নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I hope you never lose your sense of wonder You get your fill to eat But always keep that hunger May you never take one single breath for granted God forbid love ever leave you empty handed I hope you still feel small When you stand beside the ocean Whenev

রঙতুলি

জীবনের রঙ গুল যেন হয় । লাল নীল বেগুনী হলুদ .।

রঙতুলি › বিস্তারিত পোস্টঃ

শৈশব সপ্ন নির্ঘুম রাত

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭



ভীষণ আপন আর সুন্দর! একটা মস্ত উঠোন ছিলো আমাদের

টানা বারান্দা সহ একটা বাংলো বাড়ি।



বয়স ছিল উঠোনময় ছুটোছুটির, ঘুরে বেড়ানোর বনবাদাড়ে রিনরিন ,রিনঝিন টিনের চালায় কী জে অস্হির বৃষ্টিহতো বর্ষায় ।



স্পষ্ট মনে আছে -রিনরিন। ঝনঝন। ঝমঝম।

রিনিঝিনি ছন্দের মত বৃষ্টি ঝরত সমস্ত রাত জুড়ে , সেই রিমঝিম রিমঝিম শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তাম ।



ভোরগুলো আমরা একসঙ্গে কাটাতাম ভাইবোনেরা -সূর্য ওঠা দেখতাম। উপভোগ করতাম বৃষ্টি স্নাত প্রকৃতি , বৃষ্টির ছোঁয়া তে আদরে লালিত ঘাস ।

শুদ্ধ বাতাসে বুক ভরে শ্বাস নিতাম।



এখন শ্বাসকষ্টের মত জেগে থাকে স্বপ্নেরা।

আমি ঘুমুতে পারিনা।আমার শৈশব স্বপ্নগুলো আমাকে নির্ঘুম রাত জাগায় ।



স্মৃতিরা সব আমার কাছে আমার জ্বরের মত তেতো লাগে সব।সবকিছু।



নিজের জন্যে একটুআধটু মায়াও হয় বৈকি!

স্বপ্নভুলের শাস্তি কি?!!



আর

ভুলে যাওয়া কেন যে এত কঠিন ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১

মনিরা সুলতানা বলেছেন: বাহ :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩

রঙতুলি বলেছেন: :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অবনি মণি বলেছেন:
স্মৃতিরা সব আমার কাছে আমার জ্বরের মত তেতো লাগে সব

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

রঙতুলি বলেছেন: সব লাগে কি????
কিছু তো থেকে জায় আনন্দ ধারা
তাই না??

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্মৃতিচারণে ভালো লাগা।
স্মৃতি, সে হোক আনন্দের অথবা দুঃখের, সময়ের সাথে সাথে তা আসলেই তেতো হয়ে যায়।
সুখস্মৃতিগুলো হারিয়ে ফেলার যন্ত্রনা।
আর দুঃখগুলো তো হয়ে ওঠে বেদনার নামান্তর।

কি বল্লাম! :-&

ভালো থাকবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

রঙতুলি বলেছেন: কি বল্লেন??
ভুল বল্লেন না ঠিক বল্লেন?

ভাল থাকা হোক নিরন্তর

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটাই তো বুঝছি না।
কিন্তু কিছু যে একটা বলেছি সেটা সিওর।
:>

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২

রঙতুলি বলেছেন: আমি বুঝেছি ধন্যবাদ :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.