![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড. কামাল হোসেন
সাম্প্রতিক সময়ে আপনাকে বিশেষ কয়েক জনের সাথে একই মঞ্চে দেখা গেছে- আপনাদের দাবীও একই; আপনারা নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। আপনি যাদের যাথে আজ মঞ্চ ভাগাভাগি করছেন তাদের সম্পর্কে বলার মানসিকতা আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি! শুধু আপনাকে নিয়ে কয়েকটি কথা বলতে চাই-
কারন,
আপনি বাংলাদেশের সংবিধান (৭২ এর সংবিধান) প্রণেতাদের অন্যতম, বঙ্গবন্ধু সরকারের আইনমন্ত্রী (১৯৭২-৭৩), পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী (১৯৭৩-৭৫) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী (১৯৭৪-৭৫)
আপনি বর্তমান বিশ্বের অন্যতম আইনজীবি, পৃথিবী জোড়া আপনার নাম। নিঃসন্দেহে বিশ্বের কাছে আপনি বাংলাদেশের নাম সমুজ্জ্বল করেছেন। সেই আপনি, সেই ড. কামাল হোসেন কাদের সাথে একই মঞ্চে উঠে আন্দোলন করছেন! আপনি কার মন্ত্রিপরিষদে স্থান পাবার জন্য আন্দোলন করছেন!একবারও কি ভাবেননি আপনাকে কার অধীনে কাজ করতে হবে? না, সত্যি বলছি আপনাকে এভাবে মানায় না!!
১৯৯০ সালে আপনি বিশেষ কারনে আওয়ামিলীগ থেকে আলাদা হয়ে যান। কেন আপনার এ সীদ্ধান্ত তা সবারই কম বেশি জানা বলে নতুন করে এখানে বলছি না। ১৯৯২ সালে আপনার নিজের রাজনৈতিক দল গণফোরাম যাত্রা শুরু করে। নির্বাচনী প্রতীক- উদীয়মান সূর্য
গণফোরামের প্রথম পূর্নাঙ্গ নির্বাচন ৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন।
১০৪ টি আসনে (৭ম সর্বোচ্চ) প্রার্থী দিয়ে ১০৪ টি আসনেই পরাজিত হয় এবং গণফোরামের সকল (১০৪ জনেরই) প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
গণফোরামের প্রার্থীরা বরিশাল বিভাগে মোট ভোট পেয়েছিল- ১৮২৯টি, চট্টগ্রামে ভোট পেয়েছিল- ৮৬৪০টি, ঢাকা বিভাগে ভোট পেয়েছিল- ২২৬২৩টি, খুলনা বিভাগে ভোট পেয়েছিল- ১৫৬৫, রাজশাহী বিভাগে ভোট পেয়েছিল- ১২০১৭টি এবং সিলেট বিভাগে ভোট পায় ৭৫৭৬টি। অর্থাৎ, সর্বমোট ভোট পেয়েছিল- ৫৪২৫০টি। মোট ভোটদাতা ছিলেন- ৫৬৭১৬৯৩৫জন যার সরলার্থ হলো ড. কামাল হোসেনের গণফোরাম সারা বাংলাদেশের তৎকালীন `০৯৫% (দশমিক শূণ্য নয় পাঁচ) শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল!!
আজ সতের বছর পর এই পরিসংখ্যান কি আপনি বা আপনার দল বদলাতে পেরেছেন? অন্যদের মতো আমারও উত্তর হবে -না, আপনি বা আপনারা পারেন নি! তাহলে আপনি কিসের আশায় এইসব দল বিতাড়িতদের নিয়ে আন্দোলনে নেমেছেন? নাকি, এটি নিছক আপনার একটি ব্যক্তিগত প্রতিশোধ?
আপনি সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান ভালো কথা, কিন্তু কাদের সাথে নিয়ে আপনি তা করবেন? তাদের নিয়ে, যারা আপনার নিজের লেখা ৭২ এর সংবিধানকে হত্যা করেছে? যারা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের মানচিত্রে ছোপ ছোপ রক্ত লেপে দিয়েছে, যারা স্লোগান দিয়েছে- ' আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান' এই এদের নিয়েই কি আপনি গণতন্ত্র আনতে চান?
তাহলে আমাকে স্বীকার করতেই হবে আমি আপনার মেধা, সততা কিংবা প্রজ্ঞাকে ভুল জেনেছি।
আপনি আমার কথায় কিংবা ভোটের পরিসংখ্যানে হাসতে পারেন, বলতে পারেন আমরা বোকা জনগণ আমরা আপনাদের উদ্দেশ্য বুঝিনি।
প্রিয় ড. কামাল হোসেন, আমরা সত্যিই আপনাদের কথা, কাজ কিছুই বুঝিনা। আমরা বুঝি যে গণতন্ত্র মানুষ কে মানুষ মনে করতে শেখায় না, মায়ের কোলে পুড়ে যাওয়া শিশুর লাশ তুলে দিয়ে যদি আমদের গণতন্ত্র আনতে হয় তাহলে মিনতি করে বলছি- দোহাই আপনাদের গণতন্ত্র আমরা চাই না
©somewhere in net ltd.