![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী চাকুরীরতদের বেতন-ভাতা বৃদ্ধির আগেই সরকার সম্পূর্ন যুক্তিহীনভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে । অথচ বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কয়েক বছর আগেই কমেছে । সেই সময়টাতে সরকার জ্বালানী তেলের দাম কমায়নি। বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন খরচ কমলেও সরকার বেআইনীভাবেই গ্যাস-বিদ্যুতের দাম আগেরটাই বহাল রেখেছিলো । এখন আবারো গ্যাস-বিদ্যুতের দাম আরেকদফা বাড়িয়ে দেয়ায় এর প্রভাবে গাড়িভাড়া , জিনিষপত্রের দাম যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
ইতোমধ্যে সরকার বিভিন্ন রুটের বাস ভাড়া , সিএনজি ভাড়া পুনঃনির্ধারন করায় বেশী ভাড়া গুনতে গিয়ে সাধারন জনগনের নাভিশ্বাস উঠছে । একই সাথে বেতনবৃদ্ধির কারনে বাড়িভাড়া ,কাচা বাজারের উপর বিরুপ প্রভাব পড়েছে । বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা যায় , বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনগনের পকেট থেকে ১০হাজার কোটি টাকা খসিয়ে নেয়ার বন্দোবস্ত পাকাপোক্ত করা হলো। এই কথা বললে বেশী বলা হবে না যে , এই দামবৃদ্ধি গ্যাস ও বিদ্যুতের উন্নয়নের জন্য নয় , দামবৃদ্ধি করা হয়েছে দেশী বিদেশী লুটেরা ও আমলা-মন্ত্রী এবং সরকারীদলের লোকজনের লুটপাটের জন্য ।
আমাদের দেশের বিদ্যুতের প্রায় অর্ধেক (৪০'/,) অর্থাৎ ২৭০০মেগাওয়াট উৎপাদন হয় জ্বালানী তেল দিয়ে । আগেই বলেছি বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কমেছে । ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক কমে যাবার কথা। কিন্তু সরকার বিদ্যুতের দাম না কমিয়ে তা বাড়িয়ে দিয়েছে।অন্যদিকে গ্যাসখাত একটি লাভজনক খাত হিসেবে চিহ্নিত ।তাহলে প্রশ্ন হচ্ছে গ্যাসের দাম বাড়ানোর যুক্তি কি?
সরকার বলছে গ্যাস খাতের উন্নয়নের জন্য টাকা প্রয়োজন। কিন্তু গ্যাস উন্নয়ন তহবিলের ৫০০০হাজার কোটি টাকার কোন হিসেব নেই কেন ? এই টাকা গেল কোথায়?
এই টাকা গত ৭ বছরে লুটপাট হয়েছে ,যারা এই কাজটি করেছেন আজ পর্যন্ত তাদের ধারা হলো না কেন ? পেট্রোবাংলার কাছে ১৫হাজার কোটি টাকা অলস পড়ে আছে । উপরন্তু টাকার অভাবের কথা বলে কম দামে দেশীয় প্রতিস্টানকে বাদ দিয়ে ,বেশী দামে বিদেশী প্রতিস্টানকে কাজ দেয়া হচ্ছে । বাসাবাড়িতে মিটার বসানো এবং ন্যায্যমুল্যে সিলিন্ডারের গ্যাস সরবরাহ করার কথা বললেও তা বাস্তবায়িত হচ্ছে না। সরকার এদিকে নজর না দিয়ে কার স্বার্থে আবারো দাম বাড়ালো ?
একজন মন্ত্রী বলেছেন ,আমাদের গ্যাসের দাম কম । এজন্য নাকি আইএমএফ ,বিশ্বব্যাংক তাদের ধমকায় ! তাই দাম বাড়ানো হয়েছে ।
কি অদ্ভুত কথা ।
আবার এই মন্ত্রী ও সরকার বলছেন ,গ্যাস-বিদ্যুতের উৎপাদন খরচ নাকি বেড়েছে !
কিভাবে বেড়েছে ?
যেখানে আমদানিকৃত তেলের দাম আগের তুলনায় বহুলাংশে কমেছে । সেখানে কিভাবে উৎপাদন খরচ বাড়ে? এর উত্তর কি দিবেন ?
যদি উৎপাদন খরচ বেড়েই থাকে তার জন্য সরকারের সংশ্লিস্টদের দূর্নীতিই এর জন্য দায়ী। সরকার কেন সেই দায় স্বীকার করছেন না? কেন এর দায় জনগনের উপর চাপানোর চেস্টা চলছে ? কেন জনগন এই অযৌক্তিক সিদ্ধান্তের ফলে বেশী দামে গ্যাস-বিদ্যুত কিনে এর মাশুল দিবে?
সরাকরের মন্ত্রী,এমপি ও দলীয় লোকজনের দুর্নীতির বলি আমরা জনগন আর কতকাল হবো ? সময় এসেছে এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানোর ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১
এম ফজলুল করিম বলেছেন: ঠিক