নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের অপব্যবহার বন্ধ করা জরুরী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

আমাদের দেশে ফেসবুকের জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বিপদের আশংকা বহুগুন বেড়ে গেছে। বানরের হাতে যেমন লাঠি দিতে নেই, তেমনি নিম্ম রুচি,সংস্কৃতির ধারকদের ফেসবুক ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় এখন যে কেউ অপদস্থ হচ্ছেন।

প্রথমত : কিছু ব্যক্তি আছেন অন্যের প্রোফাইলে ঢুকে ফ্রেন্ডলিস্টে থাকা নারীদের সমানে রিকোয়েস্ট পাঠান। অথচ তিনি এই নারীদের একজনকেও কোনভাবেই চিনেন না। অহেতুক রিকোয়েস্ট পাঠিয়ে বিরক্ত করেন। অভিযোগ আছে অনেকেই ইনবক্সে আজে বাজে মন্তব্য করেন, থ্রি-এক্স ছবি পাঠান।

দ্বিতীয়ত; কিছু ইউজার আছেন আমার বা আপনার কোন স্ট্যাটাসে অপ্রাসংগিক কমেন্ট করেন। স্যাড বা মৃত্যুর সংবাদের কোন স্ট্যাটাসেও লাইক দেন। আজেবাজে কমেন্ট করেন। যার জন্য অনেক সময় লজ্জা ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এইসব ইউজার একবারও ভাবেন না আমার ফেসবুক বন্ধুটির বন্ধু তালিকায় আমার ভাই,বোন, আত্মীয় স্বজন থাকতে পারেন।

তৃতীয়ত: কিছু গন্ডমুর্খ ইউজার আছেন কোন বন্ধুর পোস্ট করা ছবিতে যদি নারীর উপস্থিতি দেখেন তাহলেই কাম সারা। ঝাঁপিয়ে পড়েন কমেন্ট করতে। সেইসব কমেন্টের ভাষা এতোটা অশালীন হয় যে, লজ্জায় ছবিটি ডিলিট করে বাঁচতে হয়। তারা একবারো ভাবেন না নারীটির সাথে ছবির পোস্টদাতার সম্পর্ক কি! সাম্প্রতিক সময়ে ক্রিকেটার নাসির ও তার বোনের ছবিটি নিয়ে যা ঘটেছে, তা ছিল সত্যি লজ্জাজনক।

সর্বশেষ ভয়ংকর বিষয়টি হচ্ছে ফেসবুকে যে কেউ অন্যকে গালাগালি করে চরিত্র নিয়ে টান দেয়। দালাল,রাজাকার ইত্যাদী ট্যাগ সেটে দিচ্ছেন।

কি অদ্ভুত আমাদের ফেসবুক ব্যবহারকারীদের মন-মানসিকতা!

এইধরনের উদাহরন দিয়ে শেষ করা যাবে না।

তাই ফেসবুকে যাকে তাকে বন্ধু তালিকায় স্থান দেয়া যাবে না। সতর্কতার সাথে যাচাই করে বন্ধু তালিকায় রিকোয়েস্টকারীকে স্থান দিতে পারেন। তবে অবশ্যই শিক্ষিত ,মার্জিত রুচির মানুষকে বন্ধু করা উচিত। আরেকটি বিষয় ফেসবুক সবসময় সিকিউরিটি দিয়ে সবকিছু আটকে রাখা উচিত।

শুরুতে বলেছিলাম বানরের হাতে লাঠি দিতে নেই। ফেসবুকের অপব্যবহার বন্ধ করা জরুরী হয়ে পড়েছে । তাই বাংলাদেশে আজেবাজে , মুর্খ মানুষদের ফেসবুক একাউন্ট ওপেন করা ঠেকাতে আরো কঠিন হতে হবে জুকারবার্গের টিমকে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ,জন্মসনদ , পাসপোর্টের নাম্বার ইত্যাদী যাচাই করে তবে ফেসবুক একাউন্ট ওপেনের অনুমতি দেয়ার পদক্ষেপ নেয়া যেতে পারে ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.