![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের রঙ গুল যেন হয় । লাল নীল বেগুনী হলুদ .।
নক নক শুনতে পাচ্ছেন ...।
আমার জাতীয়তাবাদী ভাই বোনেরা ??
#শেয়ার কেলেঙ্কারি ...
হাজার হাজার মানুষের পথে বসা
কয়েকশত ছাত্রের শেয়ারে সর্বস্বান্ত হয়ে অপরাধ মূলক কাজে জড়িয়ে যাওয়া
কিছু অসহায় মধ্যবিত্তের আত্মহত্যা , মনে পরলো কিছু ??
শুনতে পাচ্ছেন ...।
#এক ঘেয়ে সুরে কেমন একটানা কান্নার শব্দ ?
কে কাঁদছে এমন সুখের সময়ে
যখন আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে যাচ্ছি , যখন আমাদের দেশ মাতার উপর আরোপিত মামলা থেকে আমরা জামিন ছিনিয়ে এনেছি , আমরা যখন অবৈধ ভাবে তালা দেয়া আমাদের পার্টি অফিসের তালা ভেঙে অফিস কে মুক্ত করার আনন্দে বগল বাজাচ্ছি , কে কাঁদছে এই অসময়ে ?
একটু উকি মেরে দেখুন না দরজার ওপাশে কাঁদছে
একজন দেশ প্রেমিক গুলজারের স্ত্রী সন্তান রা , একজন দেশ কে বেচতে না চাওয়া সিপাহীর
অভুক্ত পিতৃ স্নেহ বঞ্চিত শিশু রা ।
কিছু ব্যাঙ্ক ছিল আমাদের যেখানে আমরা পরম নির্ভরতায় আমাদের শেষ জীবনের পাথেয় জমা করতাম , একজন বিধবা বা পিতৃ হারা আদরের সন্তান যেন পথে না বসে সেই আশায় প্রতি মাসে সন্তানদের আইসক্রিম বা ফুচকার বিলাসিতা কে গলা টিপে হত্যা করে সঞ্চয় করতাম ।
সেই সোনালী ব্যাংক , ডেস্টিনি ? কি যেন হয়েছিল সেখানে ?
#আচ্ছা ছোট্ট একটা কিশোরী র কথা মনে আছে ,ফেলানী ...
কি যেন হয়েছিলো আমার সেই দুর্ভাগা বোন টার ?
#বেডরুম এ খুন হওয়া সেই যে দম্পতী কিসব নিয়ে লিখত ,তাদের কি বন্ধুরা ও তাদের মনে রাখেনি ,সাগর আর রুনি এখন কেবল তাদের সন্তান মেঘ এর মনে ই থাকে ।
#নতুন বগি এড করা থুক্কু নতুন বিয়ে করা রেল মন্ত্রী না আর একজন ছিলেন না যাকে আদর করে কালা বিলাই ডাকা হয় , উনার টাকার হিসাব পাওয়া গেছে ?
সেই সাহসি ড্রাইভারের কি হল ?
#বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদ্মার পাঁড় গানের সেই উন্মত্ত পদ্মা পারি দেবার জন্য একটা সেতুর স্বপ্ন দেখা জনগোষ্ঠীর কি মনে আছে সেই সেতু কে গিলে ফেলা একজন সেতু মন্ত্রী কে ?
দেশ যে বর্তমানে ৫৬ হাজার বর্গ মাইলের কারগারে পরিণত এই সত্য টুকু বলার সাহস রাখা একজন মাহামুদুর রহমান , কোথায় তিনি ?
#ব্লগ দিয়ে নেট চালানো কিছু সরল ধর্ম প্রান এতিম শিশুদের কথা মনে আছে ?
আচ্ছা কতগুলো লাশ ছিল যেন ১০ , ৯২ ১৫০ ? আসলে কেমন করে বলবো এরা তো এতিম বাবা মা এর ছায়া ও নেই এদের সাথে কে রাখবে এদের হিসাব ?
#কিছু দেশ পাগল শহীদ জিয়া প্রেমী সাধারন রাস্তায় খেটে খাওয়া , বিশ্ববিদ্যালয়ে পড়া কর্মী ছিল
তাদের নাম যেন কি কি এবং কি ?
#রানা প্লাজার রানা এখন কোথায় ? সেই পায়ে নূপুর পরা অবাধ্য মেয়েটার লাশ এর ছবি মনে আছে ? আচ্ছা নাটক করা অভাগী রেশমা বেচে আছে তো ?
উপস দেখছ আপনাদের বিবেক কে খোচা দিতে চাওয়া বেশী সাধু সাজতে চাওয়া এই আমি একদম নাহিদ হয়ে গেছি ...
হাজার হাজার ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নস্ট করা প্রশ্ন পত্র ফাঁস পারবেন আপনি দায় এড়াতে ?
জনি নামের একটা দারুন হ্যান্ডসাম ছেলে ছিল না ,সন্তানের আগমনের আনন্দে বিহ্বল
ঠিক কয়টা গুলি ছিল ??
আর প্রসব বেদনায় কাতর স্ত্রী র জন্য ধাত্রী খুঁজতে যাওয়া ছেলে টা , দেখছেন দেখছেন নামই ভুলে বসে আছি ...
হাহাহা অবাস্তব কিছু না ভাই রে আমি ও যে আপনাদের ই একজন হাজার বন্ধু সহযোদ্ধা র লাশের উপর নৃত্য করে গোল্ড ফিস মেমরি ওয়ালা সুখী জাতয়তাবাদী
০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩
রঙতুলি বলেছেন: ভালো তো ভালো না
খুব মজার কিছু বলেছি কি ?
২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫৪
চাঁদগাজী বলেছেন:
এগুলো সমসয়া; তবে, আপনি বিঝেন বলে মনে হচ্ছে না।
আপনি যদি এগুলোকে বুঝেন, বিশ্লষণ করবেন।
১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১০
রঙতুলি বলেছেন: সব একা আপনেই বোঝেন সারাদিন ব্লগে বসে
এগুলি সমস্যা হবে কেন
সমস্যা হচ্ছে দেশে বিরোধি মত আছে কেন, সব গুলি রে শেষ করেন।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০১
আজকের বাকের ভাই বলেছেন: আপনার নিকটি আমার খুবই পছন্দ, কারণ কী তা হয় বাদই দিলাম।
http://bakerbhai.blogspot.com/
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪৯
রঙতুলি বলেছেন: দেখে এলাম আপনার ব্লগ .
এক সময়, সময় নিয়ে দেখব ভাল করে।
৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২০
রঙতুলি বলেছেন: ধন্যবাদ ।।
ভালো থাকুন সত্যর সাথে থাকুন ।
৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩৮
নতুন বলেছেন: গোল্ড ফিস মেমরি
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫১
রঙতুলি বলেছেন: আনফরচুনেটলী ইয়েস
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২
শায়মা বলেছেন: