| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় একটি নাটক ছিল এটি। গানটি মনছুয়ে যেত, এখনও যায়। অনেকেই হয়ত ভুলেননি গানটি। কিন্তু শোনেনওনি অনেকদিন। আমিও না। তাই আবার শুনলাম।
ব্যস্ত শহরে
ব্যস্ত শহরে
ঠাস বুনঠের ভীরে
আজও কিছু মানুষ
স্বপ্ন খুজে ফিরে
ক্লান্ত শরীরে
মান-অভিমানে
থমকে থাকা এ মন
বেচে থাকার আদিম সুখের
স্বপ্ন যোগায়
এ বন্ধন।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬
রন্টি চৌধুরী বলেছেন:
২|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০
প্রলয় হাসান বলেছেন: হুমম, অর্নব ভাইয়ার গান। আমি এখনও প্রায়ই শুনি এটা।+++![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬
রন্টি চৌধুরী বলেছেন: থ্যাংকইউ
৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩১
সব্যসাচী বলেছেন:
বন্ধন নাটকটা অনেক জনপ্রিয় ছিল। স্টেডিয়াম পাড়ার ছবিটা ভালো হয়েছে।
ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৮
রন্টি চৌধুরী বলেছেন: এটা কেমন দেখুন...
৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩১
দূরন্ত বলেছেন: হুমম....শেয়ার করার জন্য ধন্যবাদ।
+
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৮
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৩
সব্যসাচী বলেছেন:
হনলুলু ধইন্যাপাতা দিয়ে আর কি হবে। আপনি আরেকটা গান দিন।![]()
অর্ণবের অনেক গান আমার ভালো লাগে। প্রলয় হাসান।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৯
রন্টি চৌধুরী বলেছেন: ঠিক।
৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৬
প্রিয়তমা বলেছেন: আমার প্রিয় একটা গান ছিল! খুঁজে পেয়ে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৯
রন্টি চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩৭
প্রলয় হাসান বলেছেন: বুনট* হবে। রন্টি ভাই কেমন আছেন? আমি নতুন পোস্ট দিয়েছি। ব্লগের কাওকে আমি কোনদিন এভাবে বলিনি। আপনাকেই আজ প্রথম বল্লাম। আপনার প্রতি অন্যরকম এক শ্রদ্ধার কারনে।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
রন্টি চৌধুরী বলেছেন: হুমম.....![]()
আগেই দেখেছি।
৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: নাটকটা সম্ভবত ইটিভি তে দেখাতো । অনেক আগের কাহিনী ... গানটা দারুন লাগতো .. আমার কাছে আছে .. প্রায়ই শোনা হয় ।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২২
রন্টি চৌধুরী বলেছেন: এটি বাংলাদেশের প্রথম মেগাধারাবাহিক বন্ধন এর গান। ইটিভিতেই ছিল। এ নাটক দেখার জন্য প্রতিদিন তাড়াতাড়ি বাসায় ফেরার তাড়া থাকত।
৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৬
রাশেদ বলেছেন: আহা। থ্যাঙ্কু। ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৩
রন্টি চৌধুরী বলেছেন: ভাতিজা, কেমন আছো?
১০|
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৩
মিয়াভাই সিলটী বলেছেন: খুব ভাল লাগল,অনেকদিন হয় গানটা শুনা হয় না।+
ধন্যবাদ।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৩
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১১|
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১০
(অ)গাণিতিক বলেছেন: এটা আমারো প্রিয় গান।
ঐসময় আরো কিছু নাটকের গান বেশ জনপ্রিয় ছিল।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৫
রন্টি চৌধুরী বলেছেন: নাটক লেখা শুরু করেন ভাই। আপনার লেখার হাত চমৎকার। আর বাংলাদেশে নাট্যকারের প্রচন্ড অভাব।
আমি এই পরামর্শ দেবার ফি হিসেবে, আমি যখন নাটক বানানো শুরু করব তখন কোনধরনের ঝামেলা করা ছাড়া আমাকে স্ক্রিপ্ট দিয়েন। ![]()
১২|
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪৩
রাশেদ বলেছেন: মামু ভাতিজা কেম্নে! ভাগ্নে হমু!
