![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রঙ গুল যেন হয় । লাল নীল বেগুনী হলুদ .।
ঠিক এই মুহূর্তে তোকে আমি ,সবচাইতে বেশি মিস করছি
সত্যি বলছি এতটা কখন করিনি আগে, এখন তোর ওই কথাটার মানে আমার কাছে পরিস্কার , মনে আছে বলেছিলি " তোর বুকে যদি অন্য কারো বাসা থাকে , তার মরন আমার হাতে "
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
রঙতুলি বলেছেন: কি হল
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
শের শায়রী বলেছেন: উরে বাবা
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
রঙতুলি বলেছেন: একই প্রশ্ন বারবার ?
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার এগেইনস্ট এ জি.ডি. করে রাখা দরকার ||
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
রঙতুলি বলেছেন: হাহাহাহা ভাল বলেছেন .।
ভালোবাসায় যদি খানিক টা ঈর্ষা না থাকে ,ঠিক জমে উঠতে চায় না ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: /তোর বুকে যদি অন্য কারো বাসা থাকে , তার মরন আমার হাতে/
সত্যিই কি কেউ বলেছিল। যদি বলে তাহলে নিঃসন্দেহে আপনি...... কি বলবো বুঝতে পারছি না।
সরি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
রঙতুলি বলেছেন: নি: সন্দেহে আমি কি আগে বলুন তারপর আমার উত্তর দিচ্ছি
ভাল থাকুন
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
হেস্পারাস প্রবল বলেছেন: আমার মতোই দেখি আপনার অবস্থা! যাকে কখনই ভালোবাসিনি, ভালোবাসবো এমন চিন্তাও করিনি এখন শুধু তাকে মিস করি কারণ তার ভালোবাসার কাছে আজ আমি পরাজিত সৈনিক! হাহাহাহা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
রঙতুলি বলেছেন: আমি মিস করার মাঝে নাই
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিঃসন্দেহে আপনি পৃথিবীর সুখীতম মানুষদের একজন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫
রঙতুলি বলেছেন: জি তা বলতেই পারেন।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
বিপ্লব06 বলেছেন: পিরিতে মিসা-মিসি না হইলে সব পানসে হইয়া যাইত! মিস করতে যাইয়া মিসিং কইরা ফালান নাই তো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
রঙতুলি বলেছেন: নাহ ভাবতাছি ক্রাশ খাইয়া হ্যাঙ্গাউট করমু
৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩
যুগল শব্দ বলেছেন:
কত কিছুই ঘটে জীবনের হাঁটে!
জীবন তবু থেমে থাকে না। বয়ে যায়.।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪
রঙতুলি বলেছেন: প্রকৃতি শুন্যতা ভালোবাসে না।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
শের শায়রী বলেছেন: উরে বাবা