নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I hope you never lose your sense of wonder You get your fill to eat But always keep that hunger May you never take one single breath for granted God forbid love ever leave you empty handed I hope you still feel small When you stand beside the ocean Whenev

রঙতুলি

জীবনের রঙ গুল যেন হয় । লাল নীল বেগুনী হলুদ .।

রঙতুলি › বিস্তারিত পোস্টঃ

মেজর জিয়া বলছি

৩০ শে মে, ২০১৫ রাত ২:৪৮

“In that case, we revolt,

একজন কোমল হৃদয়ের লৌহ মানবের হুংকার ছিল শাষক গোষ্ঠীর প্রতি “In that case, we revolt
আমি একজন “ কমলের “ একজন সেনাপতি জিয়াউর রহমানের একজন মুক্তি যুদ্ধের ঘোষক জিয়া বাংলাদেশের একমাত্র সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কথা বলছি ।
একজন সন্তান , একজন সহোদর ,একজন স্বামী , একজন পিতা সব চরিত্রেই তিনি সফল ছিলেন কিন্তু সব পরিচয় ছাপিয়ে উনার একটা পরিচয়ই নিজেকে কিংবদন্তীতে পরিনত করেছেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে র ঘোষক হিসেবে এবং “একজন দেশ প্রেমিক সফল রাস্ট্র নায়ক “ হিসেবে ঘাতকের বুলেট কেবল তোমার প্রান কেড়ে নিয়েছিল , পারে নাই তোমার আদর্শ আর বিজয়গাঁথা কে বিন্দুমাত্র ম্লান করতে
আজকের বাংলাদেশর সমস্ত টা জুড়ে কেবল তোমার জয়গাঁথা ।
১৯৮১ সালের এই দিনে ঘাতকের বুলেটে শাহাদাত বরন করেন দেশের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এই দিনে একটাই দোয়া আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন ।
আমীন ।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৫ ভোর ৪:২২

ভয়ংকর বিশু বলেছেন: জিয়া হত্যার বিচার চাই, খালেদা জিয়া নিরব কেনো?

৩০ শে মে, ২০১৫ দুপুর ১:১১

রঙতুলি বলেছেন: খালেদা জিয়া নীরব কারন জিয়া কে দেশ প্রেমিক রা হত্যা করে নাই করেছিল দেশ দ্রোহী বিদেশি দালাল রা ,তাই জিয়া র মৃত্যুর পরই জিয়া হত্যার বিচার হয় ।

২| ৩০ শে মে, ২০১৫ ভোর ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


যারা উনাকে গুলি করেছেন, তারাই ছিল উনার চেয়ে বড় দেশ প্রেমী; আপনার ভাবনা সঠিক নয়।

৩০ শে মে, ২০১৫ দুপুর ১:১৩

রঙতুলি বলেছেন: আমি নিজের ভাবনা লিখি নাই কোটি জনতার ভাবনা লিখেছি ।
আর কার ভাবনা সঠিক কার টা ভুল সেটা যুক্তি দিয়ে প্রমান করতে হয় ।

৩| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:৩৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:

উনার একটা পরিচয়ই নিজেকে কিংবদন্তীতে পরিনত করেছেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসেবে

একথা জিয়া যখন বেঁচে ছিল, তখন সে বলেনি কেন???
ছাগল আর পাগোল কত প্রকার ও কি কি!!!

৩০ শে মে, ২০১৫ দুপুর ১:০৮

রঙতুলি বলেছেন: একদম ঠিক কইছস রে হাম্বা বলদের দলের বলদ যারা নিজেরা জীবিত থাকা অবস্থায় এগুলি বলে যায় তারা ছাগল আর পাগল , যেমন তোদের আব্বা ভঙ্গ বল্টু বলেছিল নিজেকে , তোদের বুবু নিজেকে ধান , সমুদ্র , নদী , পুকুর , এমন কি কূয়া কন্য ও নিজেকে বলে যাচ্ছে ।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান একজন রক্ত মাংসের মানুষ ছিলেন তাই নিজের কথা নিজে বলেন নাই ।

৪| ৩০ শে মে, ২০১৫ সকাল ১১:০৫

নীল আকাশ বলেছেন: যারা ময়দানে যুদ্ধ না করে ভারতে পালিয়ে গিয়েছিল' তাহারা ছাড়া সবাই বলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক' - ""বঙ্গবীর কাদের সিদ্দিকী