![]()
১৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪৩
রাশেদ বলেছেন: মামু দেকি ব্যবসায়িক ধান্ধা করে! ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: আরে মিয়া। এই লোক এত ভাল লিখে। আমার পরামর্শ মত নাটক লেখা শুরু করলে তো বিখ্যাত হয়ে যাবে। পরে আমাদের মত নতুন প্রোডাকশনকে স্ক্রিপ্ট দিতে চাইবে না। যা এখনকার জনপ্রিয় নাট্যকারেরা করে থাকেন। তাই আগাম কথা নেবার চেষ্টা করলাম। ব্যবসা কই দেখলেন। রয়ালিটি দেব না তাতো বলিনি।
১৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৯
দোলাহাসান বলেছেন: সুন্দর গান, আগে শোনা হয়নি।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৭
রন্টি চৌধুরী বলেছেন: নাটকটা দেখেননি?
১৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪১
রাশেদ বলেছেন: বলগে নো ব্যবসা! আন্দোলন গরে তুলা হইবেক! ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৭
রন্টি চৌধুরী বলেছেন: হায়রে। পোলাপান শিল্পের মাঝেও ব্যবসা খোজে। কি হবে এই জাতির...
নতুন প্রজন্ম তো দেখি গেল....![]()
![]()
১৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: মামু কি পাটোয়ারী থিকা চৌধুরী হইচে নাকি !!! খালি বেবসা বেবসা করে ক্যা ?
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৪৬
রন্টি চৌধুরী বলেছেন: হায়রে। পোলাপান শিল্পের মাঝেও ব্যবসা খোজে। কি হবে এই জাতির...
নতুন প্রজন্ম তো দেখি গেল....![]()
![]()
১৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫১
রাশেদ বলেছেন: ![]()
১৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫২
রাশেদ বলেছেন: মামুর ব্যবসা বন্ধ হয়াতে মামুর মাতা গেচে! একন শিল্প কুজে!
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫২
রন্টি চৌধুরী বলেছেন: কিসের ব্যবসা? কার?
১৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০০
দোলাহাসান বলেছেন: নাটকটা দেখা হয়নি। খুঁজে দেখব কারো কাছে আছে কিনা।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৩
রন্টি চৌধুরী বলেছেন: নেই মনে হয়। বন্ধন দেখার আমারও খুব ইচ্ছে। বাংলা সাইটের এনসাইক্লোপিডিয়া এক ভাতিজা আছে আমার। তাকে জিগ্গেস করে দেখতে হবে।
২০|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০১
রাশেদ বলেছেন: মামু শোকে ব্যবসাও ভুলে গেচে! আহারে! ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৪
রন্টি চৌধুরী বলেছেন: ভাতিজা, উপরের কমেন্ট দেখ।
২১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষু রে .. মামু কইলাম কুদ্দুস কোম্পানির টিউবলাইট ... আরিকটু সুজা কইরা ... নইলে ... খালি মাতা চুলকাইবো ।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৬
রন্টি চৌধুরী বলেছেন: গভীর ষড়যন্ত্র টের পাওয়া যাচ্ছে।
২২|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: বাহানা আপা .. আপনি http://www.polapain.com অথবা http://www.murchona.com এ গেলেই অনেক নাটকের থিম ট্র্যাক পাবেন।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৮
রন্টি চৌধুরী বলেছেন: বন্ধন নাটকটার কোন খোজ দিতে পারেন কি?
২৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১১
বিষাক্ত মানুষ বলেছেন: আমার চোখে পড়ে নাই ।
২৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১২
রাশেদ বলেছেন: Click This Link
এইডা দেখেন।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১৪
রন্টি চৌধুরী বলেছেন: এইগুলোতে বন্ধন পাইনি। কোথায় পেতে পারি তুমি কি জান?
২৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:১২
রাশেদ বলেছেন: হ! মামুর বয়স হইছে তো! আধা জ্বলা ঠিউব লাইত হইয়া গেছে!
২৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২০
(অ)গাণিতিক বলেছেন: হা হা হা!!
ভালো কথা বলেছেন!
