নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নই। লিখতে চেষ্টা করেছি কিন্তু পারিনি লিখতে, আমি কার? শুধু অনুভব করতে পারি! সৃষ্টির রহস্য ভেদ করা আমার কাজ। সত্যকে খোঁজে গ্রহণ করা এবং তা সকলের তরে প্রকাশ করা আমার সাধ। কলম আমার অস্র, লড়াই করে যাব। যা হবার তা হবেই। আমি মরব একদিন সত্যই।

রোকন_হারুন

এক কোণে দাঁড়িয়ে পৃথিবীকে দেখছি। সবকিছু সৃষ্টির মূল পদার্থ হল ভালোবাসা। তাই ভালোবেসে যাই সবাইকে।

রোকন_হারুন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার দুঃখতে বাঁধিওনা আমায়

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮




আঘাত সহিবার ক্ষমতা থাকলে তবেই ভালোবাসিও আমায়,
যদি না পার সইতে তবে ভিরিওনা কাছে কোনো ছলনায়।
ভালোবাসার মর্ম সবাই বুঝে না, যে বুঝে সে যেন আঘাতের
অপেক্ষায় প্রহর গুনে।
কঠিন সত্য কথা মেনে নাও, ‍যদিওবা অপ্রিয়। মনে রেখ,
ভালোবাসা আছে বলেই আজ মানুষের চোখে জল।

ভালোবাসার সূত্র:
অনুচ্চারিত সত্য কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না,
কেবল চোখের ভাষাতেই তা প্রকাশ করা যায়।

ভালোবাসা প্রকাশ করার আদ্যোপান্ত ভাষা চোখে মণিতে।
ভালোবাসার কলি যে চোখ থেকে ফোটে সে চোখেই
একদিন ভালোবাসার মৃত্যু ঘটে। চোখের জল দিয়ে তার ইতি ঘটে।

মানুষ ভালোবাসে সুখ আমি বাসি দুঃখ
সে কারণে মানুষ কাঁদে আমি হাসি।

না বুঝবে না তুমি আমার কোনো ছল, সাধুর ভানে
আমি অসাধু, বুঝবে কী করে বল?
কলম চলে তাই বাহাদুরি? না মনের কালিতে লিখি সব
তাই মিথ্যা হবার সম্ভাবনা কম।
যা ভাবার তা ভাব, যা বলার তা বল,
যা লেখার তা লেখ, কিন্তু জেনে রেখ
আমি শূণ্য দেহে এক চিত্তহীন অসার ফানুস।
এরপরেও যদি ভালোবাসার দুঃখতে বাঁধো
আমায়, নিশ্চুপ রব দুটো প্রাণ অকালে ঝরার।

:২২ জানুয়ারি ১৯, রাত ১.২৮ মি.

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

রোকন_হারুন বলেছেন: কৃতজ্ঞ! অনুপ্রাণিত করে আপনাদের মন্তব্য।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

সিগন্যাস বলেছেন: চমৎকার কবিতা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

রোকন_হারুন বলেছেন: চমৎকৃত মন্তব্য। যা পাওয়ার তা পেয়েছি। ধন্যবাদ প্রিয়

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

তারেক ফাহিম বলেছেন: ওয়াও দারুন কবিতা।

মন ছুঁয়ে গেল।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

রোকন_হারুন বলেছেন: আপনার মুগ্ধতা আমাকে মুগ্ধ করল হে প্রিয়। আপনার মন ছোঁয়া হৃদয় ছুঁয়ে গেল। একটুখানি ভালবাসা মাখামাখি করতে ইচ্ছে জাগল।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

কাজী মাসউদ বলেছেন: কবিতাটাতে সূর দেওয়া যায় কিনা দেখুন। মেয়েদের গলায় ভাল লাগবে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

রোকন_হারুন বলেছেন: কবিতায় সুর দিলে আর কবিতা থাকবে না, গান হয়ে যাবে। তাছাড়া সুর দেয়ার মতো সুন্দর হয়েছে বলে ধারণা করে পাপ করব না প্রিয়। আপনার সুরে শুনতে চাইব যদি শুনান!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

রোকন_হারুন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয়জনের চমৎকৃত মন্তব্যে উৎসাহ আমায় আড়মোড়া করে ঝাপটে ধরেছে। শুকরিয়া

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯

রোকনুজ্জামান খান বলেছেন: ভালোবাসা মানেই সুখ , ভালোবেসে কাদে কেন বুক ।
ভালবাসা বলতে কিছু নেই
সব হরমোন এর খেলা মাত্র।
ভালো হয়েছে কবিতা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

রোকন_হারুন বলেছেন: সাধারণ হয়নি আপনার অনুছন্দ। দোলা দিয়েছে কবিতায়, হয়নি মন্দ। ভালবাসা জানবেন প্রিয়। কৃতজ্ঞ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.