![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
এবারের বিষয় মন, মানুষের মন। প্রকাশ মাধ্যম, বাংলা সাহিত্যের প্রায় হারিয়ে যাওয়া একটি অধ্যায় পুঁথি। পুঁথির ভাষা-ছন্দে মানুষের মন।
পুঁথি- বহুরূপী মন
মো. ফারুক হোসেন
রচনাকালঃ ২৫/০৯/২০২০ ইং
দুবাই ইনভেস্টম্যান্ট পার্ক নং ১,
দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
------------
আ…আ….আ….
মানুষের মন নিয়ে কিছু কথা বলতে চাই
যদিও বা মানুষের মন বুঝার সাধ্য নাই
ভাই রে ভাই…
মনোযোগ সহকারে শুনিবেন সবাই…
ভাই রে ভাই…
মন আছে সাদা কালো
মন আছে মন্দ ভালো
বহুরূপী মনের কথা কার কাছে জানাই
ভাই রে ভাই…
মন আছে সরল গরল
মন আছে কঠিন তরল
মানুষ দেখিয়া মন চেনার উপায় নাই।।
মন আছে আঁকা বাঁকা
মন আছে কাঁচা পাঁকা
মাটির হাঁড়ি নয় সে বাজিয়ে বুঝতে পাই
ভাই রে ভাই…
মন বড় চালাক চতুর
কাছে মানুষ মন বহুদূর
মানুষ দেখে মন কেমনে করি রে যাচাই।।
সারা দেহ কাপড়ে ঢাকা
মনের ভিতর মহা ফাঁকা
মহাশূন্য মনাকাশে কেমনে মন বসাই
ভাই রে ভাই…
মন চিনিতে গেলো বেলা
হইলো দ্বন্দ্ব জায়-ঝামেলা
জগতে যতো জ্বালা মন ভাণ্ডারে ঠাঁই।।
মন মালিন্য মনে মনে
মন ভাঙ্গে মনের কারণে
মন সরল হলে কী আর এতো কষ্ট পাই
ভাই রে ভাই…
মনকে বুঝ দিতে গেলে
আমারে বুঝ দেয় কৌশলে
মন যা বুঝে সেটাই সত্য বাকি সব মিছাই।।
দেখেছি আমি বোবা মন
তার কাছে সব অকারণ
শত প্রশ্ন করেও কথার জবাব মেলে নাই
ভাই রে ভাই…
চলার পথে মানুষ মিলে
ভালো মন্দ কিছু দিলে
মন মিলে না টাকা দিলে অমূল্য সদাই।।
টাকা কড়ি গাড়ি বাড়ি
থাকতে পারে ভুরি ভুরি
বড় মনের অধিকারী হাজারে এক নাই
ভাই রে ভাই…
মনে কারো দিলে ব্যথা
ক্ষমা চেয়ে নিও তথা
খোদা বলে মাফ করার আমার সাধ্য নাই।।
মন আছে ছোট বড়
মন আছে কিপ্টা কারো
কাউকে কিছু দিতে গেলে ভাবার অন্ত নাই
ভাই রে ভাই…
মন বোঝা বড় কঠিন
দেখা যায় না দৃশ্যহীন
অদৃশ্য মন যমুনায় কেমনে নৌকা বাই।।
মন আছে এক রুখা
নাই তার সখি-সখা
একঘরে থাকে নাই সমাজের বালাই
ভাই রে ভাই…
কতো মন শতো মন
হাল্কা ভারি ওজন
হরেক রকম মন দুনিয়া বুঝাই।।
মনে মনে এক মন
হইলো ভাই কয়জন
কিছু না কিছু বৈ-পরীত্যের লড়াই।।
ভাই রে ভাই…
মনো ধন পেলো যে
ভাগ্যবান সে নিজে
হাসিয়া হাসিয়া নেয় শেষ বিদায়।।
ঠেঁটা মন তেড়া মন
বুঝ দিলে ঠন ঠন
আপনি যা বুঝে তাই তার হওয়া চাই
ভাই রে ভাই…
গণ্ডগোল বাজায় মন
মীমাংশাও করে মন
মনের চরিত্র বদল দফায় দাফায়।।
দেখিয়াছি মন আমি
গর্বিত অভিমানী
প্রেম প্রীতি ভালোবাসার কোনো মূল্য নাই
ভাই রে ভাই…
বলি; ধরি মন হাত পাও
মন খোলে কথা কও
মন বেজার হইয়া তুমি থাকিও না ভাই।।
মন কারো উচাটন
মানে না কোনো শাসন
ঘরে মন বসে না ঘুরিয়া বেড়ায়।।
ভাই রে ভাই…
মন পুড়ে অনলে
মনের মানুষ ব্যথা দিলে
ভিতরে আগুল জ্বলে বাহিরে তা নাই।।
মন থাকিলে বেজার
করিতে চায় না আহার
মনেরও আসুখ আছে কভু দেখতে পাই
ভাই রে ভাই…
মন যদি ভালো থাকে
শরীরও ভাল লাগে
মন আর শরীর উভয় সুস্থ হওয়া চাই।।
ভালো মনের অধিকারী
বিচার বুদ্ধিতে ভারি
অল্পতে তুষ্ট না করে খাই খাই।।
ভাই রে ভাই…
কিছু মন ত্যাগি আছে
যা আছে নিজের কাছে
দুই হাতে বিলিয়ে কী যে সুখ পায়।।
যারে যে ভালোবাসে
মনের মধ্যে পুষে
হায় রে মনের খেলা চলছে সদায়
ভাই রে ভাই…
মন বড্ড দামি চিজ
সবল বৃক্ষের সুস্থ বীজ
সাধনা-করুনার দান মন-মানিক নিতাই।।
বহুরূপী মন নিয়ে
শুনাইলাম পুঁথি গেয়ে
ভুল-ত্রুটি মার্জনা করিবেন সবাই।।
ভাই রে ভাই…
পুঁথিপাঠ করিলাম ইতি
রাখিয়া প্রেম প্রীতি
সকলকে সালাম ও ধন্যবাদ জানাই।।
-----
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২১
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনিও প্রীতি জানবেন।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম এবং সবচেয়ে পুরাতন পোস্টটিতেও একটা মন্তব্য রেখে এসেছি। সময় করে দেখে নেবেন।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: বাহ!
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৮
বংশী নদীর পাড়ে বলেছেন: প্রীতি রইলো ভাই
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১১
সেনসেই বলেছেন: বাহবা জব্বর হইছে। র্আজকাল তো খুব দুষ্কর এমন লেখা।
স্যালুট স্যার
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯
বংশী নদীর পাড়ে বলেছেন: নতশিরে ভক্তি রইলো- প্রেমের কাঙ্গাল আমি একজন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩১
জগতারন বলেছেন:
ব্যাতিক্রম ও ভিন্নরকম সাহিত্য পেলাম আজ এই পোষ্টে।
কবির প্রতি অভিন্দন জানাই।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: এক সময় গ্রামের বাড়িতে সন্ধ্যায় পুঁথি পাঠের আসর বসতো। কখনো কারবালার ঘটনা, কখনো ইউসুফ-জুলেখা, লায়লী-মজনু ইত্যাদি ঘটনা পুঁথি পাঠে ভেসে ওঠতো। আজ প্রায় বিলুপ্ত হয়ে গেছে বাংলা সাহ্যিতের এই শাখাটি। যদিও আমি ভালো লিখতে পারিনি তবুও আপনার ভালো লাগা আমার অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকেও।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: এই ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।