আসলেই নাটক লেখার ইচ্ছা হয়েছে কদিন হল। ![]()
বাসায় বাংলা নাটক দেখে আমার মা ইদানিং বাংলা দেশী নাটক বাদ দিয়ে সে ইন্ডীয়াণ বাংলা নাটক দেখা স্টার্ট করেছে!!!
আমি ভাবলাম বাংলা দেশিরা আবার কি করলো!! খুবই খারাপ অবস্থা। একেকটা দ্রৃশ্যে অহেতুক টাইম নষ্ট করে!!
একুশে টিভির আমলে নাটক গুলো নিয়ে গর্ব করা যেত। আর এখঙ্কার নাটক দেখে হতাশ হই।
আপনি নাটক বানাতে চাইলে স্বাগতম!!
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৪
রন্টি চৌধুরী বলেছেন: আপনি লিখা স্টার্ট করেন। দুএকটা ব্লগেও দেন।
সত্যি সত্যি , সিরিয়াসলি লেখা স্টার্ট করেন।
২৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২০
প্রাণ চানাচুর বলেছেন: আবুল ভাই, লগইন আছে দেখে আমি্ও কর্লাম। তারপরে দেখি আবুল্লাহ ভালই গান দিছে। থ্যাংকিউ আবুল ভাই![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৩
রন্টি চৌধুরী বলেছেন: এই যে কনজিউমার কোম্পানির এ্যডফার্ম...আবুল ভাইকে?
২৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২০
রাশেদ বলেছেন: খুঁজে দেখি। এক্টু গুতাচ্ছি। ৫ মিনিট।/
২৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৫
প্রাণ চানাচুর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৫
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
৩০|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৭
মোস্তাফিজ রিপন বলেছেন:
+
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৯
রন্টি চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে মোস্তাফিজ রিপন ভাই। একজন অতিমানবের পর তো আপনার আর কোন গল্প পেলাম না।
৩১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৮
(অ)গাণিতিক বলেছেন: খাইসে!!
সিরিয়াসলি বলতেছেন নাকি? !!
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৯
রন্টি চৌধুরী বলেছেন: জি
৩২|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৯
রাশেদ বলেছেন: পাইলাম না। একান্নবর্তি আছে কিন্তু বন্ধন নাই। ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩১
রন্টি চৌধুরী বলেছেন: সেটাই। এমনকি দেশে ডিভিডিও নেই। অসম্পূর্ণ নাটক, তাই ডিভিডি ছাড়া হয় নি। কিন্তু ছাড়লে যে চলত তা সন্দেহ নেই। এখন কে বোঝাবে এটা আফসানা মিমিকে?
৩৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩১
প্রাণ চানাচুর বলেছেন: আবুল ভাই, বন্ধন নাটকের ডিভিডি বাজারে কিনতে পাওয়া যায়![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩২
রন্টি চৌধুরী বলেছেন: কই আমি তো ব্যপক খোজাখুজি করলাম। পেলাম না তো। দোকানীরা সাদা চোখে বলে --নাই।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩২
রন্টি চৌধুরী বলেছেন: আবুল ভাই কেঢা?
৩৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৩
প্রাণ চানাচুর বলেছেন: B:-)কিন্তু আমার ফ্রেন্ডের কাছে শুনেছি, বন্ধন নাটকের ডিভিডি তার আছে। আমাকে এও বলেছে তুই দেখলে চাইলে আমার কাছ থেকে নিয়ে দেখিসB:-)
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৫
রন্টি চৌধুরী বলেছেন: তাই? গপ্প মারে নাই তো?
