![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জাতির এগিয়ে যাওয়ার ভূমিকায় সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সামগ্রিক উত্তরণের সেনাবাহিনী অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। স্বাধীনতা পর থেকে সেনাবাহিনী জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপকভাবে কাজ করে আসছে। বাংলাদেশে সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে, দুর্যোগে, দুর্দিনে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উজ্জীবনী শক্তি হিসাবে। আমলাতান্ত্রিক প্রশাসন যেখানে ব্যর্থ সেখানেই সেনাবাহিনীকে নিয়োজিত করে কার্যকর সুফল লাভ করেছে সরকার। শুধু দেশে নয় বিদেশের মাটিতেও শান্তি রক্ষা মিশনের সদস্য হিসাবে বিশ্বশান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু দেশ রক্ষার এই অতন্দ্র প্রহরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমুর্তি ধবংস করার জন্য বিভিন্নভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছে। যারা সেনাবাহিনীকে ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা এদেশের জনগণ নয়। আসলে তারা এদেশের উন্নয়ন চায় না।
©somewhere in net ltd.