![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিগত জীবনে সুখের জন্য আমরা অনেকেই নানা প্রচেষ্টা গ্রহণ করি, যা আদতে কোনো কাজ করে না। আবার এমন কিছু বিষয় রয়েছে, যা আপনার সুখ বাড়িয়ে দেবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। এ লেখায় পাচ্ছেন, ৮৫টি বিষয়, যা অনুশীলন করলে আপনার সুখের মাত্রা অনেক বেড়ে যাবে।
১. আকর্ষণীয় খাবারের ছবি আঁকুন। এটি আপনার মন ভালো করবে।
২. আপনার বেডরুম গুছিয়ে রাখুন।
৩. আপনার ভয়গুলোকে একটি কাগজে লিখে রাখুন। এরপর তা একটি খামে ভরে সিল করে দিন।
৪. এখন যে কাজটি করছেন, তাতেই মনযোগ দিন।
৫. যৌনতায় গুরুত্ব দিন।
৬. যৌনসঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকুন।
৭. ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজ করুন।
৮. প্রাণী পুষুন। পোষা প্রাণীর সঙ্গে খেলুন।
৯. একটি সৃজনশীল মুহূর্ত বেছে নিন, যা আপনাকে আনন্দ দেয়।
১০. বেশি করে হাসুন।
১১. হাসির অভিনয়ও অনেক সময় ভালো কাজ করে।
১২. শারীরিক অনুশীলন করুন।
১৩. বেশি করে আলিঙ্গন করুন।
১৪. কৃতজ্ঞতা প্রকাশ করুন।
১৫. গান শুনুন।
১৬. যোগাসন বা ইয়োগা করুন।
১৭. ধর্মীয় কাজে সময় দিন।
১৮. নিজের যথাসম্ভব উজ্জ্বল ভবিষ্যৎ কল্পনা করুন।
১৯. নীল রঙে নিজেকে সাজান।
২০. হাত ধরুন।
২১. ট্রাজিক কোনো সিনেমা দেখুন (যেমন টাইটানিক)।
২২. দ্রুত কোনো শব্দছক সমাধান করুন।
২৩. শুধু সুগন্ধ নয়, দুর্গন্ধও গ্রহণ করুন।
২৪. এক কাপ কফি পান করুন।
২৫. অস্বাস্থ্যকর খাবার খাওয়া বন্ধ করুন।
২৬. আধঘণ্টা হাঁটুন।
২৭. ছুটির পরিকল্পনা করুন।
২৮. ছুটি উপভোগ করুন।
২৯. আনন্দ করুন।
৩০. শরীর ম্যাসেজ করুন।
৩১. ঘরের বাইরে যান।
৩২. বেশি করে মাছ এবং চিংড়ি খান।
৩৩. মজার জন্য কোনোকিছু পড়ুন।
৩৪. ঘন ঘন মোবাইল ফোন ও স্মার্টফোন চেক করা বাদ দিন।
৩৫. মজার কোনো শো দেখুন। দেখতে পারেন ফাস্ট-ফরওয়ার্ড করেও।
৩৬. খারাপ অবস্থার কথা ভাবা বাদ দিন।
৩৭. সঙ্গীকে সন্তুষ্ট করুন।
৩৮. সদ্য সেঁকা রুটির সুগন্ধ নিন।
৩৯. খেলাধূলা করুন। খেলায় মেতে উঠুন।
৪০. শপিংয়ের আনন্দ উপভোগ করুন।
৪১. রাতে ভালো একটা ঘুম দিন।
৪২. তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন।
৪৩. সকালেই বিছানা ঠিক করুন।
৪৪. তাড়াতাড়ি নাস্তা খান।
৪৫. দিনে সাতবার খাওয়ার অভ্যাস করুন।
৪৬. সাগরের পারে একবার অন্তত পানাহার করুন।
৪৭. মজার কিছু খাওয়ার জন্য একটু ছুটি নিন।
৪৮. ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া কমান।
৪৯. প্রতিদিন অন্তত তিনটি ভালো কাজ করুন।
৫০. অন্তত ২০ মিনিট শারীরিক পরিশ্রম করুন।
৫১. প্রতিদিনের অগ্রগতি লিপিবদ্ধ করুন।
৫২. প্রতিদিন টিভির সামনে দেওয়া সময় কমিয়ে আনুন।
৫৩. সোজা হয়ে বসার অভ্যাস করুন।
৫৪. একই সঙ্গে আশাবাদী ও বাস্তববাদী হয়ে উঠুন।
৫৫. বিবাহিত না হলে বিয়ে করে ফেলুন।
৫৬. প্রতি বছর একটি নির্দিষ্ট অংকের আয়ের লক্ষ্য নির্ধারণ করুন।
৫৭. সন্তান না থাকলে নিয়ে নিন।
৫৮. অসাধারণ বাবা বা মা হয়ে ওঠার পরিকল্পনা করুন।
৫৯. সন্তান থাকলে তাকে উপেক্ষা করবেন না।
৬০. সন্তানকে যত্ন নিয়ে খাওয়ান।
৬১. চাকরি না থাকলে তা জোগাড় করার জন্য সর্বশক্তি নিয়োগ করুন।
৬২. অন্তত ১০ জন ভালো বন্ধু জোগাড় করুন।
৬৩. আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করুন।
৬৪. কাজ, বন্ধুত্ব কিংবা সম্পর্কের ক্ষেত্রে একটি অবস্থান গ্রহণ করুন।
