![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খাতার প্রথম পাতায় লিখে দিলাম আলপনা আমার ছবি কইবে কথা যেদিন আমি থাকবোনা ।
বিশাল সাইজের গাছের সৌর্ন্দয্য খুজে পাওয়া ছোট্ট বনসাইতে । সেই ছোট্ট বনসাই যদি আরও ছোট হয় তবে কেমন লাগবে ? চলুন দেখি......। এটা সবচেয়ে ছোট্ট বনসাই । কি অদ্ভুত !!!!!!!!! সুন্দর !!!!!!!
এই টুকুন গাছে এত গুলো ফল কিভাবে আসলো বুঝতে পারলাম না ।
সাদা সাদা ফুলের বাহার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পিচকু বনসাই ।
এই টুকু গাছে ২৮ টা বেরি !!!!!!!!!! ভাষা হারাইয়া গেছে ।
কতই না সুন্দর দেখতে ।
এ যেন ফুলের বাগান ।
আরেকটা ফুলের পাহাড ।
মোহনীয় পাতা বাহার ।
গাছের ডালে আগুন লেগেছে ।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
নীল জোসনা বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম । আর মিনি বনসাই গুলো সত্যই সুন্দর ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
নীল ভোমরা বলেছেন: বনসাই করার টেকসিক বিষয়ে যদি কিছু বলতেন....... উপকৃত হতাম!
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০
নীল জোসনা বলেছেন: বনসাই দেখতে যতটা সুন্দর ....তৈরী করার টেকনিক ততটাই সময়সাপেখঃ এবং গাছের জন্য কষ্টকর । বড গাছকে তার মুল বৈশিষ্ট্য বজায় রেখেই বামনাক্ তি করে রাখা । গঠন অনুসারে বনসাই নানা প্রকারের - টুইনট্রান্ক , ট্রিপলট্রান্ক , মাল্টিট্রান্ক , কেসকেড , ফরমাল , ইনফরমাল , ব্রুম , রুট ওভার রক ইত্যাদি । ভালো জাতের সবল গাছ নিবাচন , প্রয়োজনীয় জৈব সার যুক্ত মাটি টব , তামার তার , ডাল পাতা কাটার কাচি , ভালো কল্পনাশক্তি , মনোযোগ বনসাই তৈরি করতে খুব দরকার । গাছ উপযুক্ত পরিমানে বড হবার পর ডাল পালায় তামার তার পেচিয়ে রাখতে হয়। এতে গাছ আস্তে আস্তে বামন আক্ তি হয় । বাডতি পাতা ডাল কাচি দিয়ে ছেটে দেয়া হয় । শত বৎসর আগে যেমন চীনে মেয়েদের লোহার জুতো পরানো হতো পা যেন ছোট হয় ।তেমনি বড গাছ কে তামার তার পেচিয়ে রাখা হয় যাতে বড না হয় ..........। এভাবে একেক ডাল তিন ছয় মাস পর্যন্ত তার পেচানো রাখা হয় । ডাল পালা মোটামুটি আয়ত্তে এসে গেলে টবে নুডি , পাথর , দিয়ে সাজানো যায় । একেক টা বনসাই তৈরি করতে বহু বছর লেগে যায় ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
নীল ভোমরা বলেছেন: উপরের এই তথ্য পোস্টে যুক্ত করে দিন.... পোস্ট-টা পূর্ণতা পাবে! আর হ্যা...আমি জানতাম, চারা গাছের মাঝখানের প্রধান মূল-টা কেটে দিয়ে সিস্টেমেটিক্যালি নার্সিং করলে বনসাই হয়....আমার জানা ভুল হতেই পারে! শুভকামনা!
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
পাঠক১৯৭১ বলেছেন: সুন্দর