নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো কথাবার্তা, অবাস্তব ভাবনা-চিন্তা

:)

রোবোট

মাথার ঘায়ে কুত্তা পাগল (মাঘাকুপা)- ডগ ম্যাড বাই হেডস ইনফেকশন

রোবোট › বিস্তারিত পোস্টঃ

অনুস্বাতে পাখি, বিসর্বতে বাসা

০৫ ই মে, ২০০৯ সকাল ৭:৫৬

আমরা প্রবাসী। যখন সদ্যজাত বাচ্চাকে ঘুম পাড়াতাম তখন দেখলাম ওকে কোলে করে নিয়ে হাটতে হাটতে গুনগুন করে গান গাইলে বাচ্চা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। (ডিসক্লেইমার- আমরা স্বামী স্ত্রী দুজনের কেউই গান জানিনা) তবে কি গান সেটাও ১টা ব্যাপার। এমনও হয়েছে বেডরুমের মধ্যেই ১ ঘন্টা হেঁটেছি, তাও পুচকির চোখে ঘুম নেই। ৫০-৬০-৭০ দশকের মেলোডি গান (বাংলা-ইংরেজি দুটোই) , রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশাত্নবোধক সবই চালাতাম। কিছু গান খুব হিট ছিলো যেমন "ফুলে ফুলে ঢলে ঢলে"।

আমার মেয়ের বয়স যখন ৯-১০ মাস তখনই বুঝতাম ও গান নকল করার চেষ্টা করছে। বছর খানেক হবার আগেই টুকটাক কথা শিখলো (যেমন- এ্যা পিততি) বাচচার মা বাবা দুজনেই হলো "বাবা"। "তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়" থেকে শিখলো "কাললালে"। ১৫-১৬ মাস থেকে ২ বছর বয়সে ভাষা শিখায় খাইলো বিরাট ডাববা। কোন অগ্রগতি নাই। মেয়ে প্রাণপণ চেষ্টা করলো বাবার ঐতিহ্য রাখতে (আমিও দেরীতে কথা শিখেছি)। ওর বয়সী বাচচারা যারা ওর চেয়ে কথায় পিছিয়ে ছিলো, তারাও কঠিন বাক্যালাপ শুরু করলো (২ বছরের ছেলে মাকে বলে "আম্মু তোমাকে খুব সুন্দর লাগছে" "আমি গরুর মাংস খাব")

আগেই দেশ থেকে কিছু বাংলা ছড়া গানের সিডি ছিলো। "নোংগর তোল তোল" শুনলে মেয়ে হাতটা উচুতে তুলে বলে "হোল হোল"। কি হোল কে জানে। হাত তুলে হোলো হলো বলতে হবে এটা শিখ গেছে দিবি (ডিভিডি) থেকে। "বায়স্কোপ" হলো বায়সসোপ, আরেকটা হিট গান। "তিংকা, তিংকা লিশাতা" গানটার কথাতো আমার আগের একটা পোস্টে বলেইছি।

আড়াই-তিনে শুরু হলো বিদ্যা চর্চা। অ-আ-ক-খ। অক্ষর চেনার একটা বই ছিলো। কোন এক বিচিত্র কারণে ব্যন্জন বর্ণের শেষের দিকের বর্ণ গুলাই তার পছন্দ হলো। ক খ চেনে না তবে বিসর্ব (বিসর্গ), অনুস্বাত (অনুস্বর), চন্নবিন্নু (চন্দ্রবিন্দু) এগুলায় কোন সমস্যা রৈলোনা।

একদিন দেখি জানালার সামনে দাঁড়িয়ে বলছে, "অনুস্বাতে পাখি, বিসর্বতে বাসা।" অনুস্বারের সাথে পাখির কি সম্পর্ক বা বিসর্গর সাথে বাসারই বা কি মিল কে জানে।

তিন বছর হবার পর শুরু হলো বাংলা ভোলার পালা। কারণ বাচচা এখন ডেকেয়ারে যায়। প্রবাস জীবনের আরেক যন্ত্রণা। ডেকেয়ারে সব বাচচারই ভাষা ইংরেজি। এখন মোট ৫-১০টা বাংলা বর্ণও চেনে কিনা কে জানে। রাতে ঘনটা চারেক সময়ে কি আর বাংলা চেনানো যায়। ভয় হয়, ভবিষ্যতে তো আরো খারাপ অবস্থা হবে, বিশেষত যখন স্কুলে যাবে। তখন তো বাসায় এসে হোম ওয়ার্ক।

প্রবাসীর মেয়ে, বাংলা আমাডের মত জানবে এটা কখনো ভাবতাম না, তবে আমরা যতটুকু ইংলিশ জানি ততটুকু বাংলাও জানবে না। তবে কি আমাদের মেয়েটাও আর দশটা প্রবাসী বাচচার মত ভাঙা ভাঙা বাংলা বলবে













(বানান বিশারদের যন্ত্রণায় বানান ঠিক করা হোল)

মন্তব্য ১০২ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:০৩

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: :(

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:০৫

রোবোট বলেছেন: কানদো ক্যান?

২| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:০৮

নুশেরা বলেছেন: একই অবস্থা। মেয়ের বাপ ৯০ মিনিটের ক্যাসেট হয়ে গেছিল এক বছরে। শেষ হওয়া মাত্র মেয়ের "ক্যাঁ"!

বিডিনিউজের কিডস পাতাটা দুর্দান্ত। বাংলা অক্ষর লিখতেও শিখে ফেলবে দেইখেন। কিন্তু গত একসপ্তাহ ধরে তাদেরকে ভাইরাসে ধরছে। পুরোপুরি ধরার আগেই টের পেয়ে মেইল করছিলাম। তারা গা করেনাই। এখন দেখি বন্ধ। আবার চালু হইলে কন্যারে ধরায় দিয়েন। আচ্ছা, কন্যার নামটা কী?

আমার মেয়ে বলে অনুস্বরে sad (দুঃখ) "চন্নোবিন্নু"তে moon :D
(অনুস্বার না রোবোট, অনুস্বর :P )

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:২৪

রোবোট বলেছেন: আমিও অনুস্বর জানি। পরে বানানটা ঠিক করবো। বিডিনিউজে গিয়েছি। পুরান হয়ে গেছে, এখন প্রিনসেস যুগ চলছে।

০৭ ই মে, ২০০৯ সকাল ৮:২২

রোবোট বলেছেন: গান কি সব মেয়ের বাবার কাছ থেকে শিখসো নাকি?

৩| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:১০

তনুজা বলেছেন: বাংলা ভোলার পালা আহারে

ও পারবে, বস দেখেন , মা বাবার অন্তরের টান থাকলে ছেলেমেয়েরা শিখে যায় , ভোকাল অন্যরকম হবে, কিন্তু বলবেই

এতে আর অবাক কেন , আজ দেশে বসে যারা আনন্দে গদগদ হয়ে যায় ছেলেমেয়ে বাংলা পড়তে না পারলে , প্রবাসী মা বাবারা তো দীর্ঘ-শ্বাস চেপে তবু ভাষার প্রতি ছেলেমেয়েদের টানটা তৈরি করেছেন


লেখাটা খুব টানে , পরে বলব আবার কখনও কখনও । এই পোস্টটা একজন মানুষের না একটা পুরো জেনোরেশনের হতাশার কথা বলে




০৫ ই মে, ২০০৯ সকাল ৮:২৬

রোবোট বলেছেন: বাংলা বলে "আমি ঘুমাইবে না, জাইগা থাকবে" টাইপ। এবার দেশে গেলে ১টা অটো বাংলা ক্র্যাশ কোর্স হবে আশা করি।


"লেখাটা খুব টানে , পরে বলব আবার কখনও কখনও । " এই লাইনটা বুঝলাম না

৪| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:১৬

শফিক আসাদ বলেছেন: আপনার বাবুটাকে খুব দেখতে ইচ্ছে করছে।

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

রোবোট বলেছেন: এই ব্লগে (আমি আর কোথাও ব্লগিং করিনা) এখনো নিজেদের ছবি দেয়ার কথা ভাবিনি। দিলে নিশচয়ই দেখবেন। ভালো থাকবেন।

৫| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

তনুজা বলেছেন: পোস্টটা রেখে দিয়েন মাঝে মাঝে কথা বলে যাব ---এই টপিকটায় কেন জানি খুব সেনসিটিভ

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

রোবোট বলেছেন: হুমম। রাখবো।

৬| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৩৫

টুশকি বলেছেন: পরে পড়ব রোবটাংকেল
টাইম নাই
দৌড়ের উপর, পরীক্ষা

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪৫

রোবোট বলেছেন: কি পরীক্ষা? বাংলা ২য় পত্র?

