নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

একদিন কবি

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

একলোক সরকারের উচ্চপর্যায় চাকুরি করেন। তিনি কিছুটা ভাবুক প্রকৃতির, মাঝেমাঝে সাহিত্যচর্চাও করেন। উচ্চপর্যায় চাকুরির কারনে তার আশেপাশে সবসময় মানুষের ভীড়। এদের অনেকেই তার কাছ হতে কাজ বা নানান সুবিধা বাগানোর জন্য কায়দা করে তেলমর্দন করতো। চাটুকারের দল জানে, তার লেখা নিয়ে কথা বললে তিনি খুশি হন। তাই এরা কর্তার মনভঞ্জনে প্রায় সময় কর্তার কবিতার এক লাইন বা দুই লাইন লিখে পকেটে রাখে। যখন কাজ বাগানোর দরকার তখন রুমে ঢুকে আওরাতে থাকেন তার কবিতার যে কোন ১/২ টি লাইন। কবিতার পংক্তি আওড়ানো শেষে বলেন, " যা লিখেছেন ভাই। মনটাই ভরে গেল। রবীন্দ্রনাথের পর এতো সুন্দর বাক্য বিন্যাস কেউ করতে পারেননি। অপুর্ব অপুর্ব ভাই চালিয়ে যান।"
রুমে বসা কেউ একজন যোগ করেন, এই তো সময়। নেক্সট বাংলা একাডেমি পুরস্কার ঠেকায় কে!
কবি একটু বিব্রত হন।
শুস্ক কন্ঠে জিগেস করেন, পুরা কবিতা পড়েছেন?
- হ্যা হ্যা পড়েছি বলেই তো অপুর্ব অপুর্ব বলছি।
ভারী চশমার গ্লাস মুছতে মুছতে কবি মহোদয় বলেন, ও আচ্ছা। পরের লাইনটা কি ছিল মনে আছে?
উপস্থিত লোক দুটো কিছুটা ঘাবড়ে যায়। কিন্তু দমবার পাত্র নয়। তাদের ফাকিবাজি ঢাকতেই জোর কন্ঠে বলেন,, " আপনার সব কবিতাই হিট। বেদের মেয়ে জোতস্নার রেকর্ড ব্রেক করেছে।এতো শতো আপনার কবিতা পড়েছি যে পরের লাইন কোনটা রেখে কোনটা বলি। ভাল জিনিষ এক লাইন দুই লাইন পড়লেই ভাবার্থ সব বুঝা যায়। "
কবি উদাস নয়নে জানালার বাহিরে তাকিয়ে আনমনা হয়ে পড়েন। তিনি ভাল করে জানেন , এ সব লোক তার কবিতা পড়ে না। চাটুকারিতা, তোষামোদী করার জন্য এরা তার বই কেনেন, অটোগ্রাফ নেন।
কাল তার চাকুরির শেষদিন। এ লোকগুলি ভুলেও তার কবিতা কখনো পড়বে না। ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে তার বই।কবি ঘামতে থাকেন। বুকের বা দিকটা কেমন মোচড় দিয়ে উঠে। ঢলে পড়ার শেষ মুহুর্তে শুধু তার প্রিয় নদীর কথাই মনে পড়ে। মনে পড়ে ছেলেবেলার সেই ঝাঁঝালো দুপুরে বটপাকুড়ের ছায়ায় শীতল হওয়ার কথা। আহা কতদিন এরকম শীতল হইনা!
কবি'র মগজে তখন এম্বুলেন্সের সাইরেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: কবি'র মগজে তখন এম্বুলেন্সের সাইরেন।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

স্ণরণ শেখ বলেছেন: এইসব কবি দের (আমলা অথবা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত) বই দিয়ে একুশে বই মেলা সয়লাব, এরা মেধার জোরে না বরং টাকার জোরে বই ছাপায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.