![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কোণে দাঁড়িয়ে পৃথিবীকে দেখছি। সবকিছু সৃষ্টির মূল পদার্থ হল ভালোবাসা। তাই ভালোবেসে যাই সবাইকে।
কবিতা
লেখার সময় 7-11-18 ইং
কে তুমি ?
এক রূপে পাগল হয়েছি
আরেক রূপে ধন্য হয়েছি
তৃতীয়রূপে মাতাল গন্ধে ডুবেছি-
হয়েছি ভিতর শূন্য আমি৷
বড্ড জানতে ইচ্ছে করে; কে তুমি ?
পৃথিবী ভেঙ্গে নতুন করে সাজাবার শক্তি রাখি বাহুতে আমি,
সেই আমাকেই বিনাযুদ্ধে মারলে কিভাবে ?
বড্ড জানতে ইচ্ছে করে; কে তুমি ?
তুমি নরম তুমি কোমল তুমি আদ্রতী
তোমার বাহুতে নেই শক্তি
ব্যথার অনুভবে কাঁদো তুমি,
তোমার দিকে তাকালে বিশ্বাস হয়;
নিরুপায় নিষ্পাপ তুমি—
সেই তোমার শক্তিমত্ত্বার কাছে
পরাজয়ে বন্দী আমি৷
বড্ড জানতে ইচ্ছে করে; কে তুমি ?
স্বাধীন সত্তার স্বাধীন গোলাম আমি
পরাজয়ের বন্দীসেলে বন্দী হয়নি আমি,
বহুযুদ্ধে জয়ের কৃতিত্বকে বন্দী করেছি
রক্তের খেলায় মত্ত্বতার নেশাকে হত্যা করেছি৷
রক্তের ফোঁটা না ঝড়িয়ে সেই আমাকেই
হারিয়ে দিলে!
বড্ড জানতে ইচ্ছে করে; কে তুমি ?
পৃথিবী জয়ের স্বপ্ন দেখি, একদিন জয় করবই,
বিশ্বাস আমার আমি পারবই, শুধু হেরে গেলাম তোমার কাছে—
ভালোবাসার অমর অমৃতে
জানি না, এ কেমন শক্তি তোমার!
যে সৌরভিত পরশ-শৃঙ্খলে বাঁধলে আমায়,
তা পা মাড়িয়ে যাবার শক্তি নেই, এশক্তি—
তোমার পেলে কোথেকে ?
রহস্যের শরাব নাকি রহস্যশক্তি!
বড্ড জানতে ইচ্ছে করে কে তুমি ?
©somewhere in net ltd.