৭| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪১

ম্যাভেরিক বলেছেন: বড় মধুর লাগল আপনার বাচ্চার বিসর্ব, অনুস্বাত, চন্নবিন্নুর কথা। তবে মন খারাপ করার কিছু নেই, বাংলা'কে আরো উজ্জ্বল করার জন্য বিসর্ব, অনুস্বাতদের বিশাল ভূমিকা ও প্রয়োজনীয়তা সব সময়ই তীব্র অনুভূত হবে; হয়তো তাদের প্রচেষ্টার রূপ ও ক্ষেত্রটি পরিবর্তিত হবে। তাই বাংলার রূপ আর রঙটি যাতে তাদের হৃদয়ের ভাষা হয়, এটিই নিশ্চিত করাই, আমার মতে, আপনাদের মূল চ্যালেঞ্জ।

ভালো থাকুক আপনার মেয়ে, ভালোর দিকে নিয়ে যাক তারা দেশকে।

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪৬

রোবোট বলেছেন: হৃদয়ের ভাষা হবে এমন আশা করি না, বুঝে-লিখে-বলে-পড়ে কিনা সেটাই আসল

৮| ০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪৮

অচেনা সৈকত বলেছেন: চমৎকার লাগল। দেখবেন আপনার মেয়ে সুন্দর বাংলা শিখে যাবে। এরকম বাবা-মা থাকলে বাংলা না শিখবার কোন কারণ নেই।

০৫ ই মে, ২০০৯ সকাল ৮:৫০

রোবোট বলেছেন: দেখা যাক।

৯| ০৫ ই মে, ২০০৯ সকাল ৯:৩৪

আফরোজ_জাহান বলেছেন: এত চিন্তার কিছু নেই..সময় হলেই শিখে যাবে..ধন্যবাদ

০৫ ই মে, ২০০৯ রাত ১০:১১

রোবোট বলেছেন: চিন্তা না করে কি উপায়? ভাষা শেখার জন্য শৈশবের চেয়ে ভালো সময় আর কি আছে বলেন?

১০| ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:১২

আহমেদ রাকিব বলেছেন: বড় হলে শিখিয়ে দিয়েন। কি আর করবেন? বাংলা ছাড়া বাঙালীরা বাঁচতে পারবে না। আর যদি বেঁচেও যায়, অনেক কিছু মিস করে ফেলবে জীবনে। কারন আমরা

বাংলায় হাসি
বাংলায় কাঁদি
সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

ভাল থাকুন,
আপনার মেয়েটি অন্তত বেড়ে উঠুক বাংলায় ছায়ায়।

০৫ ই মে, ২০০৯ রাত ১০:১২

রোবোট বলেছেন: ভাষা শেখার জন্য শৈশবের চেয়ে ভালো সময় আর নাই রে ভাই

১১| ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:৩২

কাক ভুষুন্ডি বলেছেন: চাচ্চু, পিচ্কি গুলো যেরমৈ করুক্না কেন, ওদের অবসার্ভ কর্তে আমার যা মজা লাগে না......

০৭ ই মে, ২০০৯ সকাল ৮:১৮

রোবোট বলেছেন: হুমম কাকনি ১টা জরুরী ভিত্তিতে যোগাড় করে লাগে।

১২| ০৫ ই মে, ২০০৯ সকাল ১১:০৭

মানবী বলেছেন: "বিসর্ব , অনুস্বাত , চন্নবিন্নু " - খুব আদুরে উচ্চারন ছোট্টবাবুটার :-)

প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা অনেকেই কিন্তু আছেন স্পষ্ট বাংলা বলেন ও পড়তে জানেন। বাবা মা'র আন্তরিকতা ও ধৈর্য হয়তো এবিষয়ে বড় ভূমিকা রাখে, সেই সাথে বাঙালী বা বাংলাদেশী কমিউনিটির সাথে নিয়মিত মেলামেশা করা।



আপনার মেয়েটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ রোবোট।

০৫ ই মে, ২০০৯ রাত ১০:১৩

রোবোট বলেছেন: ধন্যবাদ। ব্লগে নিয়মিত হোন

১৩| ০৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৪৩

কঁাকন বলেছেন: চিন্তার কথা তবে ভাস্তির কল্পনা শক্তির প্রসংসা করতেই হয়

০৫ ই মে, ২০০৯ রাত ১০:১৩

রোবোট বলেছেন: হুমম যা বলেছ,

১৪| ০৫ ই মে, ২০০৯ রাত ৮:৪৪

ভাঙ্গা পেন্সিল বলেছেন: আহারে দেশ, আহারে বাংলা...দেশে থাইকা আমরা বাংলার মর্ম বুঝলাম না...

০৬ ই মে, ২০০৯ রাত ১০:১০

রোবোট বলেছেন: হ

১৫| ০৬ ই মে, ২০০৯ রাত ১২:২৪

একলব্যের পুনর্জন্ম বলেছেন:

মামা আজকালের পোলাপান ঢাকায় যে ভাষায় কথা বলে ঐটাও বাংলা হয় না ,বান্দি ভাষা

০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৭

রোবোট বলেছেন: উহু, হিংলা

১৬| ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৫৭

েজবীন বলেছেন: পরপর দু'টা দু'রকমের দারুন লেখা পড়লাম আপনার..... :)


ভালো থাকুন আদুরে কইন্যারে নিয়ে...

০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৫

রোবোট বলেছেন: ধন্যবাদ তোমাকে (পোলাপাইনরে আপনি ডাকার মানে নাই)

১৭| ০৬ ই মে, ২০০৯ সকাল ১০:৫৬

একলব্যের পুনর্জন্ম বলেছেন: মামা ব্লগে আসবেন যখন ১৫ নাম্বার কমেন্ট পড়া হয়ে গেলে মুছে দিয়েন ।



০৬ ই মে, ২০০৯ রাত ১০:০৩

রোবোট বলেছেন: হুমম মুছে দিলাম

১৮| ০৬ ই মে, ২০০৯ রাত ১০:১২

একলব্যের পুনর্জন্ম বলেছেন: না বান্দি ,এইটা বেশি অপমান লাগে :)

০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫৬

রোবোট বলেছেন: খালি বদামী চিনতা

১৯| ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫৩

টুশকি বলেছেন: আপনার যতগুলা লেখা পড়সি তার ভিতর সেরা লেখা এটা। আমিতো প্রথমবার এসে শিরোনাম দেখে ভাবসিলাম কোন গুরুগম্ভীর লেখা হয়ত, তাই প্লাস দিয়ে চলে গেসি। অনুস্বাতে পাখি, বিসর্বতে বাসা। কি সুন্দর একটা কথা! এটাকেই প্রথমবার ভাবগাম্ভীর্যপূর্ণ শিরোনাম মনে হয়েছিলো, এখন এটাকেই কি মিষ্টি লাগতেসে! বাংলা লেখা শিখাতে পারাটা তো দুঃসাহসের কাজ প্রবাসীদের জন্য। কিন্তু বাসায় যদি ওর সাথে বাংলায় কথা বলেন, আর ওকে বাংলায় উত্তর দিতে অভ্যাস করান, তাহলে দেখবেন বাংলা বুঝতে আর বলতে কোন অসুবিধা হবেনা। আপনারাও প্রবাসী? আমিতো আপনাকে এতদিন দেশবাসী ভাবসিলাম! কোন দেশে আছেন? আসলে প্রবাসে বেড়ে ওঠা বাচ্চাদের খুব বড় একটা সমস্যা হচ্ছে অপরিচিত একটা সংস্কৃতিকে অবলম্বন করে বেঁচে থাকা। বাঙ্গালী সংস্কৃতির চেয়ে বিদেশী সংস্কৃতিটাই ওদের কাছে আপন লাগে, কারণ সেটা তারা কাছ থেকে দেখে। এই সমস্যায় আমার অনেক বন্ধুবান্ধবদের ভুগতে দেখেছি যারা এখানে জন্মেছে। আমি সেজন্য চিন্তা করতেসি বড় হয়ে দেশে ফেরত যেতে না পারলে অন্য দেশে চলে যাব। আমার পরের জেনারেশন দেশীয় সংস্কৃতি নিয়ে থাকলেও, এর পরেরটায় হয়ত পুরাপুরিই বিদেশী হাওয়া লাগবে। বিদেশী হাওয়া খারাপ না, কিন্তু "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" কথা আছেনা? আমারও ঐরকম "যেন থাকে দেশী হাওয়ায়" ভালো লাগে।

০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫৫

রোবোট বলেছেন: বড় হয়ে মানে? তোমার বয়স কত?

২০| ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫৯

রোবোট বলেছেন: আজকে কন্যার চার বছর হলো।

২১| ০৭ ই মে, ২০০৯ সকাল ৮:৫৯

টুশকি বলেছেন: জ্বি বেশি না
দশের বেশি, চল্লিশের কম

০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০২

রোবোট বলেছেন: টিভিতে ১টা নাটক দেখসিলাম, এক মহিলার ডায়ালগ, "ঢাকা শহরে শাড়ির দোকানই আছে ১০ হাজার কি ৩৭ হাজার" সেইরকম ডায়ালগ দিলা। এরকম ডায়ালগের জন্যই তোমারে ভালা পাই।

২২| ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০০

টুশকি বলেছেন: কি! হ্যাপি বার্থডে টু প্রিন্সেস!

০৮ ই মে, ২০০৯ রাত ১১:২২

রোবোট বলেছেন: থ্যাংকস

২৩| ০৭ ই মে, ২০০৯ রাত ১১:০৬

রেজওয়ান শুভ বলেছেন: আঙ্কেল ... খবর কি ?? কেমন আছেন ??

০৮ ই মে, ২০০৯ রাত ১১:২২

রোবোট বলেছেন: ভালো

এই পোস্টের কথা বলেছিলাম বাচ্চার পোস্ট হিসেবে

২৪| ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: বদামী কি মামা ? বুঝি নাই তো :(

০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৫৮

রোবোট বলেছেন: মানে শয়তানি বুদ্ধি। :)

২৫| ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৩৮

রেজওয়ান শুভ বলেছেন: ও আচ্ছা ... তাইলে এইটা ... অনেক লেট কইরা দিলেন ...

০৯ ই মে, ২০০৯ সকাল ৮:৫৯

রোবোট বলেছেন: লেইটলতিফও আমার চেয়ে কম লেইট।

২৬| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:০৯

মুক্ত বয়ান বলেছেন: আংকেল..
প্রিন্সেসের জন্মদিনের শুভেচ্ছা দিতে লেইট করে ফেল্লাম। :(

০৯ ই মে, ২০০৯ সকাল ৯:১৪

রোবোট বলেছেন: নাহ, তেমন লেইট না।

২৭| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:২২

তনুজা বলেছেন: আপনার মেয়ে তো রবীন্দ্রনাথের বড় বোন খাইছে !!

০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৩৬

রোবোট বলেছেন: সপেনা যাতনা পোস্টে কখনো গেসিলা?

২৮| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:২৮

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ভাইরে এই তো দেখতাছি তুখার পোস্ট দিলেন!!!! খাড়ান একবার খালি বিয়া কইরা লই.. তারপর দেইখেন... আমার পোলাপান কেমনে বর্ণমালা শিখে আর কেমনে কথা বলা শিখে এইটা নিয়া একটা গবেষণা করুম... :) ....

আমার ছোট বোনের একটা মেয়ে হইছে... ওরে বইখলা রাখৈ ভাগ্নিরে মামা ডাকা শিখাইতে.. না পারলে দেশে ফেরার সময় বোনের আরা বোন জামাইয়ের জন্য কোন গিফট নাই!!! :) ... আী বুঝিনা ভাগ্না ভাগ্নিরা মামা ডাকা শিখা বাদ দিয়া আগে ভাগে মা-বাবা ডাকা শুরু করে ক্যান? :( X(

০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৩৬

রোবোট বলেছেন: স্বান্তনা অন্যদের আগে মামা ডাকে। ফুফুদের ভাগ্য বরং খারাপ। তোমার মত আমিও ভাবতাম। তারপর তো দেখলা অবস্থা।

২৯| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৪১

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু


ফিক ফিক

১০ ই মে, ২০০৯ সকাল ৮:২৯

রোবোট বলেছেন: আইজকালকার পুলাপাইন

৩০| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৪৪

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: না রে ভাই স্বান্তনা পুরষ্কারে মন ভরবো না... আমি ঠিক করছি ভাগ্না ভাগ্নিরে দেখায়া দিমু মামা কি জিনিস :) ... সত্য কথা হইল বড় হইলে আমি কি ভাগ্না ভাগ্নিই আমার খোজ নেওন লাগবো... আমি যে বাদাইম্মা এক মামা...

ভাগ্নিটার বয়স একবছর হয়ে যাবে মনে হয় (জন্মতারিখ/সাল ভুইলা গেছি :( )... এখনো দেখিনি... যখন দফেখা পাবো.. কে জানে খুশীতে হয়তো কোলে নিয়া আদর করতে জরতে মাইরাই ফেলুম...

চাচা হওয়ার খুশীতে বিবর্ণের পোস্ট

০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৪৮

রোবোট বলেছেন: ভাগ্নিটার বয়স একবছর হয়ে যাবে মনে হয় (জন্মতারিখ/সাল ভুইলা গেছি - এই কমেন্ট ভাগনি দেখলে তোমার খবর আসে? তুমি শিওর সে সামুতে ব্লগিং করেনা। এই কমেন্ট দিয়া পাবলিক টোমারে সারাজীবন ব্ল্যাকমেইল করবে। মুরুব্বির এই কথাটা মনে রাইখো।

৩১| ০৯ ই মে, ২০০৯ সকাল ১০:০২

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: আারে নঝ.. ভাগ্নিকিছুই কইবো না.. একটা মাত্র মামা... :) ... এই মামাতো সাত রাজার ধনের ও অধিক মূল্যবান :) ...

