![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন মনে তার আকাশে-
হারাবো বলে রাতদুপুরে,
পথের শেষে নীলের আলোয়,
খুঁজতে গেলাম চাঁদটাকে।
লজ্জাবতী মেঘের পাতায়,
মুখ লুকালো দুষ্টামিতে।
পত্র দিলাম সব মেঘদের,
এপাশ থেকে দূর ওপাশে-
দিলো না ধরা তবুও সে।
তন্দ্রা চোখে নীল জ্যোৎস্না,
ধরব বলে ছুট লাগালাম!
মিলিয়ে গেলো হাওয়ায় তখন,
আবছা নীলে তোমায় পেলাম।
সেই তুমিও হারিয়ে গেলে,
তন্দ্রার রেশ শেষ না হতেই!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুন
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
হাবিব বলেছেন: আরেকটু যত্ন নিন.......