যা হোক। আমি কেমনে পাব? উপায় তো দেখি না। গান শুনেই ঠান্ডা হতে হবে মনে হচ্ছে। ![]()
৩৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৪
রাশেদ বলেছেন: ইয়ে মানে! বন্ধন আমি দেখিই নাই একটা পর্বও, মনে পড়ে যতদুর। একান্নবর্তিও দেখি নাই। ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৯
রন্টি চৌধুরী বলেছেন: সারওয়ার ফারুকীর প্রথম কাজ..টেলিফিল্ম চোরচোর (যা অনেকেই দেখে নি মনে হয়।)দেখে তার ভক্ত হয়ে গিয়েছিলাম। চড়ুইভাতিও ভাল লেগেছিল। তাই দারুন আশা করে বসেছিলাম তার ছবি ব্যাচেলর নিয়ে। যখন এটি বেরুল তখন হতাশ হয়ে গেলাম। একটা টেলিফিল্ম ছাড়া এটা আর কিছুই ছিল না। ৫১ বর্তী আমারও দেখা হয়নি। ৬৯ গতমাসে দেখলাম। মারাত্বক ভাল লেগেছে। স্ক্রিপ্ট অত্যন্ত ভাল, ঝড়ঝড়ে।
সামগ্রিকভাবে ফারুকীর প্রতি আমার একটু আ্যলার্জি আছে। সে তার প্রতিভামত কাজ না করে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে।
৩৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৪
প্রাণ চানাচুর বলেছেন:
লেখক বলেছেন, আবুল ভাই কেডা?![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
৩৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৬
মোস্তাফিজ রিপন বলেছেন: মহামানব
আল মাহমুদকে লিখেছি। পাবলিক লাইক করে নাই।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪২
রন্টি চৌধুরী বলেছেন: আমি গল্পের কথা বলছিলাম।
আর আলমাহমুদ সম্পর্কিত আপনার লেখাটার কথা বলছেন? আপনি কি ওটায় তার প্রশংশা করেছিলেন? তাহলে এ ব্লগের পাবলীক লাইক করবে কেন?
৩৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩৮
প্রাণ চানাচুর বলেছেন: আমি ওসব নাটক একটাও দেখিনি।
আমি শুধু মোস্তদেরটা দেখি।
৪২০ আর ৬৯ দেখছি শুধু।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪০
রন্টি চৌধুরী বলেছেন: সারওয়ার ফারুকীরে দেখতে পারি না।
৩৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪০
রাশেদ বলেছেন: আমিও চেনাচুররররের মতই। ![]()
৪০|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪০
রাশেদ বলেছেন: মুড়ির টিন ভাল্লাগছে। তয় ব্যাচেলর আমারো ভালো লাগে নাই। চড়ুইভাতি খুব ভালো লাগছিলো।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৫
রন্টি চৌধুরী বলেছেন: মুড়ির টিন কি ফারুকির? মনেহয় তো তার ভাইবেরাদরদের কারও।
তার নাটক বেশী জীবনধর্মী করতে যেয়ে সে কোয়ালিটির দিকে নজর দেয় নি। মাঝে মাঝে ফালতু সব অভিনেতা নেয়। ডায়লগ থ্রো করতে এরা দশবার তোতলায়। ফারুকি এটা বাস্তব দৃশ্য বলে চালিয়ে দেয়। কিন্তু বাস্তবে মানুষ কি কথায় কথায় আটকে আটকে কথা বলে?
যেহেতু মানুষ তার সাটক খাচ্ছে, তাই সে মান বাড়াচ্ছে না। অথচ সেকিযে প্রতিভাবান তা তার চোরচোর টেলিফিল্মটা দেখলেই বোঝা যায় বা তার এ্যডগুলো দেখে।
৪১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৫
মোস্তাফিজ রিপন বলেছেন:
লেখাটা পইরেন।
Click This Link
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: ভাল লাগার মতই তো লিখেছেন। মাইনাসগুলো বোধহয় অটোমেটেড। এ ব্লগে কিছু মাইনাস অটোমেটিক পড়ে।
৪২|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: মুড়ির টিন কড়া ... টিনের তলোয়ার ... ঠুয়া ....আর ক্যারাম তো বেশী জোস ।
রন্টি আপনিকি হালের ."হয়তো বা ভালোবাসা" দেখেছেন ??
