![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
অমর একুশে গ্রন্থমেলায় আসছে আমার ২য় গীতিকাগ্রন্থ - একতারা
সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সাথে রইলো একতারার সুর মঞ্চে আমান্ত্রণ।
একতারা
প্রকাশনীঃ এক রঙা এক ঘুড়ি
প্রচ্ছদঃ নবী হোসেন
স্টল নং ৬৫৪ (সোহরাওয়ার্দী উদ্যান)
মূল্যঃ ১৮০ টাকা
একতারার বৈশিষ্ট্যঃ
একটি তার, বাঁশের চটা আর লাউয়ের খোলস দিয়ে তৈরি একতারা।একতারায় বিশেষ করে গাওয়া হয়েছে উজানের গান। গাওয়া হয়েছে তিস্তা নদীর গান।উত্তর বঙ্গের লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী।খুঁজতে গেলে দেখা মিলবে- একতারার অনেকগুলো পংক্তিমালায় ঠাঁই হয়েছে তিস্তার জল-কাদা,ঢেঁউ,আকাশ-বাতাস,তিস্তা পাড়ের মানুষ,তিস্তার চর এই শব্দগুলোর।বলা চলে- তিস্তা নদীর জলের ঢেঁউ কবির মনকে কেঁড়ে নিয়েছে।তাই তো এতোটা টান তিস্তার প্রতি।একাধিকবার বহু সুর-লহরিতে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে গাওয়া হয়েছে তিস্তার স্তূতিমালা।আশা ছিলো পাবো বন্ধু তোমাকে/মিছে আশা ঘুরে বেড়ায় তিস্তা নদীর বাঁকেবাঁকে,নদী তিস্তা রে তোর ডুবুচরে আমার নৌকা ঠেকিলো,পোড়া মন ভালোবেসে গলায় পরলি ফাঁসি/বন্দরে বন্দরে ঘুরে তিস্তাকূলে আসি,তোরে আমি ভালোবাসিয়া/তিস্তা জলে গেলাম ভাসিয়া- এভাবেই একতারার পাতায় পাতায় অন্তর্নিহিত হয়েছে তিস্তার প্রেম-ভালোবাসা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫
বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর অভিব্যক্তি প্রকাশের জন্য। সত্যিই একতারার একটি তারে হাজার সুরে লহরির সৃষ্টি করে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪
সালাউদ্দীন খালেদ বলেছেন: শুভ কামনা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬
বংশী নদীর পাড়ে বলেছেন: বইটি সংগ্রহ করার জন্য আমন্ত্রণ রইলো। ভালো থাকুন প্রত্যাশা রইলো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
জাহিদ অনিক বলেছেন:
এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নারে ------
শুভকমান