নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

এরই নাম বাবা

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৫

পৃথিবীর বুকে যখন একা এসে পা রাখলাম সেইদিন থেকেই বাবার ব্যতিব্যস্ততা আমাকে নিয়ে শুরু হয়। মায়ের পর বাবার ভূমিকাটা বড় হলেও তা টের পায় না কেউ,এটা শুধু বাবা জানেন। প্রত্যক্ষ এবং পরক্ষ উভয় দিকে বাবার দায়িত্ব বাড়তে থাকে। বাবা তপ্ত রোদে চারা গাছের জন্য বিশাল এক ছায়া হয়ে দাঁড়ায়। মায়ের আচঁলের নিচে যখন নিরাপদ এক দুনিয়ায় আমার খাওয়া-দাওয়া, ঘুম-খেলাধূলা হয় সকাল-বিকেল কিংবা মধ্যরাতে আর তখন মা এবং সন্তান উভয়ের নিরাপত্তার দায়িত্বে অতন্দ্র প্রহরীর মতো সকল প্রকার চাহিদার যোগান দেওয়ার পাহারায় নিয়োজিত থাকেন আমার বাবা। বাবার ছায়ায় ঝড়-ঝঞ্ছা,প্রখর রোদের তাপ, অভাব-অনটন কিছুই টের পাই না আমি। যতো ঝড় বাবার উপর দিয়ে বয়ে যায়। এরই নাম বাবা। পৃথিবীর প্রায় সকল বাবারাই বাবার মতোই হন। বাবা তো সেই বটবৃক্ষের নাম যার আশ্রয়ে শান্তিতে ঘুম হয়। দুশ্চিন্তা থাকে না, ভাবতে হয় না। অনেকগুলি দায়িত্বের ভার থাকে বাবার কাঁধে। বাবা কখনো কষ্টের কথা কাউকে বলেন না, নিজে চুপচাপ সহ্য করেন। তার দুঃখ হয় তখন যখন সন্তানের চাহিদা ঠিক মতো পূরণ করতে ব্যর্থ হন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা বাবা কোনোদিন ভাবেন না। বাবা ঈদ কিংবা কোনো খুশির দিনেও ভালো একটা জামা-কাপড় কিনতে চান না। আমার মতো সকল সন্তানদের বাবারা হাঁড় ভাঙ্গা পরিশ্রম করলেও তা প্রকাশ করেন না। সন্তানের মৌলিক চাহিদা মেটানো বাবার প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়। আমি ধীরে ধীরে বড় হই আর বড় হতে থাকে আমার চাহিদা। বাড়তে থাকে বাবার ঘাড়ে থাকা বোঝার ওজন। বাবার দায়-দায়িত্বের কথা লেখুনী দ্বারা প্রকাশ করা অসম্ভব। আমার এই লেখা পড়ে বাবাকে বুঝা যাবে না। বাবাকে বুঝতে হলে, বাবার অভাব অনুধাবন করতে হলে বাবাকে কোনো একদিন দূরে কোথাও হারিয়ে ফেলতে হবে আর তখনই কেবল বাবার মর্মটা হারে হারে টের পাওয়া যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.