নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ঈদের সিনেমা " রক্ত" : অভিমত- -১

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

ঈদের সিনেমা " রক্ত"
অভিমত- -১

জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটি নিয়ে আমার কৌতুহল ছিল। গত ঈদে শিকারি দেখতে গিয়ে রক্তের ট্রেলার দেখে আগ্রহটা জন্মেছিল। পরবর্তীতে প্রেস শোতে সিনেমার ৪ টি গান বড় পর্দায় দেখার আগ্রহটা উস্কে দেয়। যাহোক আমার কলেজ জীবনের কিছু বন্ধুরা মিলে রাত ৯টা ১২ টার শোতে রক্ত দেখতে গিয়েছিলাম। সিনেমা মুক্তির তিনদিনের মধ্যে হাতে গোনা কিছু দর্শকের উপস্থিতি দেখে মনটা খারাপ হয়ে গেল।
জাজের পুর্বের সিনেমাগুলির মতনই এই ছবিটিও বিশাল বাজেটের। পুরোমাত্রার বানিজ্যিক চলচ্চিত্র। নাচ, গান, মারপিট, একশান, হৈ হুল্লোড় সবই আছে। কিন্তু ছবি দেখতে বসে কোথায় যেন একটা কিছুর ঘাটতি প্রকটভাবে অনুভব হচ্ছিল। পুরো ছবি দেখার পর মনে হলো জাজের আগের ছবি নিয়তি বা শিকারি' র ভেতর একটা গল্প ছিল , দর্শককে হলে টেনে আনতে সক্ষম হয়েছিল । এই ছবিতে গল্প অনেকটা খাপছাড়াভাবে এসেছে ।
বাংলা সিনেমার আদিকাল থেকে নায়ক নায়িকা হন অসীম ক্ষমতার অধিকারি। অস্রবাজদের বিরুদ্ধে খালিহাতে শত্রু শিবিরের ভিতর হানা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেন , যুদ্ধ জয় করেন! কখনো কখনো সামান্য আঘাত পান কিংবা আহত হন। শেষ পর্যন্ত নায়ক নায়িকার জিত হয় এবং তাদের মধ্যে ভালোবাসার পরিনয় ঘটে! এ সব ধারনা থেকে রক্ত সিনেমাটিও বেরিয়ে আসতে পারেনি।
ঢাকাই সিনেমার দর্শকরা পরীমনিকে এ প্রথম একশান, মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখলো। একজন দর্শক হিসেবে বলবো পরীমনি তার জায়গায় উতরে গেছেন। নায়ক নবাগত রোশান সম্ভাবনাময় । অভিনয়ে আরো সাবলীল হতে পারলে ঢাকাই সিনেমার নায়কের সংকটের এ সময় নিজের জায়গাটা করে নিতে পারবেন। অমিত হাসান সব সময়ের মতন ভাল অভিনয় করেছেন। কারিগরি বিষয়ে বলবো এডিটিং চমতকার, সাঊন্ড, , ইফেক্ট ভালো হয়েছে। ক্যামেরার কাজও ভাল। বাংলাদেশে যে ভাল এডিট হতে পারে এ ছবিটি দেখে আশাবাদী হবেন নতুন নির্মাতারাও। " আমি ডানাকাটা পরী ' এ গানটি ইতোমধ্যে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। কিন্তু এ গানটির বিরুদ্ধে অনেকেই নকল সুরের অভিযোগ তুলেছেন। " আই এম সুপার গার্ল ফ্রম চায়না" গানের সুরের সাথে সত্যি মিল খুঁজে পাওয়া যায়।
যে সব দর্শক বানিজ্যিক সিনেমা দেখেন তাদের। জন্য বলবো, গল্পের দুর্বলতা ছাড়া এ ছবিতে বানিজ্যিক সব উপাদানই আছে।
দশর্কদের বলবো হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে যেতে সহযোগিতা করুন।
বি: দ্র : পর্রবতী অভিমত আসছে " বসগিরি " ও " শ্যুটার " সিনেমা নিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

একটি পেন্সিল বলেছেন: যত ধরনের পঁচা ছবি বানান, চার আনার মেধা খাটান না, সেই ছবি দেখে নিজের টাকা নষ্ট করে অশ্লীল মানুষিকতার মানুষদের পকেটা ভারি করব, সেটাতো হতে পারেনা।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

মারুফ মুনজির বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.