৬৫. বাবা-মায়ের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলুন। তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান।
৬৬. নিজের যা আছে, তাই নিয়ে সন্তুষ্ট হোন।
৬৭. যথাসম্ভব কম কথাতেই কাজ সারুন।
৬৮. ভালো অভিজ্ঞতাগুলো স্মরণ করুন, বাজেগুলো ভুলে যান।
৬৯. বড় দুই-একটা আনন্দের বদলে অনেকগুলো ছোট আনন্দের পেছনে ব্যয় করুন।
৭০. পণ্যের বদলে অভিজ্ঞতার জন্য অর্থ ব্যয় করুন।
৭১. মজার অভিজ্ঞতার জন্য ব্যয় করুন।
৭২. সুখী মানুষকে নিজের আশপাশে রাখুন।
৭৩. নিজের বদলে অন্যদের পেছনে অর্থ ব্যয় করুন।
৭৪. নতুন কোনো দক্ষতা অর্জন করুন।
৭৫. অন্যদের সঙ্গে নিজের তুলনা বাদ দিন।
৭৬. কর্মক্ষেত্রের সঙ্গে বাসস্থানের দূরত্ব কমিয়ে আনুন।
৭৭. অনেক ছবি তুলুন।
৭৮. সবচেয়ে ভালো বিষয়টিই রাখুন দৃষ্টিতে। ভালো সময়ের কথা চিন্তা করুন।
৭৯. বাজে সময়ের কথা চিন্তা করুন গোলাপি রঙের কাঁচের পেছন থেকে।
৮০. গসিপ বিষয়ে সতর্ক হোন।
৮১. শুধু সুখী হওয়ার চেষ্টা বাদ দিন।
৮২. বাড়ির দৈনন্দিন কাজ করুন।
৮৩. প্রযুক্তিগত কিংবা শিক্ষায় কাজ করুন।
৮৪. ভবিষ্যৎ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গী গ্রহণ করুন।
৮৫. কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোন। জ্ঞানার্জন অব্যাহত রাখুন।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
এম রহমতুল্লাহ বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০
ইলি বিডি বলেছেন: প্রিয়তে নিলাম। অনেক সুন্দর পোস্ট।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
এম রহমতুল্লাহ বলেছেন: ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য...............
৩| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
হালি্ বলেছেন: কাজের পোস্ট
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫
এম রহমতুল্লাহ বলেছেন: কাজে লেগেছে শুনে ভাল লাগলো......................
৪| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
খাটাস বলেছেন: পরিমিত চাওয়ায় নিয়ন্ত্রিত জীবন উপভোগ । ভালই।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৬
এম রহমতুল্লাহ বলেছেন: আশা করি আপনার জীবনও ভালই চলবে............ধন্যবাদ....
৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ১০:৩৯
আরজু পনি বলেছেন:
ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া কমান।
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭
এম রহমতুল্লাহ বলেছেন: না হলে বিপদে পড়বেন...............
৬| ৩০ শে জুন, ২০১৪ রাত ১০:৪৮
মৈত্রী বলেছেন: ১. সুগন্ধ নয়, দুর্গন্ধও গ্রহণ করুন .. Explain
২ বেশি করে মাছ এবং চিংড়ি খান ... Please E$xplain
৩. সদ্য সেঁকা রুটির সুগন্ধ নিন .. Why?
৪. কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোন, জ্ঞানার্জন অব্যাহত রাখুন-- The Most Important as I thought... Recently I'm doing a full Four Year Graduation Degree in a complete New Subject
৫. (আমি একটা এ্যাড করলাম) -- নতুন কেনা কোন বইয়ের গন্ধ নিন
০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
এম রহমতুল্লাহ বলেছেন: ভালই লিখেছেন........আর বইয়ের সুগন্ধ নেওয়ার চেষ্টা করবো..........
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৯
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভালো লাগলো
সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন ।