নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রোমেল আশরাফ

নিজের সম্পর্কে লিখার মত কিছুই নেই। যদি কখনো খুজে পাই তাহলে অবশ্যই লিখবো।

রোমেল আশরাফ › বিস্তারিত পোস্টঃ

ছবির ভান্ডারঃ ০১ (পাখিদের কলরব)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৭













[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/romelashraf/08-2014/445ad9818fe0aeebbfa823440bdddef9_tiny.jpeg



অনলাইন খবর ডটকম

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২০

সুমন কর বলেছেন: মাত্র তিনটি !!

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৫

রোমেল আশরাফ বলেছেন: কবি বলেছেন, তিন দিয়ে শুরু কর। :)

২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

শিরনামহিনা বলেছেন: ভালো ছিল ছবি গুলা.।.।.।

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৬

রোমেল আশরাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

btw,, আপনার নামটি আমার ভাল লেগেছে। :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন ধইরা নির্বাচিত পাতা নিয়া ক্যাচাল দেখা যায়না। গুড পোষ্ট। তৃতীয় ভালোলাগা।

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৮

রোমেল আশরাফ বলেছেন: তৃতীয় ভাললাগা কথাটা আমার খুব ভাললেছেগে। :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

আমিনুর রহমান বলেছেন:




সামু'র নির্বাচকদের নির্বাচন দেখে আমি মুগ্ধ। পোষ্টে ৪র্থ প্লাস ।

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৯

রোমেল আশরাফ বলেছেন: :(

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ছবি গুলো দারুণ!!!

ছবি গুলো কি আপনার তোলা? B:-) অস্থির।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: @আমিনুর ভাই, ক্ষমতার ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং। আপ্নে এমনিতেই ক্ষমতার ব্যবহার করতে গেলে এইটা আপ্নের উপ্রে একটা চাপ বা বোঝা মনে হইবো, ক্ষমতার আসল মজা হইলো অপব্যবহারে।

৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪১

আমিনুর রহমান বলেছেন:




@শোভন
, নিজের নাই হইলে কি নির্বাচিত পাতায় থাকতো, তুই এত্তগুলা বুকা :/

৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:




@কুনো, অপব্যবহারের ও একটা মাত্রা থাকা উচিৎ কিন্তু এটা তো সব অপব্যবহার ছাড়িয়ে গেছে ...

৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
;) ;) ;) ;)

১০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


@আমিনুর রহমান, ছবি গুগল সার্চ দিয়া দেখি উনার না। আরবি উর্দু অনেক সাইটে দেখাই। তবে পোস্ট নির্বাচিত পাতায় দেখে খুব ভালো লাগছে। B-))

১১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:০০

*কুনোব্যাঙ* বলেছেন: @আমিনুর ভাই, সাধারণ মানুষ যেইখানে তার একটা ভালো পোষ্ট নির্বাচিতে গেলে খুশিতে অস্থির হইয়া যায় (যেমন *কুনোব্যাঙ*) সেইখানে আজাইরা তিনটা ছবি দিয়া নির্বাচিতে, ক্ষমতার এমন ব্যবহারের আত্নীক উল্লাসের ব্যাপারটা কিন্তু আপ্নে খেয়াল করলেন না!

১২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্টটি নির্বাচিত পাতায় দেখে অবাক হলাম। কষ্ট করে একটা পোষ্ট রেডি করছিলাম, কিন্তু এখন দেখি কষ্ট করার দরকার নাই, সামান্য কয়েকটা ছবি দিলেই নির্বাচিত হবার মত মান অর্জন হয়ে যাবে। :(

এই পরিস্থিতিতে একটি কথা শেয়ার করতে চাই, যদিও বিষয়টি প্রকাশ করা কিছুটা বিব্রতকর, তারপরও বলতে চাই আমার লাস্ট পোষ্টটিতে অনেক ব্লগারই আলোচনায় অংশগ্রহন করেছিলেন এবং অনেকেই প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে লেখার জন্য কিছুটা ধন্যবাদও জানিয়েছিলেন। কিন্তু খুব অবাক হয়ে আমি লক্ষ্য করেছিলাম পোষ্টটি নির্বাচিত হয় নি অর্থাৎ নির্বাচিত পাতায় যাওয়ার মত যোগ্যতা অর্জন করে নি। আমি ধরেই নিয়েছি লেখার মান হয়ত আরো বৃদ্ধি করতে হবে, লেখা খুব একটা মান সম্মত হচ্ছে না। তাই চেপে গিয়েছিলাম। কিন্তু এই পোষ্টটি নির্বাচিত পাতায় দেখার পর কিছুটা হতাশ অনুভব করছি।


@পোষ্টদাতাঃ ভাই এখানে আপনার পোষ্ট নিয়ে কোন বক্তব্য নাই। আপনার যা ভালো লাগছে তাই দিসেন, ছবিগুলো সুন্দর। যেহেতু ছবিগুলো আপনি তুলেন নাই, সেহেতু এটা কোথা থেকে সংগ্রহ করছেন তা দেয়াটা দরকার ছিল। এটাই স্বাভাবিক একটা কার্টেসী। আমার অভিযোগ কর্তৃপক্ষের কাছে। শুভরাত।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ওয়াও , কি থুন্দর থুন্দর বাবু বাবু পাখি !
কোথায় পেলেন পাখি গুলো ,আপনার বাসায় পালেন নাকি কোন বনে গিয়ে তোলা ?
অনেক কষ্ট করেছেন ব্রো , স্যালুট !
নির্বাচিত পাতায় পোষ্ট স্বল্পতায় এমন ত্রিমাত্রিক একটি পোষ্ট আসায় মডুদের অনেক উপকার হয়েছে বৈকি !

১৪| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৪

ভূতাত্মা বলেছেন: আমি নির্বাচিত হইতাম চাই। /:)

কেউ আমারে নির্বাচিত বানাও! :(( :((

১৫| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৭

আমিনুর রহমান বলেছেন:



কাভা, অতি দুঃখজনক হলে সত্য "তারেক মাসুদ এবং মিশুক মুনীর- যারা ছিলেন, যারা আছেন এবং যারা চিরকালই বেচে থাকবেন তাদের রেখে যাওয়া কাজের মাঝে " এই পোষ্টি ও নির্বাচিত হয়নি। আমি হয়ত কিছুই লিখিনি কিন্তু দুজন মহান ব্যাক্তির মৃত্যুদিনকে স্বরন করে রাখার জন্য হলেও নির্বাচিত করা প্রয়োজন ছিলো বলে মনে হয়।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ভূত পেত্নিরে নির্বাচক বানানোর তীব্র বিরোধীতা জানাইয়া গেলাম। ভূত পেত্নিরে নির্বাচক বানাইলে দেখা যাইবো এই ব্লগের পোষ্ট ছাড়া আর কোন পোষ্ট নির্বাচিতে নাই :-P

১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩১

প্রবাসী পাঠক বলেছেন: হিথ্রো এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে হোটেল ক্যালিফোর্নিয়ায় যাবার পোস্টটাও কিন্তু নির্বাচিত পাতায় ছিল।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: হিথ্রো এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে হোটেল ক্যালিফোর্নিয়ায় যাবার পোস্টটাও কিন্তু নির্বাচিত পাতায় ছিল। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪১

আমিনুর রহমান বলেছেন:




প্রবাসী পাঠক
সেটা যদি রম্য হিসেবে দেয় তাহলে আমার মনে হয় তাও সেটা চলে কিন্তু এটা তো নিজের তোলা তো নয়ই, তার উপর লিঙ্ক নাই কোথা থেকে এই ছবি আসলো !!!!

২০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: @আমিনুর ভাই - পোস্টটা রম্য হিসাবে দিলে অবশ্যই নির্বাচিত পোস্টে আসতে পারে। কিন্তু ঐ পোস্টটাকে অন্তত আমার কাছে রম্য বলে মনে হয় নি। উনার লেখার স্টাইলে সিরিয়াস ভ্রমন পোস্টের টোন ছিল। শুধু একটাই অসংগতি সিএনজি ।

২১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: প্রবাসী পাঠক ভাই, হিথ্রো থিকা সিএননি নিয়া হোটেল ক্যালিফোর্নিয়াতে কেউ যাইতেই পারে। আমিও তো নারিতা এয়ারপোর্ট থিকা রিক্সা নিয়া লাস ভেগাসে গেছি

২২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০০

প্রবাসী পাঠক বলেছেন: @ *কুনোব্যাঙ* ভাই - হা হা হা ।

তাহলে আমার জানায় ভুল ছিল। আপনি যদি নারিতা এয়ারপোর্ট থিকা রিক্সা নিয়া লাস ভেগাসে যেতে পারেন। তাহলে হিথ্রো এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে হোটেল ক্যালিফোর্নিয়ায় যাওয়া যায়।

পোস্ট দাতা কমেন্টগুলো দেখে আবার ক্ষেপে না গেলেই হয়।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৩

রোমেল আশরাফ বলেছেন: আমি কি বলবো বা কি করবো বুঝতে পারছি না.

আমি কি পানির নিচে ডুব দিমু ? নাকি গোয়াল ধরে গিয়ে বইসা থাকুম?

তবে এই পোস্টটা নির্বাচিত পাতায় দেখে কেউ কেউ খুব হিংসা করছে, এটা আমাকে এই সাত সকালে বরই আনন্দ দিতেছে.

ব্লগিং দুনিয়ায় আমার বয়স মাত্র ৩ দি্ন, আর আমাকে নিয়ে এতো মাতা মাতি ঃপি ্‌্‌্‌্‌ ভালই লাগছে। ভাল লাগা নিয়ে আবারো ঘুমাতে গেলাম। গুড নাইট। থুক্কু মর্নিং

২৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।

কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি নির্বাচিত পাতায় স্থান দেয়ার জন্য।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



গতকাল রাতে আমি একটা মন্তব্য করেছিলাম এই পোস্টে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে মন্তব্যটি মুছে দেয়া হয়েছে।

ভাই পোস্ট দাতা আমি কি জানতে পারি কেন আমার মন্তব্যটি মুছে দেয়া হলো?

মন্তব্যটি মুছে দেয়ার কারনে সন্দেহের জল বেশি ঘোলাটে হচ্ছে।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: B:-) B:-) B:-)

২৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: আমি সিএনজিতে উইঠা ঘুমাই পড়ছিলাম, জাইগা দেখি এই পোস্টে চৈলা আইছি!

আচ্ছা, এজন্য আমার কি কোন ফাইন হবে?

২৮| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

মামুন রশিদ বলেছেন: আমি সিএনজিতে উইঠা ঘুমাই পড়ছিলাম, জাইগা দেখি এই পোস্টে চৈলা আইছি!

আচ্ছা, এজন্য আমার কি কোন ফাইন হবে?

২৯| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: @ মামুন ভাই , তাও ভালো সিনজিতে উইঠা ক্যালিফোর্ণিয়াতে যান নাই , শেয়ার ও দেন নাই ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.