![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্তব্ধ শহর অচেনা হলে, মহানগরীর
দূরতম মোড়ে,
একবার দেখো তুমি সরিয়ে মায়াবী পর্দা,
আকাশ সমুদ্র ভেঙ্গে মহাকর্ষিক স্পর্ধা,
পুঞ্জীভূত তারকারা নামে থরে থরে,
হয়ে যায় তারা সবে নিয়নের আলো
তোমার আমার এ অন্ধ শহরে।
কবে বহুকাল আগে হে পুরাণ মানবী,
এসেছিলে মর্ত্যলোকে।
তোমার বিক্ষিপ্ত চিত্ত ভুলেছে তা সবই,
মনে নাই কালের হিসাব,
সৃষ্টির আদি হতে যে বন্ধু তোমার,
রাত্রি দুপুর হলে পথ ভুলে তারা নামবে আবার।
কখনো স্বপ্ন ঘোরে ভুলে গিয়ে দিশা
হঠাত তাকাও যদি অদৃশ্য ব্যালকনি হতে,
দেখবে ভেসেছে চাঁদ বুড়িগঙ্গার স্রোতে।
সেজেছে এ কদাকার কঙ্ক্রিটের জঙ্গল,
অজস্র তারকারে বানিয়ে মালার আদল।
মিটিমিটি হাসবে সে অজানিতে-
তোমার আমার এ প্রিয় শহর।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ ৫ লাইনে সাধু ভাষা কি খুব দরকারী?
হলে পুরো সাধুতেই হোক!
হঠাৎ এ ৎ- ই সঠিক।
যদিও আমার লেখাতে টাইপো থাকে- চোখে লাগল তাই বলা।
থিম এবং কবিতার প্রকাশে দারুন।
ভাল লাগা
+++
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ সবাইকে। অনভিজ্ঞতা বশত কিছু ভুল হয়েছে। ধরিয়ে দেওয়ার জন্য ভাল লাগলো। চেষ্টা করেছি কিছু সংশোধন আনার।
শুভকামনা।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
জাহিদ অনিক বলেছেন:
কবি বিদ্রোহী ভৃগু উপরের মন্তব্যে যে সাধু ও চলিত'র মিশ্রণের কথা বলেছেন সেটা আমারও জিজ্ঞাসা ছিল।
যাইহোক, কবিতা ভালো হয়েছে - শুভেচ্ছা স্বর্ণবন্ধন
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করেছি কিছু সংশোধন আনার।
শুভকামনা।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা......
কমেন্টের উত্তর দিতে কমেন্টের উপরের সবুজ তীরে ক্লিক করুন....
মোবাইল এ চালালে Full version এ ক্লিক করুন....
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।