![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পল্লী সঞ্চয় ব্যাংক নামে ব্যাংকি খাতে যোগ হচ্ছে আরেকটি নতুন ব্যাংক। তবে এ ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আসছে না। আসছে দারিদ্র্য বিমোচনকে প্রাধান্য দিয়ে। প্রাথমিকভাবে দেশের ৪৮৫ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলা হবে। ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। ব্যাংকের ৫০ ভাগ মালিকানা সরকারের অধীনে সংরক্ষিত থাকবে। তবে এ মালিকানার জন্য সরকার কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড পাবে না। একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম বিলুপ্ত করে সরকার এ ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। ইতিমধ্যে মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি বিলুপ্ত করে ব্যাংক গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ৩০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ব্যাংকে রূপান্তরের নির্দেশ দিয়েছেন। প্রকল্পটি সাড়ে ৪ বছর ধরে ৩ হাজার ১৬২ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে পরিচালিত হয়েছে। বর্তমানে প্রকল্পটিতে ৭ হাজার ১৬২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। প্রকল্পটি ব্যাংকে রূপান্তর হলে এসব জনবল ব্যাংকের জনবল হিসেবে বিবেচিত হবে। তবে ব্যাংকের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পে সরকারি অর্থ বরাদ্দ অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রকল্পটির জনবল, অর্থ, স্থাবর-অস্থাবর সব সম্পদ ও অফিস সরঞ্জাম, ব্যাংকের সম্পদ ও জনবল হিসেবে গণ্য হবে। এরই মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক আইনের খসড়া তৈরি করা হয়েছে। যা পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৩ নামে নামকরণ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতি গঠন, সঞ্চয় জমা ও বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও ঋণ প্রদানসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের জন্য ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯৪ এবং ব্যাংক কোম্পানি সম্পর্কিত জারিকৃত আইন, বিধান বা নির্দেশনা নবগঠিত এ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ সরকার দরিদ্র মানুষের পুঁজি গঠন ও দারিদ্র্য বিমোচনে এই বিশেষায়িত ব্যাংকটি সৃষ্টি করছে।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯
Birds Lover বলেছেন: প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে বেকারত্ব সমাধানের পাশাপাশি খাদ্য ও পুস্টি চাহিদা পূরণের একটা সুন্দর সমাধান সম্ভব হবে।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
বিশ্বাস করি 1971-এ বলেছেন: আরএই ব্যাংক তৈরী হবে গ্রামীন ব্যাংকের পুটু মেরে। এই ব্যাংকের ভোক্তা হবে সবে (আ) বাল সদস্যরা! স্বপ্নদোষে এবার জাতি ভাসবে!
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: একটি বাড়ি একটি খামার প্রকল্পটি বাস্তবায়ন করতে পারলে বেকারত্ব সমাধানের পাশাপাশি খাদ্য ও পুস্টি চাহিদা পূরণের একটা সুন্দর সমাধান সম্ভব হবে।