আার পাবলিক আমারে ব্ল্যাকমেল করতে চাইলে আরো অনেক স্কোপ দেই পাব্লিকরে :) ... আমার দুই বোনের মাঝে সবচে ছোট টা কোন ক্লাসে পড়ে আমি জানিনা... এইটাই বাচোয়া যে বড়টা পড়াশোনা শেষ করছে.. নাইলে তারটাও জানা থাকার কথা না... :) :(

আমার বোনেরা এইসব নিয়া আর মাইন্ড করেনা... কারন তারা বুইঝা গেছে যে আমি আসলেই খানিকটা বেখেয়ালি

১০ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

রোবোট বলেছেন: হ তাই ভাবো বৈসা বৈসা।

৩২| ০৯ ই মে, ২০০৯ সকাল ১১:৪৩

রেজওয়ান শুভ বলেছেন: আঙ্কেল .. নতুন পুস্ট দিসি ... ;)

১০ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

রোবোট বলেছেন: হুমম

৩৩| ১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

মোসতফা মনির সৌরভ বলেছেন: +, পিচ্চিকে আদর

১২ ই মে, ২০০৯ সকাল ৭:১৮

রোবোট বলেছেন: ধন্যবাদ

৩৪| ১২ ই মে, ২০০৯ সকাল ৮:২৩

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: একটা সিরিকাস কথা তো কইতেই ভুইলা গেছি... একবার দেখি আমার সবচে ছোট বোনটা বারান্দার গ্রিল বায়া বায়া উপরে উইঠা গ্রিলে ঝুইলা নিজে লিরিকস বানায়া গান গাইতাছে ''পাখি হুড়ে, বাতাস হুড়ে না'' (সে আবার 'উড়ে' শব্দটারে শুদ্ব বাংলায় 'হুড়ে' কয়া গাইতাছে :))... গানের এই ভাবের কথায় তো আমি ধন্দে পইড়া গেলাম- আরে পিচ্চি তো বিশাল ফিলসফিক্যাল ইস্যু লয়া গান বাধছে... B:-)

৩৫| ১২ ই মে, ২০০৯ সকাল ৮:২৮

রোবোট বলেছেন: হা হা প গে। বয়স কত তখন? এইটারে একটা পোস্ট বানায়া দাও

৩৬| ১২ ই মে, ২০০৯ সকাল ৮:৩৬

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ৩/৪ হইব আরকি... আরো কম হইতে পারে... বয়সের ব্যাপারটা ঠিক মনে নাই... তখন আমিই পিচ্চি :)... দিমুনে... কাজিন টাজিন সবগুলার ঘটনা মিলায়া একটা দিমু ছাইড়া :)

১৫ ই মে, ২০০৯ সকাল ৮:৪৯

রোবোট বলেছেন: হুমম। পোস্টের নাম হোক "পাখি হুড়ে, বাতাস হুড়ে না"

৩৭| ১৫ ই মে, ২০০৯ ভোর ৬:৪৭

কঁাকন বলেছেন: রোবট আঙ্কেল খবর টবর কি ?

১৫ ই মে, ২০০৯ সকাল ৮:০০

রোবোট বলেছেন: এইতো

৩৮| ১৬ ই মে, ২০০৯ রাত ১১:০১

তারার হাসি বলেছেন:
তবুও ভাল, অনুস্বাতে সামার, বিসর্বতে সামার ক্যাম্প বলে নাই।
আপনারা বাংলায় কথা চালিয়ে যান ওদের সাথে ...

১৭ ই মে, ২০০৯ সকাল ৯:৪৫

রোবোট বলেছেন: এখন সব ভুলে গেছে :(

৩৯| ১৬ ই মে, ২০০৯ রাত ১১:১৩

ট্র্যানজিস্টার বলেছেন: কিউট ওভারডোজ, মাথা ঘুরতেসে কিউটনেসের ঠেলায়।

সংস্কৃতি ছুইটা গেলে খারাপ লাগে, সত্য, একইসাথে সত্য, যে, যে দেশে থাকবে তার কালচারই বেশি তুলে নিবে সিকিআধুলিরা। বাংলা ভয়াবহ সুন্দর একটা ভাষা। নিজের ভাষা বলে বলছিনা... কিছু কিছু ভাষা শুনলে মন ভরে যায়। একেকজনের জন্য অবশ্য একেকরকম। স্প্যানিশ শুনলে আমার নোয়াখালি লাগে, জার্মান শুনলে চতুর্ভুজের মতো আকার দেখি, রাশান শুনলে লোহালাক্কড় মনে হয়। বাংলা শুনলে মন ভরে যায়। এইটা খারাপ লাগে যে বাচ্চাগুলো জীবনানন্দ মিস করবে... মানা শক্ত। শিম পাড়ার একটা কবিতা আছে না জীবুর? কাইন্দে ভাসায়া ফেলতে ইচ্ছা করে পড়লে - আহা, এইটা মিস করবে?

ফাউল বকবক করলাম, ক্ষ্যামা কইরা দিয়েন।

১৭ ই মে, ২০০৯ সকাল ৯:৪৬

রোবোট বলেছেন: নারে ভাই। সবার কাছেই নিজের ভাষা সুন্দর। শিম পাড়ার কবিতা আবার কোনটা?

৪০| ১৭ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৯

ট্র্যানজিস্টার বলেছেন: অসংখ্য সবুজ শিমে শিমলতা পাতা ভ'রে আছে:
শিম পাড়ি : -- মেয়েটিও আছে কাছে কাছে :
চার বছরের ছোট মেয়ে
কাঁপছিল হিমে :
আঁচল ফেলেছে ভ'রে শিমে :
জায়গা নেই যে এক তিল :
তবু সে বাড়ালো হাত --তারপর থেমে গিয়ে নিজ মনে বললে -- কেমন নীল
কেমন সুন্দর নীল শিমগুলো -----
ওই শিমগুলো , বাবা , গাছেই থাকুক।
নদীর মতন টলমল চোখে তাকালো সে --- তারপর মুখ
নামিয়ে সে চলে গেল....


বেলা শেষ হ'লে
শুনলাম ডুবে গেছে পুকুরের জলে ।
অনেক গভীর রাতে দেখা গেলো জোনাকি পোকার সাথে নক্ষত্রের তলে
শিমগুলো খেলা করে শিশিরের জলে :
আমাকে দাড়াঁতে দেখে বলে তারা : 'বুঝেছ তো কে এই জোনাকি ?'
'চিনেছো ? ' বললে রাতের লক্ষ্মীপাখি।



এই লিঙ্ক থেকে প্রাপ্ত।
Click This Link
কৃতজ্ঞতা: ফেরারী পথিক

১৯ শে মে, ২০০৯ রাত ২:৪৬

রোবোট বলেছেন: ধন্যবাদ

৪১| ১৯ শে মে, ২০০৯ দুপুর ২:৪৫

ফেরারী পাখি বলেছেন: আপনার লিংকটা পড়লাম। প্রত্যেক বাবা-মা'রই প্রচুর মধুর স্মৃতি থাকে তাদের সন্তানদের সম্পর্কে।
এটাই স্বাভাবিক। ভালো লাগলো।

ওর ছোটবেলায় আমি গান শোনাতাম, মেয়ে ঘুমাতো। একবার কি কারণে বাবা ঘুম পাড়ানোর জন্য যেই না মেয়েকে গান শোনানো শুরু করলো, মেয়ে সাথে সাথে বিকট চিৎকার।

যাই হোক, আমার ডে-কেয়ারে গেলেও, এখনও বেশ ভালো বাংলা বলে।

২০ শে মে, ২০০৯ সকাল ৯:০১

রোবোট বলেছেন: আমার মেয়েও বাংলা বলে। তবে "আমি এটা নেবো চাই" টাইপ।

৪২| ২০ শে মে, ২০০৯ সকাল ৯:১২

কঁাকন বলেছেন: নানা নতুন পোষ্ট আসিবে না ?:(

২০ শে মে, ২০০৯ সকাল ৯:২০

রোবোট বলেছেন: নাহ অতীতের পোস্টে কমেন্টাভাবের (কমেন্ট+অভাব) প্রতিবাদে পোস্ট রচনা সাময়িক বন্ধ।

নাহ, আসলে টাইমাভাব।

৪৩| ২১ শে মে, ২০০৯ ভোর ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: ও পারবে।

২১ শে মে, ২০০৯ রাত ৯:৩৮

রোবোট বলেছেন: হুমম।

৪৪| ২১ শে মে, ২০০৯ সকাল ৭:৫৫

রাশেদ বলেছেন: খাইছে! রোবোট আপা এতো সিনিয়র! :|

২১ শে মে, ২০০৯ রাত ৯:০৮

রোবোট বলেছেন: সারারাত রামায়ণ পড়ে সীতা কার বাপ?

৪৫| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:০১

নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: খাইছে! রোবোট আপা এতো সিনিয়র!




হায় হায়! আমি তো ভাইয়া মনে করতেছিলাম!! আউলার বিয়ার কমিটির খবর কিতা??

২১ শে মে, ২০০৯ রাত ৯:১০

রোবোট বলেছেন: সারারাত রামায়ণ পড়ে সীতা কার বাপ?সবাই ডাকে রোবোটাংকেল/রোবোটনানা। তাও যদি না বুঝে, কৈ যাই।

আউলার বিয়ার কমিটি অরথ কষটে আছে। ডলার-পাউন্ড লাগপে।

৪৬| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:০৩

রাশেদ বলেছেন: হায় হায়! আমি আফা মনে করতেছিলাম!!

২১ শে মে, ২০০৯ রাত ৯:৩৭

রোবোট বলেছেন: এই পোলা নাকি ২/৩ বছর ধরে বলগায়

৪৭| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:০৬

নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: হায় হায়! আমি আফা মনে করতেছিলাম!!




তাইলে কোনটা সঠিক??

৪৮| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:০৭

রাশেদ বলেছেন: নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: হায় হায়! আমি আফা মনে করতেছিলাম!!




তাইলে কোনটা সঠিক??

৪৯| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:১১

নরাধম বলেছেন:

ভাইজান/আফাজান আপনেই অহন এই ক্যারফার সমাধান দিতে পারেন।

৫০| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:১৪

রাশেদ বলেছেন: নরাধম বলেছেন:

ভাইজান/আফাজান আপনেই অহন এই ক্যারফার সমাধান দিতে পারেন।

৫১| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:১৫

নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: নরাধম বলেছেন:

ভাইজান/আফাজান আপনেই অহন এই ক্যারফার সমাধান দিতে পারেন।


ভাইজান/আফাজান কই গেলেন??

৫২| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:১৫

রাশেদ বলেছেন: নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: নরাধম বলেছেন:

ভাইজান/আফাজান আপনেই অহন এই ক্যারফার সমাধান দিতে পারেন।


ভাইজান/আফাজান কই গেলেন??




উনি ভেগে গেছেন। :P

২১ শে মে, ২০০৯ রাত ৯:৩৬

রোবোট বলেছেন: ভাগিনাই

৫৩| ২১ শে মে, ২০০৯ সকাল ৮:১৭

শাওন৩৫০৪ বলেছেন: দারুন তো লেখা...
নাহ, শিক্খা ফালাইবো বাংলা, বাংলাদেশি পিচ্চি না......অনেক শুভেচ্ছা নিয়েন।

২১ শে মে, ২০০৯ রাত ৯:৩৬

রোবোট বলেছেন: ধন্যবাদ

৫৪| ২২ শে মে, ২০০৯ রাত ১২:০০

রাশেদ বলেছেন: আফা যে আঙ্কেল হয়ে গেছে থা থো ঝান্তাম না! :P

৫৫| ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০৯

আমি পৃথিবী রচে যায় বলেছেন: শুনতে খুব ভালো লাগে যখন দেখি বিদেশীরা এসে বাংলাদেশে কি সুন্দর বাংলা বলে। আমার সাথে এমন কয়েকজনের দেখা হয়েছে হয়ত এখানেই কোথাও জব করে। খুব সুন্দর বাংলায় কথা বলেছে। আমার ভাইয়া কে বলাতে উনি বলেছেন অবাক হওয়ার কিছু নেই আমরাও তো বলছি ঠিক ওদের ভাষায় কথা ওদের দেশে গিয়ে।
আর আপনার মেয়ের দেহে তো বাঙ্গালীর রক্ত বহমান। দেখবেন রক্তের জোয়ারে হলেও একদিন বাঙ্গলা ঠিকই মুখ ফুটে বের হবেই...

১১ ই মার্চ, ২০১০ সকাল ১১:২২

রোবোট বলেছেন: বাংলা বলে খুব খারাপ। ইংরেজিও তাই। ডোন্ট পুট লোশন অন মাই পিঠ। বাংলা বলার চেয়ে পড়া-লেখার কথা বেশী বলছি। ২ বছর আগে প্রায় ২০-২৫টা বর্ণ চিনতো। এখন একটাও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.