নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

অনিদ্রাসারথি ২

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ঘুম চাই, এক পেয়ালা ঘুম!
তাও যদি খুব দুর্লভ হয়; নাহয়-
এক চামুচ ঘুম চাই; সামান্য ঘুম চাই;
আমার এ দুই ক্লান্ত চোখে কিঞ্চিৎ স্বস্তি চাই,
প্রস্তর-নবপ্রস্তর-সুমেরীয় যুগ পার হয়ে-
জেগে; পাহারায় আছি মধ্য-যুগের।
প্রতিটি প্রহর তোমরা কাটিয়ে দাও ঘুমে,
আমি জেগে থাকি; অনিদ্রাসারথি!

জানিনা তোমাদের মতো ঘুমাইনি কতোকাল!
সাধারণ বিছানায়, খড়ের বালিশে ছুঁয়ে মাথা,
নিশ্চিন্ত ঘুম আসেনা কতোদিন!
যদি কোন বণিককে পাই, কার্থেজ, রোম-
অথবা বুখারার কোন জমাট বাজারে,
আমি চেয়ে নেবো একটুখানি ঘুমের সন্ধান।

চোখের পলকে ঘুম চাই, চোখ বন্ধ হলেই ঘুম চাই,
বিষণ্ণ রাত আরো ঘন হলে, গাড় ঘুম চাই।
নিঃস্তব্ধ পালকির মতো ভয়াবহ নির্জন এক-
রথ; যেন আমার বিছানা অন্ধ শুন্যে ভাসে!
শুয়ে থাকি শত বছরের নিঃসঙ্গতা নিয়ে একা,
আমি অভিশপ্ত অনিদ্রাসারথি!
জানি কি বিষাক্ত ব্যথাতে হয় পার নিঃর্ঘুম কাল,
জানি কেমন তীব্র হয় ঘুমের বাসনা।

গভীর চাঁদের রাত তোমাদের হাসিতে উজ্জ্বল,
নামে সে খুজতে তার পৌরাণিক পুরুষ।
এ স্বর্গীয় দৃশ্য আমি দেখেছি হাজার বছর,
এখন ক্লান্ত লাগে, দেখতে চাই না আর!

আমি চাই এক থালা নিবিড় ঘুম; স্বস্তিময়!
নাড়িকেল জিঞ্জিরার প্রশান্ত বাতাসের মতো মুগ্ধ ঘুম!
আমি অনিদ্রার রথ ছেড়ে তোমাদের কাছে ফিরতে চাই,
আমি অনিদ্রা শিবির হতে তোমাদের পাশে আসতে চাই।
ভাঙ্গা কুড়ের ছাউনির কোণে, পুরনো কাঁথার আলিঙ্গনে,
আমি চির অনিদ্রাসারথি, চাই একটু ঘুমের আশ্বাস!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম!

আপনার কবিতাগুলি গতকাল থেকে পড়লাম।
ভাল লিখছেন। ভাল লেগেছে। একটি কবিতা মনে হয় সেরা ২০ এ যাবে।

লিখুন।
শুভকামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: সুখের অপর নাম পরিমিত ঘুম, চাহিবামাত্র আসা ঘুম।
কবিতা ভাল লিখেছেন, তবে ঘুমের পরিমাণ বা স্থায়ীত্ব বোঝাতে থালা, পেয়ালা, চামচ, ইত্যাদি মাপকের উদাহরণ পরিহার করলেই কবিতাটি আরো ভাল হতো বলে মনে করি।
ঘুম না আসা নিয়ে আমিও একটি কবিতা লিখেছিলাম। ইচ্ছে হলে সেটা দেখতে পারেন এখানেঃ ঘুম দিয়েছে আড়ি

৪| ২০ শে এপ্রিল, ২০২৩ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.