নাটকটা ভালো লাগসে আমার । তিনবার দেখসি
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫০
রন্টি চৌধুরী বলেছেন: টিনের তলোয়ার আশুতোষ সুজনের। ঠুয়া...একটা দুর্দান্ত। এটা ফাহমির। ক্যারাম বোধহয় রাজীবের।
দেখি নি। দেখব।
তুমি বললে ভাল লাগে।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪
রন্টি চৌধুরী বলেছেন: হয়তবা ভালবাসা দেখিনি দেখব এটা বলেছি। মু.টি. ঠুয়া, ক্যারাম দেখে ফেলেছি অনেক আগেই।
৪৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৭
(অ)গাণিতিক বলেছেন: সামগ্রিকভাবে ফারুকীর প্রতি আমার একটু আ্যলার্জি আছে। সে তার প্রতিভামত কাজ না করে উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে।
একমত, বেশী খামখেয়ালি করতে গিয়ে তার নাটকের নাটকিয়তাই নাই হয়ে যাচ্ছে ইদানিং।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: ঠিক।
৪৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৪৯
রাশেদ বলেছেন: চোরচোর দেখি নাকি খেয়াল নাই।
তয় তার নাটকের মাইয়াগুলান জোস! ![]()
কোয়ালিটি নাই অনেক নাটকে, এইডা সত্য। আর অনেক নাটক তার চ্যালারা করে, সে পরিবেশক থাকে।
কেরাম জোস। টিনের তলোয়ার কোনটা? ছেলেটা বাইরে জাবার ট্রাই করে সেইটা নাকি? তাইলে ঐটাও খুব ভাল্লাগছিলো আমার। বিশ্বকাপ ফুটবল নিয়া একটা আছে, সেইটাও ফাটাফাটি। নাম ভুলে গেছি।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫২
রন্টি চৌধুরী বলেছেন: ছেলে বাইরে যাবার ট্রাই করে এইটা উড়োজাহাজ। এটা ফারুকীর। ভাল স্ক্রিপ্ট। কিন্তু অত্যন্ত বাজে অভিনয় কেন্দ্রিয় চরিত্রের। এ ছেলেটিকে অনেক নাটকেই দেখা যায়। কেন সেটা ফারুকী জানে।
ইদানিং তার খারাপ স্ক্রিপ্টের নাটকও ভাল লাগতে পারে, কেননা মোশারফ করিমের মত অসাধারন অভিনেতারা অভিনয় করলে যেকোন কিছুই ভাল লাগার কথা।
৪৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫২
বিষাক্ত মানুষ বলেছেন: আইচ্ছা ঠিকাছে .. তুমি কমুনি ... ইন্টার কি ৯৭ ?![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: সেইটা ব্যাপারস না। ইন্টার ৯৫ও হতে পারে। আবার এসএসসি ২০০৭ এ। ব্যাপারস না। ![]()
৪৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০২
রাশেদ বলেছেন: আচ্ছা। তোমার তো মামু ভালৈ মনে আছে সব কিছু। আমার এতো খেয়াল থাকে না।
হু! ঐ ছেলেটাকে নিয়মিত দেখা যায় ফারুকীর নাটকে। আমি করিমের ভক্ত। টিনের তলোয়ার মনে পড়ছে, নতুন ঐ নায়কটা অভিনয় করেছিলো? মেস জীবনের কাহিনী।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬
রন্টি চৌধুরী বলেছেন: মোশাররফ, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন...এদের অস্কার পাওয়া দরকার ছিল প্রতি বছর।
৪৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০২
বিষাক্ত মানুষ বলেছেন: আইচ্ছা !!!! মেট্রিক ৯৭ !!! বুড়া ভাম ... আমগো ইন্টার ২০০৮ এ .. বাচ্ছা পুলাপান আমরা ।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭
রন্টি চৌধুরী বলেছেন: হ! পুরান যুগের মানুষ আমরা...![]()
৪৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: হুম.. টিনের তলোয়ার মেস জীবনের কাহিনী ।
আরেকটা দেখসিলাম 'তামার বিষ' ঐটাও ভালো লাগসে । সেলিম ছিলো নাটকটাতে
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯
রন্টি চৌধুরী বলেছেন: ট্যাক্সি ড্রাইভার কেমন লেগেছে?
