![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রঙ গুল যেন হয় । লাল নীল বেগুনী হলুদ .।
তোমাকে ভুলে যাবার মত দুঃসাহস আমার নেই .।.।
তোমাকে গ্রহন করার মত বিলাসিতা ও আমি করি না .।।।
তাই তোমাকে আমি চাই আমার নিজের মত করে
সন্ধ্যা সকাল ও বিনিদ্র রজনীতে .।।
একজীবনের আসমাপ্ত কবিতা তুমি
এক আকাশ স্বপ্নের ধিকি ধিকি জ্বলা চিতা তুমি
মেঘ পিয়ন এর ভালবাসার চিঠি
আমাকে দেয়া কিছু মুগ্ধ মুহূর্ত তুমি।
স্বপ্ন শুধুই স্বপ্ন আমার তুমি .।।
হৃদয় এর অতলান্তিক এর বাস করা আমার তুমি ।
আগমনী শরতের এই চমৎকার সন্ধ্যা তোমাকে দিলাম ।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
রঙতুলি বলেছেন: আমার পেজ কেউ দেখছে ? আমি অবাক
অনেক ধন্যবাদ
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
না পারভীন বলেছেন: ধিকি ধিকি জ্বলা চিতা তুমি
আসলেই সুন্দর
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
রঙতুলি বলেছেন: আপুনি আপনার টা বেশি সুন্দর
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০
খেয়া ঘাট বলেছেন: লি এন ওমেকের গাওয়া গানটির লিরিক আপনার প্রোফাইলে লিখা।
এই গানটি যে আমার এতো প্রিয়,,,,,কিছুক্ষণ আগেও শুনছিলাম।
অনেক শুভকামনা।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
রঙতুলি বলেছেন: আমারও অনেক প্রিয়
আপনাকে ও ধন্যবাদ ।।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার !!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫
রঙতুলি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: অনেক সুন্দর!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
রঙতুলি বলেছেন: ধন্যবাদ আপনাকে ,আমার ব্লগে মন্তব্য করবার জন্য
কৃতজ্ঞতা জানবেন ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
হাসান মাহবুব বলেছেন: স্বাগতম ব্লগে। +