" স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম।"

৩০ শে মে, ২০১৫ দুপুর ১:১৪

রঙতুলি বলেছেন: এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘড়ে ঘড়ে ।
ধন্যবাদ মন্তব্যর জন্য ।

৫| ৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

aoaiii বলেছেন: চমৎকার লেখা।আমার আম্মু আব্বুর কাছে শুনেছি ওনার কথা।যোগ্যতা আর সততার এমন সমন্বয় বিরল,অন্তত আমাদের দেশে।

৩০ শে মে, ২০১৫ রাত ৮:০৭

রঙতুলি বলেছেন: উনি ছিলেন আমাদের দেশের রুপকথার রাখাল রাজা ,দেশের সব প্রয়োজনে নিজের ম্যাজিক দিয়ে দেশ কে রক্ষা করেছিলেন ।
সত্যি বিরল যোগ্যতা আর সততার এমন সমন্বয় ।

ধন্যবাদ

৬| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:০২

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হাম্বাগুলা তাদের ৭৫ এর ঘৃণিত পিতার সেই অপমান আদৌ ভুলতে পারে না। ভুলতে পারে না জিয়ার বিশাল জনপ্রিয়তার কথা। স্বাধীনতার ঘোষণা জিয়া দেয় নাই, মুজিব-ভুট্টো গলা জড়াজড়ি কইরা দিছিল।

৩০ শে মে, ২০১৫ রাত ৮:১১

রঙতুলি বলেছেন: ই বলদ গুলি র ব্যাপারে আর কি বলব , সমস্ত দেশের সাধারন জনতা কে সুসজ্জিত সেনাবাহিনির সন্মুখে দাড় করিয়ে
যে নিজের ও পরিবারের নিরাপত্তা কে বেশী প্রেফার করছে তাকে আবার নেতা বলে নাকি ?

হাহাহা ঠিক বলছেন পাকি মুরগির ঠ্যাং চিবাইয়া ভুট্টো দোস্তের গলা জড়াইয়া ধইরা ঘোষনা করছিল ।

৭| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:৩১

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: লেখক বলেছেন: একদম ঠিক কইছস রে হাম্বা বলদের দলের বলদ যারা নিজেরা জীবিত থাকা অবস্থায় এগুলি বলে যায় তারা ছাগল আর পাগল , যেমন তোদের আব্বা ভঙ্গ বল্টু বলেছিল নিজেকে , তোদের বুবু নিজেকে ধান , সমুদ্র , নদী , পুকুর , এমন কি কূয়া কন্য ও নিজেকে বলে যাচ্ছে ।
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান একজন রক্ত মাংসের মানুষ ছিলেন তাই নিজের কথা নিজে বলেন নাই ।
সম্পূর্ন একমত বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আর আগাছা যেগুলো সেগুলো নিজের ঢোল নিজে কিন্তু লোকে তা বিশ্বাস করে না কারণ জ্ঞানী মানুষ জানে আগাছা কখোনো ফলের জন্ম দিতে পারে না।

৩০ শে মে, ২০১৫ রাত ১১:৪৯

রঙতুলি বলেছেন: আর বইল্লেন না এইসব আবাল গুলি মাথা ঠিক রাখতে দেয় না .।
চমৎকার ,শোভন ভদ্রতা কাকে বলে এরা জানে না ।

কোন বিবেকবান মানুষ সেটা কখনোই করে না , কারন তারা নামের আশায় কাজ করে না বিবেকের তারনায় , আল্লাহর সন্তুষ্টির জন্য ।
অনেক ধন্যবাদ মন্তব্য এবং পাঠে ।

৮| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:২৯

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: সত্যি বিরল, যোগ্যতা আর সততার এমন সমন্বয় । আল্লাহ শহীদ জিয়াকে জান্নাত নসীব করুন। আমিন।

৩০ শে মে, ২০১৫ রাত ১১:৫০

রঙতুলি বলেছেন: আমীন
অনেক ধন্যবাদ ।

৯| ৩১ শে মে, ২০১৫ রাত ১:৪১

প্রভাষ প্রদৌত বলেছেন: একজন সামরিক বাহিনীর কর্মকর্তা যদি কখনো স্বাধীনতা ঘোষণা করে তবে সেটা হয় সামরিক বিদ্রোহ , যেটা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ কখনোই স্বীকৃতি পাবে না,

পাকিস্তান ১৯৭১ সাল থেকেই দাবি করে আসছে , আমাদের মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্রের ফল , ১৯৭১ সালে বঙ্গবন্ধুর মত দেশদ্রোহীরা পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করছিল , তাদের সাইজ করে দেশের ম্নগ্লের জন্য অপারেশন সার্চলাইট চালানো হয় , এরপর বাঙালীরা সামরিক বিদ্রোহ করে এবং তারপর গৃহযুদ্ধ শুরু হয় এবং ভারতের ষড়যন্ত্রের কাছে পাকিস্তান সরকার ব্যর্থ হয় , বাংলাদেশের জন্ম হচ্ছে ভারতের ষড়যন্ত্রের ফসল , জিয়ার মত একজন সামরিক অফিসারকে স্বাধীনতার ঘোষক হিসেব প্রতিষ্ঠা করে পাকিস্তানি দাবিকে সত্যি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র হচ্ছে এবং বাংলাদেশের মহান গৌরবময় মুক্তিযুদ্ধকে একজন সামরিক অফিসারের বিদ্রোহ হিসেবে চালানোর ষড়যন্ত্র হচ্ছে

১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের সাধারন নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হয়েছিলেন , তাই তখনকার পাকিস্তানের নির্বাচনী নিয়মানুযায়ী বঙ্গবন্ধু পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী , এছাড়াও বঙ্গবন্ধু তৎকালীন পাকিস্তানের প্রধান এবং পুর্ব পাকিস্তনের জাতীয় নেতা , তাই এটা স্পষ্টভাবে প্রতিয়মান যে স্বাধীনতা ঘোষণার একমাত্র অধিকার এবং রাজনৈতিক ম্যান্ডেট বঙ্গবন্ধুর ছিল , উনি ছাড়া অন্য কেউ স্বাধীনতার ঘোষণা করলে কোনভাবে গ্রহণযোগ্য হত না , হবেও না , এবং ইতিহাসের শাশ্বত সত্য হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা করেছিলেন । এই জন্যই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুধে কে গৃহযুদ্ধ , সামরিক বিদ্রোহ এবং ভারতের ষড়যন্ত্র এসব পাকিস্তানি প্রচারণা সফল করতে জিয়ার মত একজন মেজরকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে সুস্পষ্ট ষড়যন্ত্র হচ্ছে ,আসল সত্য হচ্ছে জিয়া ১৯৭১ সালের ২৭শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে ।

বংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালের ২৬ শে মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন এবং ১৯৭১ সালের ২৬ শে মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করে , অথচ জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে ২৭শে মার্চ ,

পাঠক লক্ষ্য করুন যেখানে জাতীয় নেতা বঙ্গবন্ধু ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন , এমনকি ১৯৭১ সালের ২৬ শে মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমও বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করে ,সেখানে জিয়ার মত একজন সামরিক অফিসার ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র ( যার রেঞ্জই ছিল সর্বচ্চো ৫০ কিমি ) থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করে কিভাবে স্বাধীনতার ঘোষক হয় ????????????? আপনারা সবাই এই মিথায় পাকিস্তানি ষড়যন্ত্রের বিপক্ষে রুখে দাড়ান।

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২০

রঙতুলি বলেছেন: একজন সামরিক বাহিনীর কর্মকর্তা যদি কখনো স্বাধীনতা ঘোষণা করে তবে সেটা হয় সামরিক বিদ্রোহ , যেটা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ কখনোই স্বীকৃতি পাবে না ।

ওয়েল ২৬ শে মার্চ যখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন তিনি কি তখন সামরিক কর্মকর্তা ছিলেন ?