এটাও সুজনের। ফারুকীর ভাই বেরাদরদের মধ্যে এ ছেলেটা উঠে গেছে। ফাহমিও ভাল করছে। তবে এরা সতন্ত্র কোন জায়গায় যেতে পারবে বলে মনে হয় না। কারও ছায়ায় পড়ে থাকেলে ভাল কিছু হয় না।
৪৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮
রাশেদ বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক (সৌজন্যে বিমা)
৫০|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮
রাশেদ বলেছেন: তামার বিষ দেখি নাই। ফাউল হেব্বি লাগছিলো।
৫১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৯
রাশেদ বলেছেন: প্রজাপতিকাল দেখছেন? বাবু জয়ার নাটক। খুব ভাল্লাগছিল আমার। সম্পুর্ণ ভিন্নধর্মী নাটক।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১০
রন্টি চৌধুরী বলেছেন: প্রজাপতিকাল দেখছেন?
কাকে বলছেন জনাব?
৫২|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১০
রাশেদ বলেছেন: ট্যাক্সিড্রাইভার ভাল্লাগছে। আর সেই লম্বু মাইয়াটারে খালি মনে পড়ে! ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১
রন্টি চৌধুরী বলেছেন: হাসান মাসুদকে খালি মনে পড়ে।
৫৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১১
বিষাক্ত মানুষ বলেছেন: আমি একটা টেলিফিল্ম খুঁজছি "রোদ্র রোদেলার কাব্য" কোথাও পাচ্ছি না ।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৩
রন্টি চৌধুরী বলেছেন: উফ!!! কিযে দুর্দান্ত সেই টেলিফিল্ম। আমি তখন জ্বরের ঘোরে। ঈদের মজা মাটি করে বাসায়। কিবরিয়া মারা গেছেন। আমাদের পুরো শহরে প্রলয়ংকরী কান্ড চলছে। সেই সময়টাতে এই টেলিফিল্মটা দেখেছিলাম। কাহিনী কিছুই নাই। কিন্তু মাহমুজের সেকি এক্সপ্রেশন....আর রিচি...আহা...
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮
রন্টি চৌধুরী বলেছেন: খুজে দেখব নে। বিডি বাংলাতে নাই?
৫৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭
রাশেদ বলেছেন: সরি! ভুলে কইয়া লাইছি মামু। মাইন্ড খাইয়ো না। ![]()
রৌদ্র রোদেলার কাব্য দেখি নাই মনে হয়। তবে এক বছর আগেও নিয়মিত নেটে নাটক দেখতাম। এখন অনেক কম দেখি।
৫৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭
রাশেদ বলেছেন: রিচি মাহফুজ? তাইলে কি এইটা রিচির অসুস্থ জামাই থাকে, সেইটা নিয়ে?
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮
রন্টি চৌধুরী বলেছেন: না।
৫৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: আমি দেখি নাই .... ![]()
বন্ধুর মুখে নাম শুনসিলাম ... তারপরথিকা খুঁজেই যাচ্ছি ।
কেউ এইটা আপলোড করে নাই । ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৯
রন্টি চৌধুরী বলেছেন: প্রচন্ড একটা গ্ল্যামারাস নাটক।
৫৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০
রন্টি চৌধুরী বলেছেন: আরেকটি টেলিফিল্মের নাম বলি , বিবর্ন আকাশ। দেখেছ কি? না দেখলে দেখে নিও। দুর্দান্ত।
৫৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৩
রাশেদ বলেছেন: নাম পরিচিত। সিউর না।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৭
রন্টি চৌধুরী বলেছেন: এটা রিচি আর সজলের। সজল ফালতু অভিনয় করে এ ভুল ধারনা আমার ভেঙে গিয়েছীল এটা দেখে।
৫৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: দেখি নাই
৬০|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৩
রাশেদ বলেছেন: বেশ কিছু ভালো নাটক দেখছিলাম। নাম সব ভুলে গেছি।
৬৯ লাস্টের দিকে এসে বিরক্ত লাগতো! টেনে লাম্পা করতেছিল।
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৯
রন্টি চৌধুরী বলেছেন: ঠিক। আর ওই সময়ে বোধহয় তিশার সাথে প্রেমের শুরু
তাই তাকে হিট করা কত চেষ্টা ![]()
৬১|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৪
রাশেদ বলেছেন: তাইলে দেখি নাই ঐটা।
৬২|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৬
৬৩|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: হুকে ... দেখতাচি ![]()
ড়াষু "রৌদ্র রোদেলার কাব্য"টা এট্টু খুজে দেস না ভাই ।
৬৪|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০
রাশেদ বলেছেন: আইচ্ছা দেকি।
৬৫|
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৫
রাশেদ বলেছেন: পাইলাম না। তিনটা সাইটে দেক্লাম। ![]()
২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৩
রন্টি চৌধুরী বলেছেন: পেলাম না আমিও।
৬৬|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১১
প্রাণ চানাচুর বলেছেন: আমার স্থিতি খুবই কম। নাটক সিনেমা ঘন্টার পর ঘন্টা বসে দেখতে পারিনা। কিন্তু মোস্তদের যখন কোন নাটক হয়, তখন কখন যে সময় পার হয়ে যায় টেরই পাই না।
ও আরেকটা না বললেই না "রমিজের আয়না"নাটকটা দেখেন। হেব্বি।
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫
রন্টি চৌধুরী বলেছেন: মিস করি নি। প্রিয় নাটক। তবে শিহাব শাহীনের মনেহয় লারা লোটাসের প্রতি মারাত্বক কেন দুর্বলতা আছে...![]()
৬৭|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১০
মাজুল হাসান বলেছেন: গানটা ভালো লাগছিলো, সাথে পাভেল আজাদ (আজাদ আবুল কালাম)এর অভিনয় দারুণ লাগছিলো।
+
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৯
রন্টি চৌধুরী বলেছেন: আজাদ হচ্ছে ক্লাসিক। কেন যে ও বেশী বেশী অভিনয় করে না আল্লাহ জানে!
৬৮|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১১
প্রাণ চানাচুর বলেছেন: আর আপনি মোস্তদের নাটক নিয়ে এরকম কথা বল্লেন, আমার আগেই আপনাকে মাইনাস দেওয়া উচিত ছিল।
(খাইয়ালামু)
তবে মাছরাঙা'র নতুন একটা নাটক আসছে নাকি চ্যানেল আই'তে সাংবাদিকদের নিয়ে সেইটাও দেখেন। মনেহল ভাল হবে।
আর মাছরাঙাদের সমস্যা হচ্ছে ওরা ঘরের ডিজাইন নিয়ে এত বেশি ঢং করে যে অসহ্য লাগে।(খাইয়ালামু)
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৫
রন্টি চৌধুরী বলেছেন: হু...মিমি ঢঙে বিশ্বাসী। কি করা মার্কেট পুরাটা তার। ঢঙ তো করবেই।
৬৯|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১২
প্রাণ চানাচুর বলেছেন: সারা জাকেরদের নাটকও ভাল।
....আর ওদের ছেলেটা তো আরও আরেকটা জিনিস।
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮
রন্টি চৌধুরী বলেছেন: ইরেশের নাটক দেখেছি কিনা মনে পড়ে না। অত আ্হামরি কিছু কি?
ওর প্রতি একটা নেতিবাচক ধারনা গড়ে উঠেছে আলী যাকেরের ছেলে হিসেবে ওকে কাস্ট করার ধুম পড়েছে দেখে।
ওকে নিলে বিগ্গাপনের অভাব হয় না। অনএয়ারে যাবেই যাবে, এমন একটা ধারনা থেকেই বোধহয় সবাই তাকে নেয়। তবে হয়ত ও ভালই। গুনী বাপমায়ের ছেলে বলে কথা।
৭০|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৩
প্রাণ চানাচুর বলেছেন: আমার কমেন্টগুলো মুছে দিয়েন। বেশি করে ফেলেছি
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:১৮
রন্টি চৌধুরী বলেছেন: কাটাকাটির মাঝে আমি নাই বাপু
৭১|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৩
প্রলয় হাসান বলেছেন: রোদ ও রোদেলার কাব্য আমিও দেখেছি। আমার দেখা সেরা একটা টেলিফিল্ম। ওটার স্টার্টিংটা আমার কাছে অ-সা-ধা-র-ন লেগেছে। ছাদের গেটের কাছে মাহফুজ বসে আছে, কারন ছাদে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে! ব্যাকগ্রাউন্ড সফট ক্লাসিক মিউজিক! ক্যামেরার লাইনআপও ছিলো দেখার মত। তখনই বুঝেসিলাম এটা কোন একটি জিনিস!
