নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

চোখের আলোয়

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

কিছু নেই তোর চোখে শূন্যতা ছাড়া!
সবুজ দ্বীপের বন মরে গেলে পর,
গাছের কঙ্কাল আনে উন্মুক্ত পাঁজর!
শুধু নিঃস্ব বালুর রেখা সমুদ্রে ভাসে,
জাহাজ ঘুরিয়ে ফেলে পালের নিশানা।
তৃষ্ণায় আধমরা পাগল যে নাবিক,
সেও ত পালায় দেখে বালির সীমানা!
তেমন শূন্যতা তোর চোখের আলোয়!

সারাটি জীবন তার কাটবে খাঁচায়,
এই ভেবে কিছু পাখি হয়ে খুব চুপ,
সকল শারীরবৃত্ত ভুলে গিয়ে একা-
তুলোট পাখাওয়ালা মেঘদের দ্যাখে!
তাদের বিষাদে কাঁদে তোর দুটি চোখ,
কিছু নেই সেখানে শুন্যতা ছাড়া!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০

মাহমুদুর রহমান বলেছেন: অগোছালো লাগলো।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.