যেখানে জাতীয় নেতা বঙ্গবন্ধু ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।
উনি ত খন কোথায় ছিলেন ?
২৬ শে মার্চ শেখ মুজিব কোথায় ছিলেন , এ প্রশ্নের উত্তর দিন ।


আপনাকে জিয়া সম্পর্কিত সব পোস্ট এ জেয়ে এভাবে ফ্লাডিং করতে দেখছি , আমার পোস্ট এ প্রথম , তাই উত্তর দিলাম ।
আশা করছি নিজের ইজ্জত রাখবেন ।

১০| ৩১ শে মে, ২০১৫ সকাল ১০:০৮

সরদার হারুন বলেছেন: একটি পরাধীন দেশে স্বাধীনতার ঘোষনা দিতে পারে একজন নির্বাচিত গণ প্রতিনিধি ।আমার আপনার মত সাধারণ মানুষতো নই,
এমনকি কোন সরকারী কর্মচারীও পারে না ।মনে করেন আপনার ঘরের কোন চুরান্ত মতামত দিতে পারে ঘরের প্রধান ,বাবা।
তখন জনপ্রতিনিধী ছিলেন শেখ মুজিবুর রহমান । তিনি ৭ মার্চ বলেছিলেন "আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা........এই সব কাজ করবে ।
মোতাবেক ২৬ মার্চ কালুর ঘাটে বেতার থেকে ঘোষনা দিতে সবাই বললে মেজর জিয়া বলেছিল "আমি মেজর জিয়া শেখ মুজিবের
পক্ষে স্বধীনতা ঘেষনা করছি ।
এর অর্থ কি দাড়ায় মেজর জিয়া ঘেষক ? মেজর জিয়া সে জন্য নিজকে ঘোষক বলে নি ।
পরবর্তিতে কিছু লোক খালেদাকে বোঝায়ে তাকে ঘোষক বলে আসছে ।

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৭

রঙতুলি বলেছেন: নির্বাচিত গন প্রতিনিধির হাতেই তো ছেড়ে দেয়া হইছিল , উনারে ভোট ও দিছিলেন , কিন্তু জন প্রতিনিধি যখন জনগণের চিন্তা না করে নিজের ব্যাক্তি ও পরিবারের চিন্তায় বিজি থাকে তখন সময়ের প্রয়োজনে যোগ্যতম রা সে দায়িত্ব নিয়ে এগিয়ে যায় ।

জি আমরা ও উনাকে ঘোষক ই বলছি ,আপনারা ই ব্যক্তি পুজা করতে জেয়ে সব গুলায়ে ফেলছেন ।

১১| ৩১ শে মে, ২০১৫ রাত ৮:৪৯

ব্রিক্সশাওন বলেছেন: ১৯৭১ এ পাকিস্থান থেকে ‍দেশে স্বাধীন করছি ভারতের কাছে পশ্চাদেশ পেতে দেয়ার জন্য নয়, ভাদা সাবধান,
রাজাকারের ফাসি হয়েছে, নব্য রাজাকারেরও ফাসি হবে।

১২| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:৩৪

প্রভাষ প্রদৌত বলেছেন: ছাগল তোরা কি কিছু পড়াশনা করে ব্লগে ল্যাদাইতে আসস , না বংশে পাকিস্তানি ডিএনএ তোদের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাও নষ্ট করে দিয়েছে ????????????

" ওয়েল ২৬ শে মার্চ যখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন তিনি কি তখন সামরিক কর্মকর্তা ছিলেন ? " ভাই ছাগলের মত এটা কি প্রশ্ন করলি ??????????? ১৯৭১ সালে ২৬শে মারচ জিয়া পাকিস্তান সেনাবিহিনির মেজর ছিল , তো ছাগল মেজর কি সামরিক পদ না ???????? তুই কি প্রশ্ন করলি এটা :P :-/ :-/ ?????? আর জিয়া ২৭শে মারচ বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করেছিল , "on behalf of our great national leader the supreme commander of bangladesh Shiekh Mujibur Rahman do hereby procalim the independence of Bangladesh ........" ইংরেজি বুঝস ??????? এই কথার মানে কি ??????? এই কথার মানে কি জিয়া ঘোষণা করল না পাঠ করল ????????????


জিয়ার সৈনিকরা এত গাধার বাচ্চা যে এদের সাথে ভাল করে কথা বলতেও ঘ্রনা হয় , এত আজগুবি প্রশ্ন করে যে মনে হয় পড়াশোনাই শিখে নাই ............ জিয়া পাঠ করল ১৭শে মারচ আর ছাগলের বাচ্চারা ঘোষক বানিয়ে দিল , ছাগলের বাচ্চারা ............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.