![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র হজের প্রাক্কালে সুদানেরঅন্ধ হয়ে পড়া বৃদ্ধা ফাতিমা আলমাহি মদিনার মসজিদুন্নবীতে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন।প্রায় সাত বছর আগে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন ফাতিমা। বেশ কয়েক বার অস্ত্রোপচারের পরও দেখার শক্তি ফিরে পাননি তিনি।ফাতিমা বলেছেন, "আমার মনের মধ্যেযেন অলৌকিকভাবে কেউ এ ধারণা দিল যে এ বছরের চলমান হজে তুমি দৃষ্টি শক্তি ফিরে পাবে। সৌদি আরবে প্রবেশের পর আমার মধ্যে এই আশার আলো উজ্জ্বলতর হয়েছিল। কয়েকদিন মসজিদুন্নবীতে ছিলাম এবং এই মসজিদের ভেতরে বেশ কয়েক ঘণ্টা ধরে চোখের আরোগ্য লাভের জন্য দোয়া করেছি। এভাবে এক সময় মসজিদের এক কোনায় বসেছিলাম। হঠাত টের পেলাম যে চোখের ওপর ছড়িয়ে পড়া কালো পর্দা ধীরে ধীরে বিলীন হয়ে গেল এবং আমার সামনে বসা আমার ছেলের চেহারা স্পষ্টভাবে ভেসে উঠল।"এরপর আনন্দে চিতকার করে ওঠেন সুদানি বৃদ্ধা ফাতিমা। উপস্থিত সমস্ত হজ্বযাত্রীও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। বিশ্বনবী (সা.)'র পবিত্র মাজার-সংলগ্ন এই মসজিদ ও পবিত্র কাবা ঘর সংলগ্ন স্থানকে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ স্থান বলে উল্লেখ করে থাকেন আলেম ও ইসলামী বিশেষজ্ঞরা।
২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
ইমানুয়েল নিমো বলেছেন: আল্লাহ্ মহান।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
খেয়া ঘাট বলেছেন: বিশ্বনবী (সা.)'র পবিত্র মাজার-সংলগ্ন এই মসজিদ ও পবিত্র কাবা ঘর সংলগ্ন স্থানকে দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ স্থান বলে উল্লেখ করে থাকেন আলেম ও ইসলামী বিশেষজ্ঞরা। +++++++++++
৪| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১২
এম আর ইকবাল বলেছেন: অন্য কোথাও এখনো এ তথ্য পাইনি ।
৫| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫
গোলক ধাঁধা বলেছেন: সুবহানাল্লাহ
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
বাবুই পািখ বলেছেন: সুবহানাল্লাহ
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
নাহিনরানা বলেছেন: সুবহানাল্লাহ!!!!!!!!!!!!!!!!!!