![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো ফিরে তোমাতে - ভালবাসার ছবি একেছে - জীবনের মাঝপথে আজ আমি বসে, জীবন এর আলো আজ অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে।
পৃথিবীতে ঘুরে বেরাবার জন্য অক্সিজেন প্রয়োজন। ভুল।
আত্মার কি কোন অক্সিজেন লাগে? - লাগে না।
তাহলে উত্তর হবে বস্তুগত পৃথিবীতে ঘুরে বেরাবার জন্য অক্সিজেন প্রয়োজন।
শরীর ও আত্মা এক জিনিস নয়।
নভোচারীর যেমন স্পেস ওয়ার্ক করতে বিশেষ স্যুট' লাগে
তেমনি আত্মার এই পৃথিবীতে দৃশ্যমান বস্তু হিসেবে থাকতে হলে
বিশেষ এক স্যুট লাগে, সেটাই শরীর নামে আমরা চিনি।
সেটির আবার ব্যাটারি আছে।
হুম ব্যাটারি ছাড়া চলেনা।
টিভি চলতে যেমন ইলেক্ট্রিসিটি লাগে
তেমনি শরীর চালাতে শর্করা, আমিষ আর অক্সিজেন লাগে।
এ ব্যাটারির ব্যাকআপও এন্ড্রয়েডের মত বেশ কস্টলি।
৮ ঘন্টা পর পর ব্যাটারি চার্জ করতে হয়।
তাহলে বলো তুমি কি যাবে ঐ পৃথিবীতে
হুম যাবো
তাহলে এখানে শুয়ে পরো
আমি শুয়ে পরলাম
কিছুক্ষন পর দেখি কিছুই দেখতে পারছি না
ধীরে ধীরে গন্ধ, স্পর্ষ অনুভুতি পেলাম
কিছু একটা আমাকে ঘিড়ে ধরলো
৮ মাস পরে আমি বের হলাম পুর্নাং্গ মানুষ রুপে
একটা শরীরের মালিক রুপে -
তবে তার রয়েছে একটা নির্দিস্ট টাইম লিমিট
প্রসেসর হিসেবে ব্রেইণ যার
ভিতরেই ম্যামরি আন্ড র্যাম একই বিভাগে অন্তর্ভুক্ত
সামনে দুটো হাত
আর চলার জন্য আছে পা নামের অদ্ভুদ এক চাকা
যা ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত -
শরীরের সব অংশের নিয়ন্ত্রনের জন্য ব্রেনের আছে
বিশেষ এক ব্যাবস্থ্যা
ইলেক্ট্রনিক ডিভাইসের যেমন 'তার' থাকে
তেমনি ব্রেইনের রয়েছে স্নায়ুতন্ত্র
যার ভিতর দিয়ে প্রভাবিত হয় নিউরন নামক ইলেক্ট্রন
আরো আছে শিরা উপশিরা
যারা অন্যাংশ অংশে তারের মত লোহিত কনিকা বা শেত কনিকা
হয়ে শক্তি সরবরাহ করে।
এসব বুঝতে বুজতে দেখি
এক টেকো ভদ্রলোক আমাকে উল্টো করে ধরে
পাছায় থাপ্পর মারছে
আমি কেদে দিলাম -
তারপর কিছু দিন আমার মনে নেই
হটাৎ একদিন দেখি এক মহিলা আমাকে কোলে করে 'ভওওক্কা' দিচ্ছে
আদর করছে
ইনি কে ...?
ইনি আমার মা
যার গর্ভে আমার এ শরীরের জন্ম।
আর আমি তো মাত্র সাত দিনের শিশু
টাইম স্কেল নিয়ে আসছি এখানে
যতদিন এখানে থাকবো এটা একটু একটু
করে কমতে থাকবে
শেষ হলেই এ শরীরের হবে শেষ....।
(এটি আমার বিশেষ চিন্তার ফসল: কে আমি..?)
©somewhere in net ltd.