নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষায়...

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার

robot_eee

মানুষ হয়েও 'রোবট'। বিতর্কিত বিষয়ে এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার। তাই আমি Robot_eee

robot_eee › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের প্রথম সৌর শক্তিচালিত বিমান :D:D:D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০





আগামী ১ মে যুক্তরাষ্ট্রের এপাশ-ওপাশ উড়বে অতি হাল্কা ওজনের সপূর্ণ জ্বালানিবিহীন এবং সৌরশক্তিচালিত বিমান। আপাতত যাত্রী বহনের আশা করতে পারছেন না বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানটির প্রস্তুতকারকরা।



সম্পূর্ণ সৌরশক্তিচালিত বিমানটির বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে। ৭৪৭ জেটলাইনারের মতো পাখা, এর ওজন একটি স্টেশন ওয়াগনের সমান। আর এটি চলতে লাগবে স্কুটারের চাহিদার সমপরিমাণ শক্তি। বিমানটির পাখার সঙ্গে সোলার প্যানেল যুক্ত থাকবে। ভেতরে থাকবে লিথিয়াম পলিমার ব্যাটারি। বিমানটি দিনে সূর্য থেকে শক্তি নেবে আর রাতের জন্য শক্তি সঞ্চয় থাকবে ব্যাটারিতে। বিমানটি সূর্য ডুবে গেলেও সৌরশক্তি গ্রহণের ক্ষমতা রাখে।



উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার সিভিল-সামরিক বিমানবন্দর মফেট ফিল্ড থেকে উড়ে বিমানটি নিউইয়র্ক সিটি পর্যন্ত যাবে। মাঝে যাত্রাবিরতি নেবে টেক্সাসের ডালাস শহরে। তবে জুলাই নাগাদ অ্যারিজোনার ফিনিক্স, ওয়াশিংটন ডিসি, টেনেসির ন্যাশভিল ও জর্জিয়ার আটলান্টা পর্যন্ত রুট হবে বিমানটির। ১০ বছরের প্রচেষ্টার ফসল এ বিমানের আপতত দায়িত্ব দুই সুইস পাইলট বার্ট্রান্ড পিকার্ড ও আন্ড্রি বরশবার্গের হাতে।



বার্ট্রান্ড পিকার্ড জানান, বিমানটি একজন পাইলট বহন করতে পারবেন, তবে কোনো যাত্রী নয়। যাত্রী বহন না করলেও এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তিনি বলেন, “এখনই আমরা ২০০ যাত্রীসহ সৌরশক্তিচালিত বিমানের আশা করতে পারছি না। যেমনটি ১৯০৩ সালের আগে আশা করা যায়নি, মানুষ নিয়ে বিমান আকাশে উড়বে।” তিনি বলেন, “ভবিষ্যতে কী হবে আমরা বলতে পারি না। শুরু করেছি, দেখা যাক প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যায়।”



খবরঃ সায়েন্সটেক24.কম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.