কাহিনীর শেষে পাড়ার বখাটে(!) মাহফুজের কাছে রিচি যে ঝাড়ি খায়, অভিনয় হলেও সেটা রিচির সারাজীবন মনে রাখার কথা।
ভাল লেগেছিলো বলে দেখার শেষে ডিলিট করিনি। আমার হার্ডডিস্কে মনেহয় এখনো আছে।
০১ লা মে, ২০০৮ ভোর ৬:০৯
রন্টি চৌধুরী বলেছেন: কাহিনীর শেষে পাড়ার বখাটে(!) মাহফুজের কাছে রিচি যে ঝাড়ি খায়, অভিনয় হলেও সেটা রিচির সারাজীবন মনে রাখার কথা।....একমত।
নাটকের প্রথম দিকে মাহফুজের যে স্টাইলিস অভিনয়...খানিকক্ষনের জন্য আমার এমন হতে ইচ্ছে হয়েছিল।
হার্ডডিস্কে থাকলে পেতে পারি কি?
৭২|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৪
প্রলয় হাসান বলেছেন: রুদ্র থাকে মাহফুজের নাম...আর রোদলো থাকে রিচির।
০১ লা মে, ২০০৮ ভোর ৬:১১
রন্টি চৌধুরী বলেছেন: হুমম...রুদ্র হতে ইচ্ছে করে....
৭৩|
২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
প্রাণ চানাচুর বলেছেন: ভ্যাবলা ভ্যাবলা হিসেবে ইরেশটা মারাত্বক।
০১ লা মে, ২০০৮ ভোর ৬:১০
রন্টি চৌধুরী বলেছেন: তাই? বাপের যোগ্য হতে পারেনি? একটা নাটক দেখছি। ভালই করে তো
৭৪|
৩০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: গানটা নিতেই হবে, কারণ গানটা অর্ণবের![]()
থ্যাংক ইউ ভাইয়া!!
০১ লা মে, ২০০৮ ভোর ৬:০৯
রন্টি চৌধুরী বলেছেন: ![]()
৭৫|
০১ লা মে, ২০০৮ ভোর ৬:০১
রুবেল শাহ বলেছেন: গানটা তো পাইলাম না------------
০১ লা মে, ২০০৮ ভোর ৬:০৭
রন্টি চৌধুরী বলেছেন: পাইলাম না মানে কি? লিংক দিলাম না? বাজে না?
৭৬|
০১ লা মে, ২০০৮ ভোর ৬:১৩
মানুষ বলেছেন: গানটা চমৎকার
কিন্তু নাটকটা মচৎকার
০১ লা মে, ২০০৮ ভোর ৬:২৫
রন্টি চৌধুরী বলেছেন: আমার কাছে ভালই লেগেছিল।
৭৭|
০১ লা মে, ২০০৮ ভোর ৬:২৭
মানুষ বলেছেন: আসলে নাটক দখার মতো ধৈর্য থাকে না আমার। তার উপর সিরিয়াল হলেতো কথায় নাই। কবে আর এক পর্ব হবে তার জন্য বসে থাকোরে, সে আমার দ্বারা হবে না।
০১ লা মে, ২০০৮ ভোর ৬:৩১
রন্টি চৌধুরী বলেছেন: এই নাটকটা আরেকবার দেখার ইচ্ছে ছিল, কিন্তু নেটে পাচ্ছি না।
৭৮|
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫
সৈকত মিত্র বড়ুয়া বলেছেন: আমার ভাল লাগা গানের মধ্যে চমৎকার একটি গান। এখনো শুনতেছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০
হনলুলু বলেছেন: অনেকদিন পরে শুনলাম.......
পেলাচ ........ লগে এক্টা ধইন্যাপাতা..