ্ডব শুরু করে।আপনি যত ভালো ছেলেকেই ভালবাসেন না কেন, তার একটু কাছে আসলেই সে আপনার শরীর ছুয়ে দিবেই।পুরুষের হাত আর চুম্বকের আকর্ষণ একই।আল্লাহ্‌ প্রদত্ত এক ক্ষমতা আছে ছেলেদের শরিরে, যা মেয়েদের মাতাল করে দিতে পারে কয়েক মিনিটে।

এটা জেনো একটা নিয়ম হয়ে গেছে।প্রেমিক—প্রেমিকার সাথে কথা চলাকালিন, পাঁচ মিনিট পর থেকে যে কথাগুলো বলে তার ৯০% সেক্সুয়াল হয়।ফোনে হলে তো বিসমিল্লাহ্‌ বলেই শুরু করে, আজ একটু আসবে______।

এরকম শুধু একটা প্লে বয় করে তা নয়, প্রেমের রাজ্যের ভাষাই সেক্সি হয়ে গেছে।প্রেম করে ভালো থাকার কোন উপায় নেই।



আগে মানুষ—মেয়েটির টাকার মোহে ঘুরতো, কেউ তার রুপে দেওয়ানা, কেউবা প্রথম দেখায় মন গুজে দিয়েছে তাকে ছাড়া আর চলবেই না।তাদের লোভের একটা নির্দিষ্ট কারন ছিল।সে কারনে তারা বছরের পর বছর প্রেম করে বিয়ে করতো।



কিন্তু এখন—ছেলেদের লোভের কোন সিমা নেই।এরা পৃথিবীর সব সুন্দরীকে একাই ভোগ করতে চায়।তারা যখন কোন মেয়েকে নিজের করে পায়, তখন তারা ঠিক করে নিতে পারে না আসলে তারা মেয়েটির কাছে কি চায়।একটা অস্থির ভাবনা যার শেষটা কখনোই ভালো হয় না।বর্তমান সমাজ একটা নাম দিয়েছে ব্রেকআপ।আমার তো মনে হয় না সম্পর্কের শেষ আছে।



তাই সমস্ত নারীকে এটাই বলবো, ভালোবাসো কিন্তু ভালবাসার মানুষটিকে ততোটা দূরে রাখো যতটা দূরে থাকলে শরীরের টান মাথায় পৌঁছাবে না।



বিঃ দ্রঃ এই লেখায় সব ধরনের ছেলেই আছে তবে হাজারে একজন এখনো আছেন, যে সত্যি ভালবাসতে জানে।সে অবশ্যই চাইবে তার সম্পর্কের সূতটা ছোট হোক।কিন্তু পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হল মানুষ চেনা।মুখোশের আড়ালে কে কেমন বলা খুব কঠিন।কেননা সবার মুখের কথা একই, আমি তোমাকে ভালোবাসি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.