নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের

উইবি টেকনোলজি'তে উদ্যোক্তা

ronidhbd

প্রযুক্তি উদ্যোক্তা

ronidhbd › বিস্তারিত পোস্টঃ

বগুড়ারদই.কম - প্রিমিয়াম স্বাদের বগুড়ার দই নিয়ে এক ই-কর্মাস উদ্যোগ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

বগুড়ারদই.কম - আমাদের এক ই-কমার্স উদ্যোগ। ঐতিহ্যবাহী প্রিমিয়াম স্বাদ ও পুষ্টিতে ভরপুর "বগুড়ার দই" নিয়ে আমাদের পথচলা। দই এর বাড়ি বগুড়ার শেরপুর এ আমাদের কারখানা। নিজস্ব প্রক্রিয়ায় উৎপাদিত প্রিমিয়াম স্বাদের দই আমরা পৌছে দিচ্ছি আপনার ঘরে। আমাদের কার্যক্রম ও সেবার আওতায় আছে ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি ও সিলেট সিটি। খুব শীঘ্রই খুলনা ও যশোরে চালু হবে আমাদের সেবা।





ঘুরে আসুন আমাদের ফেসবুক পাতা: https://www.facebook.com/BogurarDoi



Click & Order: http://www.bogurardoi.com/



Customer Service: 01917164673 | Email: [email protected]

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

খাটাস বলেছেন: নিজের জেলার প্রোডাক্ট নিয়ে সুন্দর বেবসায়িক উদ্যোগ দেখে ভাল লাগছে।
শুভ কামনা ভাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ronidhbd বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

আন্ধার রাত বলেছেন:
আমার বগুড়ার দই খাওয়ার কাহিনী বড় করুন। কোনদিন সরাসরি দেখা হলে বলবো। এখানে লিখলে উপন্যাস হয়ে যাবে।

আমি সিলেট আছি কেমনে পাবো? বগুড়া থেকে আসতে আসতে দই এ পোকা ধরে যাবে নাতো?

আমি অভাবি মানুষ কিন্তু শখ সম্রাট টাইপের। :(( এজন্য নিজেকে কতবার গালাগাল করেছি তবুও সম্রাটি খাইছলত বদলাতে পারছিনা। ৪ জন মানুষ চেটেপুটে খাওয়ার জন্য স্বল্প মূল্যের কোনটা বেছে নিলে ভাল হবে?

ফেইসবই এ লাইকড করলাম। উদ্যোগ সফল হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ronidhbd বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য ২ পটের ফ্যামিলি প্যাকটা উপযুক্ত। ৪ জন পেট পুরেই খেতে পারবেন আশা করছি। সিলেটে আমরা একটু সময় নেই। কারন ওখানে বর্তমানে আমাদের কোন প্রতিনিধি নেই। একসাথে কয়েকটা অর্ডার জমা হলে তারপর ডেলিভারি দেই। তবে সেটা এক সপ্তাহ'র বেশি নয়। আপাতত কুরিয়ার সার্ভিসই ভরসা। আপনাকে ওদের ডেলিভারি পয়েন্ট থেকে ডেলিভারি নিতে হবে। আপনার দই খাওয়ার কাহিনী শুনতে চাই :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

ronidhbd বলেছেন: কোন কারনে নষ্ট হয়ে গেলে টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ্। অথবা পুনরায় পাঠানো হবে।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

জামিল আনসার বলেছেন: খুবই ভালো উদ্যোগ। ঢাকায় অর্ডার করার পর ডেলিভারী পেতে কত সময় লাগবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

ronidhbd বলেছেন: ধন্যবাদ। ঢাকায় সাধারনত অর্ডার দেওয়ার পরের দিনই ডেলিভারি দেওয়া হয়। কোন কারনে স্টক না থাকলে আমরা ফোন করে সম্ভাব্য সময় জানিয়ে দেই। তবে সাধারনত ৩ দিনের বেশি সময় নেই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.